![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূগোলে নারীঃ
১৮ থেকে ২্২ঃ নারী হলো আফ্রিকার মতো। অর্ধ আবিষ্কৃত, অর্ধ অনাবিষ্কৃত, কিছুটা বন্য তবে উর্বর । সীমাহীন বিস্ময় নিয়ে প্রকৃতির এক অপরুপ সৌন্দর্য্যের আঁধার।
২৩ থেকে ৩০ঃ নারী যেন ইউরোপ।পূর্ণতায় পরিপূর্ণ। রুপ, মাধুর্য্য আর জৌলুসে ভরপুর। প্রকৃতই যে তাকে উচ্চ মর্যাদা দিতে জানে তার জন্য সে মুক্ত।
৩১ থেকে ৩৮ঃ ঠিক যেন স্পেন। আকর্ষনীয় কিন্তু রিলাক্সড। আপন সৌন্দর্য্য আর ব্যক্তিতে বিমোহিত।
৩৯ থেকে ৪৪ঃ অনেকটা গ্রীসের মতো। সৌন্দর্য্য একটু একটু ম্রীয়মান হলেও শ্বাসত, সুন্দর দীপ্তিতে উজ্জ্বল।
৪৫ থেকে ৫০ঃ একেবারে গ্রেট বৃটেন। গ্লোরিয়াস আর মহিমান্বিত অতীতের সাক্ষী হয়েও এখনো প্রভূত শ্রদ্ধার।
৫১ থেকে ৬০ঃ ঠিক যেন জাপান। হিসাবে তার আর কোনো ভুল নেই। জীবনের একেবারে নিঁখুত সব পরিকল্পনা। যুদ্ধ-বিগ্রহ আর চড়াই-উৎরাইয়ের মাঝেও ঠিকে থেকে স্বীয় মেধা আর গুণে গুনান্বিত হয়ে ওঠা।
৬১ থেকে ৭০ঃ একেবারে কানাডা।প্রবল আত্মমর্যাদা সম্পন্ন। কিন্তু কাউকে অবহেলা করেনা। সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখে।
৭০ এর পরঃ পরিপূর্ণ তিব্বত।এক রহস্যময় অতীতের সুদীর্ঘ পথ পরিক্রমায় দারুণ প্রজ্ঞাময় হয়ে এখন শুধু সে স্পিরিচুয়াল গন্তব্যের যাত্রী।
ভূগোলে পুরুষঃ
পুরুষের কোনো ভূগোল নাই। তার ভূগোল হলো অনেকটা বাংলাদেশ ক্রিকেটের মতো। দণ্ড আর বল- এ দুটোই তার সম্বল। যতক্ষণ দণ্ড সোজা আর বল সুদৃঢ় থাকবে ততক্ষণ সে জিতবেই। দণ্ড মানে হলো মেরুদণ্ড আর বল মানে হলো মনোবল।
-আরিফ মাহমুদ
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৭
খেয়া ঘাট বলেছেন:
২| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৭
আলগা কপাল বলেছেন: ওহে লেখক, একি কথা শোনালে (আসলে পড়ালে) আমায়।
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৮
খেয়া ঘাট বলেছেন: )
৩| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১১
সায়েদা সোহেলী বলেছেন:
৪| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৮
হাসান মাহবুব বলেছেন: অতি মাত্রায় ফেমিনিস্ট লেখা
৫| ০১ লা নভেম্বর, ২০১৬ ভোর ৫:১০
এ কে এম রেজাউল করিম বলেছেন:
পুরুষের কোনো ভূগোল নাই।
তার ভূগোল হলো- দণ্ড আর বল- - -
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: একি ভাবনা!!!!
বিস্ময়ে বিমূঢ়!!!!!!!!!!!!!!!!!!!!