নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

গণিতের যুবরাজ রামানুজন

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬



গণিতের যুবরাজ- রামানুজন কোনো রকমে কষ্ট করে ১৯০৩ সালে টেনেটুনে মেট্রিক পাশ করলেও কলেজ আর উর্ত্তীর্ণ হতে পারেন নি। পরীক্ষায় ফেলে করেছিলেন- তাও গণিতে। পরবর্তীকালে এই রামানুজন সারা জীবনে প্রায় ৪০০০ অঙ্কের ফরমুলা-থিওরেম আর কনজেকচার (অনুমান) আবিষ্কার করেন। শুধু তাই না গণিতের মতো রুক্ষ একটা বিষয়কে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে যান। তাঁর পরিবার এতো বেশী দরিদ্র ছিলো- কাগজ কিনে অঙ্ক কষার মতো আর্থিক স্বচ্ছলতা ছিলোনা। তাই, কুড়িয়ে পাওয়া কাগজে, ধার করে চেয়ে নেয়া কাগজে তিনি অঙ্ক কষতেন। অঙ্কের নিত্য নতুন সূত্র আবিষ্কার করা তাঁর জীবনে নেশার মতো হয়ে ওঠেছিলো।
রামানুজন-এর আবিষ্কার আজ ব্যাবহৃত হচ্ছে কম্পুটার প্রোগ্রামিং-এ, ইন্টারনেট সিকিউরিটিতে। রামানুজনের কাজের ওপর ভিত্তি করে ‘অ্যাবেল প্রাইজ" দেয়া হয়। (অঙ্কে নোবেল প্রাইজ দেওয়া হয় না। ‘অ্যাবেল’ প্রাইজকেই পৃথিবীতে অঙ্কের সর্বোচ্চ পুরস্কার হিসেবে ধরে নেওয়া হয়) ১৯১৮ সালে রামানুজন রয়্যাল সোসাইটি অফ লন্ডন’ র ফেলো নির্বাচিত হন।
আমেরিকার মহাকাশবিজ্ঞানী ও লেখক, ক্লিফোর্ড স্তোল একবার মন্তব্য করেছিলেন, সুরের ভুবনে যেমন মোজার্ট, পদার্থবিদ্যাতে আইনস্টাইন, অঙ্কের আঙ্গিনাতে তেমনি রামানুজন। রামানুজনের জীবনকে নিয়ে প্র্রায় ৪০০ পাতার যে বইটা রবার্ট ক্যানিগেল লিখেছিলেন তা হল ‘দ্য ম্যান হু নিউ ইনফিনিটি’। বাংলা করলে যা দাঁড়ায়,- সেই মানুষটা, যিনি অসীমকে জেনেছিলেন। হয়তো সেইজন্যেই গণিতের এই মহান রাজপুত্র মাত্র ৩৩ বছরে বয়সে অসীমের পথে পাড়ি জমান। প্রায় ৪০০০ এর বেশী অঙ্কের সূত্র যিনি পৃথিবীবাসীকে দিয়ে গেলেন-সেই রামানুজন একবার বলেছিলেন-
"তাঁর কাছে একটা অঙ্কের সমীকরণের কোন মুল্য নেই যদি না তা কোন ঈশ্বর ভাবনার প্রকাশ না ঘটায়।"
আহা! এই মানুষটি এতো সংক্ষিপ্ত জীবন না পেয়ে যদি আরো কিছুদিন পৃথিবীতে থাকতেন- তাহলে হয়তো আরো কত অজানা আবিষ্কার এই পৃথিবীবাসীকে উপহার দিয়ে যেতে পারতেন। মাত্র ৩৩ বছরে আপনি চলে গেলেন ,কিন্তু আপনার গণিত বিশ্বজোড়া পৃথিবীর পাঠশালায় অমর হয়ে থাকবে।
(এই লেখার অনেকাংশই বেদদ্যুতি চক্রবর্তী'র আর্টিকেল থেকে নেয়া হয়েছে।)

মন্তব্য ৩৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: এই রমানুজান সম্পর্কে জানা ছিল না্। জেনে কৃতার্থ হলাম। ধন্যবাদ

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

কলাবাগান১ বলেছেন: অস্কারবিজয়ী গুড উইল হান্টিং ছবিতে তার কথা জানা যায়

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

খেয়া ঘাট বলেছেন: জ্বি , ঠিক বলেছেন ভাই। আপনাকে ধন্যবাদ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: এই মানুষটি এতো সংক্ষিপ্ত জীবন না পেয়ে যদি আরো কিছুদিন পৃথিবীতে থাকতেন- তাহলে হয়তো আরো কত অজানা আবিষ্কার এই পৃথিবীবাসীকে উপহার দিয়ে যেতে পারতেন।

কেন যে এত অল্প আয়ু নিয়ে এসেছিলেন।

ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও ধন্যবাদ রুহী আপু।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

কল্লোল পথিক বলেছেন: চমৎকার পোস্ট

২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪৬

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২০

বৃতি বলেছেন: ভালো লাগলো পোস্টটি :)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৭

ফুয়াদ আল আবীর বলেছেন: 1729

২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪৭

খেয়া ঘাট বলেছেন: জ্বি ১৭২৯।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:০৬

রুদ্র জাহেদ বলেছেন: আহা! এই মানুষটি এতো সংক্ষিপ্ত জীবন না পেয়ে
যদি আরো কিছুদিন পৃথিবীতে থাকতেন- তাহলে
হয়তো আরো কত অজানা আবিষ্কার এই
পৃথিবীবাসীকে উপহার দিয়ে যেতে পারতেন।

চমৎকার পোস্টটির জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার
+++

২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২১

খেয়া ঘাট বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইজান।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫

তাপস কুমার দে বলেছেন: great man,thanks writer friend.

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০০

খেয়া ঘাট বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

এম মিজানুর রহমান বলেছেন: সত্যই নিজেকে খুব নিরবোধ মনে হয় , যখন এসব বিষয় জানতে পারি । লেখক-কে ধন্যবাদ এই প্রয়াসের জন্য । তিনি লিলাবতির কর্ম ও তুলে ধরতে পারেন । আশা করি তা করবেন ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই। লীলাবতিকে নিয়ে লিখার ইচ্ছে রইলো। অনেক শুভকামনা।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

নেক্সাস বলেছেন: ফেরদৌসা রুহী বলেছেন: এই মানুষটি এতো সংক্ষিপ্ত জীবন না পেয়ে যদি আরো কিছুদিন পৃথিবীতে থাকতেন- তাহলে হয়তো আরো কত অজানা আবিষ্কার এই পৃথিবীবাসীকে উপহার দিয়ে যেতে পারতেন।

কেন যে এত অল্প আয়ু নিয়ে এসেছিলেন।

ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য।


আমারও একিমত

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

খেয়া ঘাট বলেছেন:

আপনাকেও ধন্যবাদ।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩২

গেম চেঞ্জার বলেছেন: উনাকে নিয়ে আরো বিস্তর লেখার দাবি করে উনার নামটিই। :(

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন ভাই।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

"তাঁর কাছে একটা অঙ্কের সমীকরণের কোন মুল্য নেই যদি না তা কোন ঈশ্বর ভাবনার প্রকাশ না ঘটায়।"

আরও কিছু দিন থাকতে পারতেন :(

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাইজান। উক্তিটা দারুণ না।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''কিংবদন্তি রামানুজন''
ভেবো কোন গপ না;
মেনি মেনি থ্যাংকস্‌ আপু
এটি কোনো টোপ না।;) :D :-B

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

খেয়া ঘাট বলেছেন:
কে আপু আর কে ভাই
লিখছি তাই ব্লগার
ছন্দে এতো রস যেন
হানি, গুড় আর সুগার :) :)

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:

সুক্ষ্ম ভাবনার মানুষ ছিলেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

অন্ধবিন্দু বলেছেন:
"তাঁর কাছে একটা অঙ্কের সমীকরণের কোন মুল্য নেই যদি না তা কোন ঈশ্বর ভাবনার প্রকাশ না ঘটায়।"

অনুবাদটি কি আপনি করেছেন ? সঠিক হয় নাই তো! আবার খেয়াল করে দেখুন।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

খেয়া ঘাট বলেছেন: ভুলটা ঠিক করে দিনতো। ধন্যবাদ ভাই।

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার পোষ্ট পড়ে খুঁজতে গেলুম...
বিস্ময়কর...

Born 22 December 1887
Erode, Madras Presidency (now Tamil Nadu)
Died 26 April 1920 (aged 32)
Chetput, Madras, Madras Presidency (now Tamil Nadu)
Residence Kumbakonam, Tamil Nadu
Nationality Indian
Fields Mathematics
Alma mater Government Arts College
Pachaiyappa's College
Academic advisors G. H. Hardy
J. E. Littlewood
Known for Landau–Ramanujan constant
Mock theta functions
Ramanujan conjecture
Ramanujan prime
Ramanujan–Soldner constant
Ramanujan theta function
Ramanujan's sum
Rogers–Ramanujan identities
Ramanujan's master theorem
Influences G. H. Hardy
উইকি থেকে কপে :)

+++++++++

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

খেয়া ঘাট বলেছেন: সত্যিই বিস্ময়কর। ধন্যবাদ তথ্যগুলো দেয়ার জন্য।

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

ধমনী বলেছেন: সংক্ষিপ্ত জীবন ছিল ভারতীয় এই গণিত আশ্চর্যের। তবে এই সংক্ষিপ্ত সময়ে যা করে গেছেন তার সামান্যতম অংশ আপনার পোস্টে এসেছে। তবুও পোস্টের জন্য ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

খেয়া ঘাট বলেছেন: জ্বি , খুবই সামান্য অংশ। এখন অতো দীর্ঘ কেউ পড়তে চায়না। একেবারে না পড়ার চেয়ে সামান্য কিছুও পড়াও ভালো। তাই শুধু সারাংশ লিখার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ।

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

হাসান মাহবুব বলেছেন: "তাঁর কাছে একটা অঙ্কের সমীকরণের কোন মুল্য নেই যদি না তা কোন ঈশ্বর ভাবনার প্রকাশ না ঘটায়।" -মারাত্মক!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

খেয়া ঘাট বলেছেন: দারুন না কথাটা !!! ধন্যবাদ হামা ভাই।

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.