![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাজীবন যে পরের জুতো পলিশ করে গেলো-
সে কোনোদিন ভালো এক জুড়ো জুতো পরেনি।
ইটের ভাটায় ইট তৈরী করে যার সারা জীবন কাটে,
নিজের ঘরের দেয়ালে তার এক টুকরো ইটও লাগেনি।
যে শ্রমিক ভবনগুলো রঙ দিয়ে চাকচিক্যময় করে তোলে
তার সারা জীবনটাই বিবর্ণ রয়ে যায়।
দামী পালঙ্ক তৈরী করে যে অন্যের ঘরের শোভা বাড়ায়,
তার সন্তানেরা মাটিতে বিছানা করে ঘুমায়।
যে জমিনে শস্য ফলালো -সে জীবনভর রয়ে গেলো অনাহারী।
যে শ্রমিক হীরার খনিতে জীবন দিলো-
তার ঘরে জুটলো না দুবেলা আহার।
সাগরের বুক থেকে যারা মুক্তো আহরণ করলো-
তারাই রয়ে গেলো সবচেয়ে গরীব।
পোষাক কারখানায় যে মেয়েটি সকাল-সন্ধ্যা পার করে,
তার পরনে একটা ভালো কাপড়ও জুটলোনা কোনোদিন।
যে গোয়ালা দুধ দহন করে জীবন পার করে দেয়-
তার সন্তানেরা সারা জীবন অপুষ্টিতে ভোগে।
পৃথিবীর অর্ধেক সম্পদ আজ মাত্র দুভাগ মানুষের দখলে,
প্রতি নয়জন মানুষের মাঝে একজন জটর জ্বালায় জ্বলে।
নয়ভাগের একভাগ পৃথিবী আজ অভুক্ত, সম্পদের অসম বন্টনে
সব রাষ্ট্রপ্রধানের হাতই রক্তাক্ত কোনো না কোনো ভাবে মানুষের খুনে।
অবাক করা সভ্যতা তবু ঠিক ঠিক মানুষকে ভোলায়।
সভ্যতা বদলাবেনা যতদিন না পরেছে ফাঁসী এ সভ্যতারই গলায়।
© আরিফ
২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৯
খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ রইলো।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৯
জীবন সাগর বলেছেন: দারুণ সব অসঙ্গতি তুলে ধরেছেন।
সভ্যতা ফিরে আসুক এই প্রত্যাশা
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫
চাঁদগাজী বলেছেন:
সঠিক ভাবনা ও পদক্ষেপের মাধ্যমে এই দ্বন্দ্বের অবসান ঘটাতে হবে আমাদেরকেই।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৩
আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: খেটে খাওয়া এই মানুষদের নিয়ে কত কিছুই হয়, গান, কবিতা, সিনেমা কিন্ত কাজের কাজ কিছুই হয় না। দরিদ্র তারা আজীবন অমানুষিক পরিশ্রম করে দরিদ্রই রয়ে যায়। তাদের না আছে ভাল থাকার জায়গা, না আছে পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা, না আছে স্বাস্থ্যসেবা। শ্রমিকের প্রতি যে নিম্ন মন-মানসিকতার পরিচয় দেই এটা পাল্টাতে হবে। আমাদের রাসূল (সাঃ) বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরী পরিশোধ করে দাও। এই শিক্ষাগুলো আমরা বাস্তব জীবনে কেন কাজে লাগাই না বা লাগাতে পারি না?
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:১৫
খেয়া ঘাট বলেছেন: আমার বিনম্র ধন্যবাদ রইলো।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৪
সায়েদা সোহেলী বলেছেন: যে যেটা অন্যের জন্য করে যায়,, সে নিজে সেটা পায়না,,, এই বুঝি জগতের রীতি! ! সভ্যতা ও সভ্য মানুষের নীতি....
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৪
খায়রুল আহসান বলেছেন: জগত সংসারের অসঙ্গতিগুলো অনেক মায়াভরে কবিতায় তুলে এনেছেন, সেজন্য সাধুবাদ।
কবিতা ভাল লেগেছে। + +
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতায় +++
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪২
খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো
১১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫
ANIKAT KAMAL বলেছেন: এটা অন্য রকম সেরাদের সেরা লেখা
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০১
আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট,
চমৎকার লিখেছেন । জীবনের কনট্রাষ্ট ।
সভ্যতা বদলাবেনা যতদিন না পরেছে ফাঁসী এ সভ্যতারই গলায়।
কোনও মানুষই সভ্যতার উত্তরাধিকারের দায় থেকে মুক্ত নয় ।