![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) সত্য যখন খোয়াড়ে,
দেশ তখন উন্নয়নের জোয়ারে,
আসলে চলছে খেলা জুয়া রে।
২)করে অবিরাম বকবক
বলেন ধর্মের সেবক,
আসলে ধর্মের সে বক।
৩) চলছে অবাক শাসন রাজ,
ব্যাংক, রিজার্ভে লুঠতরাজ,
সত্য বললে রাজা নারাজ।
৪)মজলুমের উপর জুলুমের নমুনা
যারা যুদ্ধ চায়, তারা যুদ্ধে যায়না,
যারা যু্দ্ধে যায়, তারা যু্দ্ধ চায়না।
৫) ফিরে এসো ভোটার,
সামনে আসছে দিন বেটার,
রাজনীতিই হলো ব্রেড আর বাটার।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৪
খায়রুল আহসান বলেছেন: ফিরে এসো ভোটার,
সামনে আসছে দিন বেটার,
রাজনীতিই হলো ব্রেড আর বাটার। --
বলেছেন খুব চমৎকার,
বন্ধু কিংবা ব্রাদার,
বিকল্প নেই যে আর! -- ভাল লেগছে আপনার হাইকুগুলো। + +
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯
শায়মা বলেছেন: হা হা রাজনীতি ব্রেড এ্যান্ড বাটার!
মজার হাইকু ভাইয়া।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২০
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: সুন্দর কথা/লেখা
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮
এম এ কাশেম বলেছেন: হাইকু!
৫ -৭ -৫ মাত্রা কিন্তু।
তবে ভাব আর ছন্দ চমৎকার।
শুভ কামনা।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩০
খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ রইলো।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
ভাবুক কবি বলেছেন: খুব চমৎকার বলেছেন
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে সবগুলিই।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৫৩
চাঁদগাজী বলেছেন:
ফানি সব নাম, হাইকু!
পড়ালেখা না করে যারা নেতা হয়েছে, আমরা তাদের কলোনীতে আটকা পড়েছি। পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করলে, ডিগ্রি থাকে কিন্তু দক্ষতা থাকে না; এটা আমাদের বর্তমান অবস্হা