নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের এই মাসে বীরপ্রসুতি এই মাকে লাখো-কোটি সালাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪



পৃথিবীতে কত মানুষই জন্ম নেই। কত মানুষইতো প্রতিদিন মারা যায়। কে কার কথা মনে রেখেছে? রাজাকার হয়ে যদি আমার সন্তান মারা যেতো তাহলে এই মায়ের মুখ কেমন করে মানুষকে আমি দেখাতাম। আমার ছেলের হয়েছে এক বীরের মৃত্যু। ছেলে শহীদ হয়েছে একটি দেশের জন্য। এই সৌভাগ্য কয়জন মায়ের হয়।

আজ আমি যেখানে যাই। সেখানেই মানুষের ভালোবাসা পাই। সম্মান পাই। শ্রদ্ধা পাই। ডিসি,এসপি, বড় বড় নেতা,এমপি সহ স্কুল কলেজের ছেলে মেয়েরা যখন পা ধরে কদমবুচি করে -তখন ছেলের গর্বে বুকটা আমার ফুলে যায়। চোখ দিয়ে গৌরবের, আনন্দের অশ্রু পড়ে । একটি দেশ স্বাধীনতার পাশাপাশি এক মাকে এমন গৌরবে পৌঁছে দিলো আমার সন্তান মোস্তফা।ছেলের জন্য আমি গর্বিত,স্বাধীন একটি দেশের জন্য গৌরবান্বিত।১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর মোস্তফা ভোলার দৌলতখানে জন্ম গ্রহন করে ।
১৬ ডিসেম্বরে জন্ম নেয়া আমার ছেলেটাকে সারাজীবনের জন্য পৃথিবীতে আমি হারালাম। কিন্তু সুখ ঐ দিনই আমি আরেকটা স্বাধীন দেশ এই পৃথিবীতে পেলাম।

-বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের মা মোসাম্মৎ মালেকা বেগম।

বিজয়ের এই মাসে বীরপ্রসুতি এই মাকে লাখো-কোটি সালাম।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


উনার জন্য শ্রদ্ধা রলো

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

খেয়া ঘাট বলেছেন: উনার জন্য শ্রদ্ধা

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

আমি মাধবীলতা বলেছেন: তাঁকে এবং তাঁর মতো সব বীরজননীদের প্রতি বিনম্র,জাগ্রত শ্রদ্ধা ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

খেয়া ঘাট বলেছেন: শতকোটি সালাম এই বীরপ্রসুতি মাকে!!!

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

ছাসা ডোনার বলেছেন: শতকোটি সালাম এই বীরপ্রসুতি মাকে!!!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

খেয়া ঘাট বলেছেন: শতকোটি সালাম এই বীরপ্রসুতি মাকে!!!

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: বিজয়ের এই মাসে বীরপ্রসুতি এই মাকে লাখো-কোটি সালাম।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

খেয়া ঘাট বলেছেন: বিজয়ের এই মাসে বীরপ্রসুতি এই মাকে লাখো-কোটি সালাম।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

জনম দাসী বলেছেন: সালাম মা, ওগো মা, হাজার সালাম তোমার চরণে...

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

খেয়া ঘাট বলেছেন: সালাম মা, ওগো মা, হাজার সালাম তোমার চরণে...

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১২

শাহ আজিজ বলেছেন: ১৬ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী চতুর্থ ইস্ট বেঙ্গলকে নিশ্চিহ্ন করার জন্য কুমিল্লা-আখাউড়া রেললাইন ধরে উত্তর দিকে এগুতে থাকে। ১৭ই এপ্রিল পরদিন ভোরবেলা পাকিস্তান সেনাবাহিনী দরুইন গ্রামে মুক্তিবাহিনীর অবস্থানের উপর মর্টার ও আর্টিলারীর গোলাবর্ষণ শুরু করলে মেজর শাফায়াত জামিল ১১ নম্বর প্লাটুনকে দরুইন গ্রামে আগের প্লাটুনের সাথে যোগ দেয়ার নির্দেশ দেন। ১১ নম্বর প্লাটুন নিয়ে হাবিলদার মুনির দরুইনে পৌছেন। সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল তার নিকট থেকে গুলি নিয়ে নিজ পরিখায় অবস্থান গ্রহণ করেন। বেলা ১১ টার দিকে শুরু হয় শত্রুর গোলাবর্ষণ। সেই সময়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সাড়ে ১১টার দিকে মোগরা বাজার ও গঙ্গা সাগরের শত্রু অবস্থান থেকে গুলি বর্ষিত হয়। ১২ টার দিকে আসে পশ্চিম দিক থেকে সরাসরি আক্রমণ। প্রতিরক্ষার সৈন্যরা আক্রমণের তীব্রতায় বিহ্বল হয়ে পড়ে। কয়েক জন শহীদ হন। মোস্তফা কামাল মরিয়া হয়ে পাল্টা গুলি চালাতে থাকেন। তাঁর পূর্ব দিকের সৈন্যরা পেছনে সরে নতুন অবস্থানে সরে যেতে থাকে এবং মোস্তফাকে যাবার জন্য অনুরোধ করে। কিন্তু তাদের সবাইকে নিরাপদে সরে যাওয়ার সুযোগের জন্য মোস্তফা পূর্ণোদ্যমে এল.এম.জি থেকে গুলি চালাতে থাকেন। তাঁর ৭০ গজের মধ্যে শত্রুপক্ষ চলে এলেও তিনি থামেননি। এতে করে শত্রু রা তাঁর সঙ্গীদের পিছু ধাওয়া করতে সাহস পায়নি। এক সময় গুলি শেষ হয়ে গেলে, শত্রুর আঘাতে তিনিও লুটিয়ে পড়েন।
অনেকেই বিস্তারিত জানেননা বলে যুদ্ধের চৌম্বকাংশ তুলে দিলাম।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০

ঢাকাবাসী বলেছেন: তাঁকে শ্রদ্ধা।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

হাসান মাহবুব বলেছেন: উনার জন্যে শ্রদ্ধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.