নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

মনোবচন

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫

১) আমেরিকায় মানুষ প্রেসিডেন্টের কড়া সমালোচনা করে আর পুলিশের সাথে খুবই ভদ্র আচরণ করে।
২) শুধু মাত্র উপাসনালয়ে প্রবেশ করে প্রকৃত ধার্মিক বনে যাওয়া আর গাড়ীর শোরুমে গিয়ে গাড়ীর মালিক হয়ে যাওয়া সমান কথা।
৩) আত্মহত্যা করার আগে প্রতিটি মানুষ নিজের আত্মাকে বেশ কয়েকবার হত্যা করে।
৪) তারুণ্যে মানুষ সবকিছু জানার গৌরব করে, মধ্যবয়সে সবকিছু নিয়ে সন্দেহ পোষণ করে আর বৃদ্ধবয়সে সবকিছুই বিশ্বাস করে।
৫) আপনি ভালো বলে পুরো পৃথিবীর সব আপনার সাথে সদাচরণ করবে এরকম চিন্তা করা মানে হলো আপনি নিরামিষভোজি বলে দূরন্ত ষাঁড় আপনাকে সামনে পেলেও শিং দিয়ে গুতোবে না।
৬) পৃথিবীতে যতদিন পরীক্ষা থাকবে ততদিন প্রার্থণাও থাকবে।
৭) সম্পর্ক ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে যতক্ষণ না পর্যন্ত আরেকজন নিজেকে "সুপরিয়র" মনে করে।
৮) আত্মহত্যা করা হলো আত্মসমালোচনার সবচেয়ে বাজে শাস্তি।
৯) মানুষ যখন স্রষ্টাকে ডাকে তাকে প্রার্থণা বলে । আর স্রষ্টা যখন মানুষকে ডাকে সেটাকে মানসিক রোগ বলে।
১০) গান-বাজনা, কোলাহল দাম দিয়ে কিনতে হয়। কিন্তু নির্জনতা, ধ্যান, নিমগ্নতা দাম দিয়ে কিনতে হয়না। তবুও মানুষ কোলাহল পছন্দ করে , কিন্তু নির্জনতার আরাধনা করেনা।

মন্তব্য ১৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১২

অপেক্ষিত বলেছেন: ভালো লাগলো।

২| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২৭

হাতুড়ে লেখক বলেছেন: ৯) মানুষ যখন স্রষ্টাকে ডাকে তাকে প্রার্থণা বলে । আর স্রষ্টা যখন মানুষকে ডাকে সেটাকে মানসিক রোগ বলে।


এটা ভাল লেগেছে। শুভ কামনা।

৩| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগলো,কিন্তু একটা ছন্নছাড়া ভাব রয়েছে।কিন্তু পোষ্টট ভালোই লেগেছে

৪| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৯

আহা রুবন বলেছেন: সুন্দর কথা।

৫| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৯

খোলা মনের কথা বলেছেন: আপনি ভালো বলে পুরো পৃথিবীর সব আপনার সাথে সদাচরণ করবে এরকম চিন্তা করা মানে হলো আপনি নিরামিষভোজি বলে দূরন্ত ষাঁড় আপনাকে সামনে পেলেও শিং দিয়ে গুতোবে না।

এখন এমন চিন্তা কেউ করে বলে মনে হয় না। প্রাচীন যুগে মানুষ এমন চিন্তা হয়তো করতো!!!! প্রতিটি ভালও খারাপ মানুষের শত্রু আছে এই যুগে।

৬| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:১০

শোভনের শোভন বলেছেন: ২+৩+৮+১০ অসাধারন

৭| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯

ওমেরা বলেছেন: আমার ১০ নাম্বারটা সব চেয়ে ভাল লেগেছে ।

৮| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:২৭

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: ২, ৪, ৫, ৬ ++++ :-)

৯| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০২

খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ রইলো।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:০০

ফেরদৌসা রুহী বলেছেন: সবগুলিই মূল্যবান কথা।

১১| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫

হাসান মাহবুব বলেছেন: একবার আত্মহত্যা করেই দেখুন না! ;)

১২| ১১ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



কারো জীবনের সাথে মিলে গেলে, তখন ভালো অনুভবতা আসবে বাণী সম্পর্কে

১৩| ২৯ শে মার্চ, ২০১৭ ভোর ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


আপনি জাতীয়, সামাজিক ইস্যুতে লিখলে, পাঠকেরা বেশী জানার সুযোগ পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.