নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

সীমানা

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:১১

পৃথিবীর পতিত সব জমি হোক শস্য বিছানা
পৃথিবী থেকে মুক্তি পাক সব সীমান্ত সীমানা।
মানবাধিকার সনদে নেই কোনো সীমানা চিহ্ন
সূর্য,চাঁদ, পৃথিবী সবার ,হতে পারে কি ভিন্ন?
মেঘের যেমন সীমানা নেই, নেই সমূদ্র জলের,
সব আকাশতো মুক্ত বাজপাখি, বক, স্বর্ন চিলের।
পাসপোর্ট, ভিসা, সীমানা এসব সভ্যতার গ্লানি
কাটা মানচিত্র বুকে আজ রক্তাক্ত পৃথ্বি জননী।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:১৯

সায়েদা সোহেলী বলেছেন: আরিফ ভাই আপনি এরকম ডুব দিয়ে আছেন কেন বলেনত !!????? X((

পোস্টে এক গুচ্ছ +++++++++++++ :)

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩০

খেয়া ঘাট বলেছেন: অনেক অনেক অনেক মিস করি..............................

হাঁটতে হাঁটতে ভুলে যাই চেনা পথেরও
দেরীতে হলেও রইলো শুভ ২০ সতেরো।

২| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৭

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের বর্তমান জেনারেশন রাজনীতিবিদরা ২০৩৫ সালের দিকে কমে আসবে, এরপর ক্রমেই বিশ্ব শান্তির মুখ দেখবে।

১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৩

খেয়া ঘাট বলেছেন: শান্ত হোক পৃথিবী। ধন্যবাদ

৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

ধ্রুবক আলো বলেছেন: বাহ্! খুব চমৎকার কথন, বেশ ভালো লাগলো +++++
শুভ কামনা রইলো, ভালো থাকবেন

৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন !

৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

তারেক ফাহিম বলেছেন: ভালই লাগল কবিতাটি পড়ে, সুন্দর লিখছেন, শুভ কামনা রহিল

৬| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর কল্পোনা
এঁকে দিলাম ছোট্ট একটু অাল্পোনা

৭| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট ,



এই অবারিত পৃথিবীতে কারো কোনও সীমানা নেই , সীমানার খুঁটি গেড়ে দেই আমরা নিজেরাই ..... সবখানে ।
সবটুকু আকাশ-ই মুক্ত । আমরাই গগণচুম্বি ইমারতে ঢেকে রাখি তাকে , চোখের নাগাল হয়না ঐ আকাশ ।

আসলে মানুষের মতো নিকৃষ্ট প্রানী আর দ্বিতীয়টি নেই ।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
"পাসপোর্ট, ভিসা, সীমানা এসব সভ্যতার গ্লানি
কাটা মানচিত্র বুকে আজ রক্তাক্ত পৃথ্বি জননী।"



ছোট্ট কবিতাটিতে কী গভীর তাৎপর্যপূর্ণ সারমর্ম লুকিয়ে আছে। অনেক সুন্দর।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

আসাদুজ্জামান সুমন বলেছেন: অনেক ভাল লাগলো

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

খেয়া ঘাট বলেছেন: আমার বিনম্র ধন্যবাদ রইলো।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ভালোলাগছে আরিফ ব্লগে ফিরতে দেখে !
লেখায় ভালোলাগা আর শুভ কামনা ।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৭

কল্পদ্রুম বলেছেন: কবিতায় +
কবির প্রতি শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.