নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

জীবনের দূর্দান্ত বারুদীয় উন্মত্তায় হে ২১ বছরের যুবক।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮


গহীন কালো অন্ধকার এক রাত। ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ১৩ তারিখ, সোমবার। মোহন সারাজীবন গোপনে কবি হতে হয়েছিলো। কিন্তু কবি হওয়ার আগেই তার কাঁধের ওপর সহযোদ্ধা বন্ধুর লাশ। পিতা খুন। মা নিখোঁজ। তার এক হাতে মারণাস্ত্র। অন্য হাতে বন্ধুকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে মোহন। সে তার লিখা গোপন কবিতাটি মনে মনে পড়ে-

গ্রীষ্মের ভর দুপুরে শালুক দীঘীর দিব্যি সাঁতার,
নীলিমায় মাছ রাঙ্গা আপন মনে ছবি আঁকার
কামরাঙ্গা হলুদ পাতায় সূর্যরোদের ঢেউয়ের নাচন,
শতবর্ষী বটের নীচে হিমেল হাওয়ায় সুরের লগন,
ধূসর খাতায় ভালোবাসার দ্রোহের কিছু পংক্তি লিখা,
পিতার ছবির সামনে চেয়ে আপনমনে ভাবতে থাকা।
বোনের চুলের রঙ্গীন ফিতেয় মায়ের স্নেহের সুবাস পাওয়া
ভালোবাসার শিউলিমালা জীবন গাঙ্গে নৌকা বাওয়া।

মোহন একাই কবর খোঁড়ে। একাই লাশ কবরে নামায়। কয়েকটি সুরা পাঠ করে বন্ধুর কপালে ফু দিয়ে ওঠে দাঁড়ায়। মনে মনে শপথ নেয়-

বুকের মাঝে বারুদ নিয়ে,
ভাবছি বসে আর হবে কি?
দেখবো কি আর বোনের চুলে রঙীন ফিতা ,
আঁকবো কি আর দোয়েল পাখী, হাস্নাহেনা, কলমিলতা?

মোহনের সারাদিনটি ছিলো আজ বড়ই অস্থির।বারবার সে সহযোদ্ধার কবরের পাশে যায়। ঝুপড়ি ঘরটিতে এসে ঘুমোতে পারেনা।

আজ দিনের শেষে অস্তমিত সূর্যপ্রহর
বাইরে ডাকছে আমায় ভাইয়ের কবর।
সেখানে আনাগোনা বেশ কয়েকবার,
বইছে চোখে আগুন নদী মুক্ত হবার।

একসময় রাত আরো গভীর হয়।
অবশেষে রাত বারটা,বেজে চলে একটা দুটা।

মুক্তির তেজী অশ্ব যেন বারবার তাড়া করে ফিরছে মোহনদের। গভীর রাতে সহযোদ্ধারা মোহনের সাথে যোগ দেয়।

জীবনতাড়া,পথের তাড়া,
পৌরষত্বের বীজের তাড়া।
আরেকবার ডাকছে যেন ভাইয়ের কবর
পুড়ছে বারুদ,জ্বলছে আগুন বুকের ভিতর।

এরপর সহযোদ্ধাদের সাথে মোহনের শেষ কথা হয়। মোহনরা ধীরে ধীরে পাকিস্তানী ক্যাম্পের দিকে এগিয়ে যায়। মোহন নির্দেশ দেয়-

জহির,তাহের ,রাজন,কালা,
রক্ত দিয়ে ভাই পিদিম জ্বালা
এই পিদিম যে সূর্য সমান
এ সূর্য মানেই মুক্তির ই গান।
দ্রোহের আগুন বারুদে মিশাই
বোমা দিয়ে ভাই বক্ষ সাজাই।
লাল সবুজের পতাকা উড়াই
রক্ত দিয়ে আজ জীবন রাঙগাই।

মোহন কবি হতে পারেনি। কোনো ছাপার অক্ষরে প্রকাশিত হয়নি কোনো কবিতা। কিন্তু রক্তের অক্ষরে জন্ম দিয়ে গেলো "বাংলাদেশ" নামক এক লাল সবুজ কবিতার ।২১ বছরের মোহনরা ২০১৫ সালেও ২১ বছরের তরতাজা যুবকই রয়ে গেলো।
হে নাম না জানা বীর শহীদেরা বিজয় দিবসে তোমাদের লাল সালাম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৮

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪

উল্টা দূরবীন বলেছেন: ভালো হয়েছে।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

হাসান মাহবুব বলেছেন: তাদের রচিত কবিতার স্তবক হয়ে বেঁচে থাকতে চাই আজীবন। শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.