নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

জীবনের সফলতা

১৭ ই মে, ২০১৬ রাত ৩:৪৭


বয়স যখন সাত মাস তখন সাফল্য হলো নিজে নিজে বসতে পারা।
বয়স যখন এক থেকে দু বছর তখন সাফল্য হলো নিজে নিজে দাঁড়িয়ে হাঁটতে পারা।
বয়স যখন চার বছর তখন সাফল্য হলো নিজের বিছানাটা না ভেজানো।
বয়স যখন পাঁচ তখন সাফল্য হলো আশেপাশের মানুষগুলো চিনতে পারা।
বয়স যখন আট তখন সাফল্য হলো নিজে নিজে লেখা আর পড়তে পারা।
বয়স যখন বারো তখন সাফল্য হলো আশেপাশে কিছু বন্ধু বান্ধব থাকা।
বয়স যখন পঁচিশ তখন সাফল্য হলো কাউকে ভালোবাসতে পারা।
বয়স যখন পয়ত্রিশ তখন সাফল্য হলো পকেট ভর্তি টাকা থাকা।

বয়স যখন পণ্চাশ তখন সাফল্য হলো পকেট ভর্তি টাকা থাকা।
বয়স যখন ষাট তখন সাফল্য হলো কাউকে ভালোবাসতে পারা।
বয়স যখন বাহাত্তর তখন সাফল্য হলো আশেপাশে কিছু বন্ধু বান্ধব থাকা।
বয়স যখন পচাত্তর তখন সাফল্য হলো নিজে নিজে লেখা আর পড়তে পারা।
বয়স যখন সাতাত্তর তখন সাফল্য হলো আশেপাশের মানুষগুলো চিনতে পারা।
বয়স যখন আশি তখন সাফল্য হলো নিজের বিছানাটা না ভেজানো।
বয়স যখন একাশি তখন সাফল্য হলো নিজে নিজে দাঁড়িয়ে হাঁটতে পারা।
বয়স যখন সাতাশি তখন সাফল্য হলো শোয়া থেকে নিজে নিজে বসতে পারা।
এই সফলতা নিয়ে মানুষ তোমার এতোই অহঙ্কার।
একবারো কি ভাবছো কভু এই তুমি আসলেই কার?

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৬ সকাল ৮:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। চমৎকার লেখনি। ধন্যবাদ হে।

২| ১৭ ই মে, ২০১৬ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


"একবারো কি ভাবছো কভু এই তুমি আসলেই কার? "

-সবাই ভাবে, তবে প্রত্যেকের উত্তর হবে আলাদা; এবং কারো উত্তর আপনার সাথে মিলবে না, হয়তো।

৩| ১৭ ই মে, ২০১৬ সকাল ১০:৪১

হাসান মাহবুব বলেছেন: বড় নির্মম এক চক্র।

৪| ১৮ ই মে, ২০১৬ ভোর ৫:১৭

সায়েদা সোহেলী বলেছেন: ৪০ এর সফলতা কি??? অলরেডি ব্যর্থ,, দেখি টেনেটুনে সফল হউয়া যায় কিনা!! 8-|

আমার কাছে এখন জীবনের সফলতা একটাই মনে হয়,, মৃত্যু টা যেন সন্মানের সাথে কালিমা পড়েই হয়।,, তা সেটা যখন ই হউক!

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:০২

মোহাম্মদ শাহ বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.