নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

আজ বিজয় হবেই

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:১৯


সেদিন মানুষ ভয়ার্ত ছিলো।
আজ মানুষের কোনো ভয় নেই।
সেইদিন দেশ অবরুদ্ধ ছিলো।
আজ দেশ মুক্ত।
সেদিন গোপনে রেডিও শুনতে হতো।
আজ মুক্তবাতাসে দেশের গান শুনা যায়।
সেইদিন রাতের অন্ধকারে মানুষের হাত এক হতো।
আজ মুক্তহাত গুলো একসাথে যুথবদ্ধ হয়।
সেদিন ছিলো অপ্রশিক্ষিত মানুষের প্রশিক্ষিত বাহিনীর সাথে যুদ্ধ।
আজ আমরাও প্রশিক্ষিত।
সেদিন একটা পতাকা খুবই গোপনে তৈরী হয়েছিলো।
আজ লাখো পতাকা নির্ভয়ে আকাশে ওড়ে।
সেদিন মুক্তিযোদ্ধার রাইফেল থেকে গুলি বের হয়েছিলো।
আজ মুষ্টিবদ্ধ হাত থেকে খেলোয়াড়ের আগুনের গোলা বের হবে।
সেদিন ছিলো ১১ জন সেক্টর কমাণ্ডার আর তাদের গেরিলাবাহিনী।
আজ ১১ জন খেলোয়াড় আর সাথে ১৬ কোটি মানুষের প্রাণস্পন্দন।
সেদিন যুদ্ধ করেছিলো গেরিলারা একটি স্বাধীন দেশের জন্য
আজ খেলার মাঠে যুদ্ধ হবে একটি বিজয়ের জন্য।
সেদিন পতাকা শুধু ওড়েইনি।
সাথে জীবনবাজি যুদ্ধও হয়েছিলো।
আজও গ্যালারিতে ওড়বে বাংলার পতাকা।
আর মাঠে খেলবে ক্রিকেট গেরিলারা।
সেদিনও বিজয় হয়েছে, আজো হবে।
এই বিজয় রুখার সাধ্য কারো নাই।

-আরিফ মাহমুদ



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:১৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:১৮

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

২| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:২৩

বিজন রয় বলেছেন: ক্রিকেট ও রাজনীতি।
++++

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: আজ আরেকটা বিজয় দেখতে চাই। ধন্যবাদ।

৩| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১

জ্যোস্নার ফুল বলেছেন: উত্তেজিত হয়ে গেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.