![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকদিন আগে এক দিদির বাসায় বেড়াতে গিয়েছিলাম। ঘরে ঢুকতে না ঢুকতেই দিদি দৌড়ে আসলেন। দিদিমণির দৌড় দেখলে ওসাইন বোল্ট নিশ্চিত টাসকি খেয়ে পড়ে যেতো। বুঝলাম না - ঘটনাকি?
জানিস, আমার বাসায় না বিশাল চুরি হয়ে গেছে। তাও একেবারে দিনদুপুরে। এই হাঁটতে একটু বাইরে গেছিলাম, আর এই ফাঁকে চোর সামনের দরজা দিয়ে ঢুকে একেবারে পেছনের দরজা খুলা রেখে ঘরে যা ছিলো সবকিছু নিয়ে চলে গেছেরে।
দিদি এক নিঃশ্বাসে বলেই যাচ্ছেন। আমি কথা বলার কোনো ফ্লোরই পাচ্ছিনা। চিন্তা করলাম, জানতে হলে- কড়া ব্রেক দিতে হবে।
তা দিদি কি কি নিয়ে গেলো? সোনা, গহনা সব?
না , ওসব নিতে পারেনি। ওগুলোতো ব্যাংকের লকারে রাখি সবসময়। কিন্তু প্রতিমাসে দশ ডলার করে ফি দিতে হয়। শান্তি আছে বল?
তাহলে -কি ল্যাপটপ, আইপ্যাড, ফোন এসব কিছু?
নারে ফোন আমার সাথেই ছিলো। আর ভাগ্য ভালো বলতে হবে- ল্যাপটপ, আইপ্যাড দুটোই গাড়ীতে ছিলো। সকালে বাবুকে স্কুলে রেখে আসার সময় ঐগুলো গাড়ীতে ছিলো- আর নামানো হয়নি।
তাহলে টিভি, ফ্রিজ- এগুলো চুরি হয়েছে?
না। একটু দেরী করে আসলে হয়তো ওসব নিয়ে যেতো। চোর মনে হয় একাই এসেছিলো।তা তাড়াতাড়ি চুরি করতে যেয়ে ওসব কিছু নেয়ার সুযোগ পায়নি।
তাহলে চুরি হলো কি দিদি? জামা-কাপড়?
নারে ওসব কিছুও নিয়ে যায়নি।পুরনো কাপড় বিক্রি করবে কই? আর এদেশের চোররা মনে হয়-নতুন কাপড় ছাড়া পরেনা।
এবার আমার অবস্থা হলো- "ডীয়ার ইন দি হেডলাইড" এর মতো। তাহলে চুরি হলোটা কি?
ভাবছি- জিজ্ঞাসা করবো কিনা? কৌতূহল হচ্ছে খুব। দিদি তবে চুরি হলোটা কি?
আর তুই কি এখনো বুঝছিসনা। ডলাররে ডলার। নগদ ডলার সব চুরি হয়ে গেছে।
কত ডলার ছিলো দিদি? অনেক টাকা?
পুরো দুটো দশ ডলারের নোট ছিলো। ঘর থেকে বের হওয়ার সময় আমার স্পষ্ট মনে আছে- বইয়ের নীচে রেখেছিলাম। দুটোই নিয়ে চলে গেছে। একেবারে দিনদুপুরে ডাকাতি হয়ে গেলোরে।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
খেয়া ঘাট বলেছেন: )
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
খেয়া ঘাট বলেছেন: হা জা হা মানে কিতা ?????
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
মোঃ-আনারুল ইসলাম বলেছেন: মজাই মজা
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
খেয়া ঘাট বলেছেন:
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮
প্রামানিক বলেছেন: হা হা দারুণ মজা।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
খেয়া ঘাট বলেছেন:
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২
ফেরদৌসা রুহী বলেছেন: ঘটনা কি সত্যি নাকি জাস্ট ফান কিছুই বুঝলাম না।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
খেয়া ঘাট বলেছেন: ঘটনা সত্য
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২
সচেতনহ্যাপী বলেছেন: মজাটাই "অন্যরকম"।। তবে বাস্তবেও আমরা এর কাছাকাছি।। দূর্ঘনাটনায় মারা যাবার পরও বলতে শুনি দেখ চেহারাটা পুরোই চেনা যাচ্ছে!!
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০২
খেয়া ঘাট বলেছেন: দূর্ঘনাটনায় মারা যাবার পরও বলতে শুনি দেখ চেহারাটা পুরোই চেনা যাচ্ছে!!আবার এরকমও নাকি বলে- যাক, চোখ দুটি বেঁচে গেছে
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনিও তো আমাদের সঙ্গে তা-ই করলেন!
আপনি যে কী না!!!
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০
কমরেড ফারুক ১ বলেছেন: হা জা হা