![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাঠি করে বুড়ো দাদু সেলুনেতে আসে,
মাথায় তাঁর ন'খানা চুল উড়ছে বাতাসে।
তা দেখে ছোট বড় সব মিটিমিটি হাসে,
দাদু তখন ধীরে ধীরে চেয়ারেতে বসে।
নাপিত বেটা পাজি খুব চক্ষু গোল গোল,
দাদুর মাথায় চাটি মেরে খুঁজে মাথার চুল।
চুল কাটাতে এসে দাদু ভুল করেছে ভুল,
চতুর্দিকে ওঠলো যেন অট্টহাসির রোল।
দাদু তুমি সত্যি বলো কি করতে চাও ?
চুল কাটবো না গুনে দিবো বলে আমায় দাও।
কাটবাও না, গুনবাও না রঙের কৌটা নাও,
সুন্দর করে ন'খানা চুল রং করিয়েই দাও।
দাদুর কথায় সবাই যেন হলো এবার চুপ,
এই বয়সেও দাদুর মনে এমন রঙিন রূপ।
একটাইতো জীবন তাই রাখতে হয় হোপ
দুঃখ ভুলে জ্বালিয়ে যাবো গন্ধ বিঁধুর ধুপ।
-আরিফ মাহমুদ
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ছোট আপু। আমারও মনে পড়ে গেলো।
২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ ভাইজান।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
চমৎকার।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ রইলো
৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ রইলো।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভাইয়ু,,ভাল্লাগছে খুব। পড়তে পড়তে হাসি ই আসল!!
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭
খেয়া ঘাট বলেছেন: )
ধন্যবাদ রইলো।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩
বিজন রয় বলেছেন: দারুন।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৮
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ বিজন দা
৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: দাদুর চুলে কলপ লাগাইয়া দেন!
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৩
খেয়া ঘাট বলেছেন: খিকজজজজজজজজজজজজজজজজজজজজ
৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৮
ফেরদৌসা রুহী বলেছেন: বাহ অনেক সুন্দর। আপনি দেখি ছড়া লেখাতেও উস্তাদ।
দাদু আসলেই রসিক
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫১
খেয়া ঘাট বলেছেন: দাদু আসলেই রসিক
ধন্যবাদ আপু।
৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৮
মানসী বলেছেন: দাদু এবং আপনি দুজনেই খুব রসিক।
ছড়া ভালো লেগেছে।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১১
খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ আপু।
১০| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । মজার । তবে শেষে জীবন দর্শনও আছে । ভাল লেগেছে ।
১১| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৮
হাসান মাহবুব বলেছেন: বেশ অনেক জায়গায় ছন্দে গরমিল আছে।
১২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৪
রাজসোহান বলেছেন: মজার কবিতা, তবে লেখাটায় বোল্ড না থাকলে ভালো হয়, চোখে লাগে
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১
মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ লেখা
১৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪
আমি তুমি আমরা বলেছেন: নখানা চুল, তাও রং করাবে। দাদু দেখি পুরাই ইয়ো ইয়ো।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
ফারিহা নোভা বলেছেন: খুবই খুবই সুন্দর লিখেছেন।
আমার দাদুর কথা মনে পড়ে গেল, যার হাত ধরে আমার বড় হওয়া।