![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয় দিবসের জন্য একটা লিখা লিখছিলাম। লিখার মাঝখানে এক শুভাকাঙ্খীর আমন্ত্রণে শিশুদের একটা প্রতিযোগিতা দেখতে ভোরের কুয়াশার নরম প্রাচীর ভেদ করে স্কুলে গিয়ে হাজির হলাম। পৃথিবীর নানা দেশের ছেলেমেয়েদের কলরোলে স্বর্ণ কঙ্কনের স্বরের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মুখরিত চারপাশ।
মোট ১০০ শিশুর মাঝে তুমুল প্রতিযোগিতা চলছে। পাঁচ রাউন্ডে পুরো প্রতিযোগিতাটি সাজানো। বাইরের বিশাল ক্যাফটেরিয়ার পরিজনদের উৎকন্টা আর ভিতরের পণ্চাশ টেবিল জুড়ে জমে ওঠছে তুমুল প্রতিযোগিতা। ভিতরের রুম থেকে কোনো শিশু ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বাইরে এসে মায়ের কোলে দুহাতে মাকে আঁকড়ে ধরে তার কান্নার স্বর আরো বাড়িয়ে দিচ্ছে। মা যতই শান্ত্বনা দিয়ে বুঝাতে চান- এটা শুধুই একটা খেলা। এতো কান্নার দরকার নেই। আজকে হেরেছো- কালকে অবশ্যই জিতবে। কিন্তু, শিশু মানতে চায়না। হারতো হারই।
আমাদের রেয়ান দু রাউন্ড জিতে এক রাউন্ড ড্র করে এখন চতুর্থ রাউন্ড খেলার জন্য টেবিলে বসেছে। এই রাউন্ডে ড্র করতে পারলেও সে পণ্চম রাউণ্ডে খেলতে পারবে।অল্পদূরের টেবিলে বসা এক পরিবার। মা ছেলের প্রশংসা করেই যাচ্ছেন। প্রশংসাগুলো লম্বা হতে হতে একটার সাথে আরেকটা যেন জট পাকিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে, দেশীয় কোনো পরিবার। ভাবলাম- কথা বলবো কিনা?
কথা বলে জানলাম- পাকিস্তানের। আমরা বাংলাদেশের শুণেই- মা বললেন- ও বাঙ্গালী। তুম হামকো ধোঁকা দিয়া।
পাকিস্তানের সব মানুষের এখনো ধারণা- ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বাঙ্গালীরা পাকিস্তানকে ধোঁকা দিয়ে ভারতের পরামর্শে দেশটাকে দুভাগ করেছে। অত্যন্ত তুচ্ছার্থে ভদ্রলোক জানতে চাইলেন কি কাজ করি?
পাকিস্তানী আর ভারতীয়দের ধারণা -বাংলাদেশীরা কেউ তেমন একটা ভালো কাজ এ দেশে করেনা। আজ পাকিস্তানী কেউ হলে- কমপক্ষে কয়েকটা স্টোরের মালিক হতে পারতাম।
বললাম- এই একটা কাজ করি।
এবার উনি বললেন- তা কি কাজ করেন?
এবার বললাম - কি কাজ করি। শুণে ভদ্রলোক যেন একটু চুপসে গেলেন।
রেয়ান ওদিকে চতুর্থ রাউন্ডে ড্র করে পণ্চম রাউন্ডে ওঠেছে। লিজা আপুর চোখে মুখে নিমরাতের রুপালী চাঁদের ঝিলিক। পন্চম রাউন্ডে খেলবে মোট আটজন। ১০০ জন থেকে ৯২ জন ছিটকে পড়েছে। কর্তৃপক্ষের একজন বাইরে এসে লিস্ট দেয়ালে লাগিয়ে গেলেন।
কে কোন টেবিলে এবং কার সাথে খেলবে।
চতুর্থ টেবিলে খেলবে- ইতিশাফ রেয়ানের সাথে নিয়াজ খাঁন।
আমি লিজা আপুকে বললাম- এই নিয়াজ খাঁন কি ঐ পাকিস্তানী পরিবারের ছেলেটা?
উনি বললেন- হ্যাঁ। এখানে আর মুসলমান নামের কে হবে?
মনে মনে ভাবলাম- এবারতো শুরু হলো তাহলে আসল যুদ্ধ। সাধারণ শিশুদের একটা খেলা কীভাবে অন্যদিকে মোড় নিলো।
ফাইনাল রাউন্ড শুরু হওয়ার আগে দশ মিনিটের বিরতি ঘোষণা করা হলো। রেয়ানকে নিয়ে আমি টেবিলের এক পাশে গিয়ে বসে শিশু মুক্তিযোদ্ধা হিসাবে গিনেজ ওয়ার্ল্ড-এর প্রাথমিক মেম্বারশিপপ্রাপ্ত সিদ্দিকুর রহমানের বীরত্বের গল্প ওকে বললাম। ৭১ সালে সিদ্দীকের বয়স ছিলো মাত্র ১১ বছর। বড় বড় চোখে রেয়ান সিদ্দিকুরের গল্প শুণলো। আত্মবিশ্বাস বেড়ে গেছে ওর কোটি গুণ। চেহারায় বিজয়ের রঙ যেন মিশে আছে।
খেলা শুরু হয়ে গেছে। প্রতি সেকেণ্ডে আমাদের টানটান উত্তেজনা বেড়েই চলছে। ইচ্ছে করছে- ভিতরে গিয়ে রেয়ানের পাশে দাঁড়াই।
পাকিস্তানী পরিবারটি ধরে নিয়েছে -এ শুধু সময়ের অপেক্ষা। বিজয় ওদের নিশ্চিত। ৩৫ মিনিট , ৪০ মিনিট কেটে গেলো।
স্ফটিক সাদা কাঁচের জানালার ভিতর দিয়ে চেয়ে আছি। বুকের ভিতর বাজছে ভুকম্পউৎসব।
দেখলাম- রেয়ান এবার ওঠে দাঁড়িয়েছে। দৌড়ে ছুটে আসছে মায়ের দিকে। চোখে-মুখে হাসির ঝিলিক। যা বুঝার বুঝে গেলাম।
বিজয়ের মাসে এ যেন এক অন্যরকমের বিজয়। চোখ দিয়ে কয়েকফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো।
কোনো বিদ্বেষ, ঘৃণা আর হিঙসায় নয় - মেধা, মননে আর যোগ্যতায় বাংলাদেশের এইসব সোনার টুকরো ছেলেরা সারা বিশ্ব জয় করুক।
লিজা আপু ছেলেকে বুকে আগলে ধরে বললেন- আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। ইস- লাল সবুজ পতাকাটার আজ বড় দরকার ছিলো।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
খেয়া ঘাট বলেছেন: পাকি পরিবারের হারের পর চেহারাটার বর্ণনা মিস করছি
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩
চাঁদগাজী বলেছেন:
ভালো, মগজের ব্যায়াম
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২
উল্টা দূরবীন বলেছেন: এ এক অন্য বিজয়। অন্যরকম স্বাদ।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩
শামস 8929 বলেছেন: ওয়াহ!!!! ওয়াহ!!!!!! সোনার ছেলের গল্প শুনলাম। বুকটা গর্বে ভরে উঠল। চোখ এখনো ছল ছল করছে। সাবাস বাবা রেয়ান---- দীর্ঘজীবি হও বাবা।।।।।।।।।
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
তুষার কাব্য বলেছেন: আমার চোখ দিয়েও যেন কয়েকফোঁটা বিজয়ের অশ্রুদানা গড়িয়ে পড়লো।
ধন্যবাদ ও অভিবাদন রেয়ান কে। বিজয়ের মাসে এ'ও আরেক বিজয় ।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২
সচেতনহ্যাপী বলেছেন: কোনো বিদ্বেষ, ঘৃণা আর হিঙসায় নয় - মেধা, মননে আর যোগ্যতায় বাংলাদেশের এইসব সোনার টুকরো ছেলেরা সারা বিশ্ব জয় করুক।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৯
গেম চেঞ্জার বলেছেন: হায় ভাই! কি মিসিং না হয়ে যাচ্ছিল, ভ্যাগিস নির্বাচিত পাতায় আসছিলাম। আমার সারা দেহে শিহরণ অনুভব করছি। লোমগুলো খাড়া হয়ে গেল। +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৫
খেয়া ঘাট বলেছেন: আসলেই দারুণ এক শিহরণ জাগানো বিজয় । ধন্যবাদ ভাই।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
মুদ্দাকির বলেছেন: আসলে ওরা আমাদের মিস করে কিন্তু ওরা জানেনা যে আমরা ওদের পছন্দই করি না!!
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫২
খেয়া ঘাট বলেছেন: খুবই ভালো বলেছেন ভাইজান।
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১
আমি ইহতিব বলেছেন: বিজয়ের মাসে দারুন এক বিজয়।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫২
খেয়া ঘাট বলেছেন: জ্বি আপ্পি
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১
হাসান মাহবুব বলেছেন: আনন্দিত হলাম লেখাটা পড়ে।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫২
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
অন্ধবিন্দু বলেছেন:
বিদ্বেষ, ঘৃণা আর হিংসায় নয় - মেধা, মননে আর যোগ্যতায়
আপনার এই কথাটিতে আমার শ্রদ্ধা।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৩
খেয়া ঘাট বলেছেন: আপনার প্রতিও শ্রদ্ধা ভাইজান।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
সুমন কর বলেছেন: কোনো বিদ্বেষ, ঘৃণা আর হিঙসায় নয় - মেধা, মননে আর যোগ্যতায় বাংলাদেশের এইসব সোনার টুকরো ছেলেরা সারা বিশ্ব জয় করুক।
রেয়ানকে অনেক অনেক শুভেচ্ছা। এ জয়, পুরো বাঙালীর জয়। +++।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৫
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
রমিত বলেছেন: বিজয়ের মাসে দারুন এক বিজয়।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৬
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
কিরমানী লিটন বলেছেন: মহান বিজয়ের মাসে- বিজয়ের খবর-অভিনন্দন আপনাকে প্রিয় খেয়া ঘাট ।+++
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৬
খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ ! খুব ভাল লেগেছে । বিজয়ের অসংখ্য শুভেচ্ছা ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৬
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাইজান।
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৫
পাজল্ড ডক বলেছেন: বিজয়ের মাসে এ যেন এক অন্যরকমের বিজয়।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজয়ের মাসে এ যেন এক অন্যরকমের বিজয়। চোখ দিয়ে কয়েকফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো।

কোনো বিদ্বেষ, ঘৃণা আর হিঙসায় নয় - মেধা, মননে আর যোগ্যতায় বাংলাদেশের এইসব সোনার টুকরো ছেলেরা সারা বিশ্ব জয় করুক।
+++++
পাকি পরিবারের হারের পর চেহারাটার বর্ণনা মিস করছি