![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের প্রথম আলো'তে পড়ুন আমার লিখা ভালোবাসার গল্প-
নীল শ্যামল বৃক্ষের নিচে তুমি। সূর্যের নরম আলো আর স্নিগ্ধ প্রশান্তিময় ছায়া পড়েছে তোমার শাশ্বত সৌন্দর্যের ওপর। অসীম উন্মেষে আমি অবাক দৃষ্টিতে চেয়ে আছি তোমার দিকে। হয়তো-বা শেষ বিদায়ের প্রহর আজ। পৃথিবীর সব ভালোবাসা এমনি করেই দারিদ্র্যের কাছে হেরে যায়। একসময় রবি আলোতে গ্লানি আসে। নিভতে থাকে সূর্য। চারদিকে ধীরে ধীরে অন্ধকার গ্রাস করে। বিষণ্ন হৃদয়ে দুঃখের বার্তা জাগিয়ে প্রান্তরের দিকে তুমি আনমনে হেঁটে গেলে। মূঢ় মন আর অশ্রু নিয়ে আমিও গৃহে ফিরি।
ঘরে এসে দীপ জ্বালি। তারপরও মনে হয় সারা ঘর আমার অন্ধকার। নিকষ আঁধার নেমেছে আজ বুকের অলিন্দে। শরবিদ্ধ মুনিয়ার রক্ত বইছে বুকের ভেতর। তোমার ঘ্রাণ আসে, শাড়ির ঘ্রাণ। টুনটুন শব্দ আসে। তোমার চুড়ির শব্দ। রূপের দ্যুতি আসে। তোমার কমনীয় মুখের দ্যুতি। ঘ্রাণ, শব্দ, দ্যুতি—সব মিলে ভালোবাসার স্বাদ চায়। আবার ওরা প্রাণ চায়। আরেকবার ওরা একসঙ্গে বাঁচতে চায়।
অন্তবিহীন অন্ধকার ভেদ করে তোমার গৃহ থেকে শেষ সানাইয়ের সুর আসে। বুক বিদীর্ণ করা সে কান্নার সুর। দূরে হঠাৎ মাছরাঙার আর্তনাদ শোনা যায়। শুনি বিরহে কাতর কুহকের ডাক। এভাবে কি কেউ ভালোবাসা বধ করে! কান্নাজলে সারা রজনী পার হয়। বন্ধ করতে পারি না আঁখি। একসময় ভোরের আলো ফোটে। সূর্যের আলোর আগে আগে হাঁটি। দিগ্ভ্রান্ত অজানা পথ। জানি না কোন দিকে যাচ্ছি।
আরিফ মাহমুদ
আটলান্টা, যুক্তরাষ্ট্র।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ রইলো।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২
সুমন কর বলেছেন: অভিনন্দন রইলো....
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ রইলো।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
মহা সমন্বয় বলেছেন: সামুতে একাউন্ট করার পর আমার প্রিয় পত্রিকা আমার সুখ, দুঃখের সাথি প্রথম আলো ভুলে গেছি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২
খেয়া ঘাট বলেছেন: )
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
আরণ্যক রাখাল বলেছেন: সাধারণ গল্প। মোটামুটি লেগেছে
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১
খেয়া ঘাট বলেছেন: একেবারে ঠিক বলেছেন। বিনীত ধন্যবাদ।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬
বিজন রয় বলেছেন: অভিনন্দন।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯
উল্টা দূরবীন বলেছেন: অভিনন্দন
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
সকাল রয় বলেছেন: বাহ! দারুন তো___