নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ভালো থেকো

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭

ভালো থেকো তনু, ফুলের রেণু,
লাশ হয়ে থেকো ড্রেনে।
এসেছে নতুন বছর,কে রাখে পুরানো খবর,
ভালো আছি পান্তা আর ইলিশের ঘ্রানে।
ভালো থেকো জান্নাত,নতুন প্রভাত,
কে তোমায় মনে রাখে,
ধর্ষিতা হলে, নীরবে চলে গেলে
ভালো আছি এই বৈশাখে।
ভালো থেকো রুনি,নীরব গ্লানি
ভালো থেকো ছোট মেঘ
মাও নাই,বাপও নাই, তবু আছে ঠাঁই,
চারপাশে বৈশাখী আবেগ।
ভালো থেকো কল্পনা,মনের যাতনা,
ভালো থেকো বোন ফেলানি
ডুবে যাওয়া ধান,ভালো থেকো কিষাণ
ভালো থেকো মরা তিস্তার পানি।
ভালো থেকো চাষ, ভেসে যাওয়া লাশ
ভালো থেকো হেফাজত, সরকার,
ভালো থেকো জনতা, রাষ্ট্র,স্বাধীনতা
ভালো থেকো রাজনীতির কদাচার।
ভালো থেকো মানুষ, সুখের ফানুস,
ভালো থেকো প্রিয় দেশ, তবু ভালোবাসি,
ভালো থেকো সব, সুখের কলরব,
ভালো থেকো মৃত বোন, বাঙ্গাল, বানবাসী।

-আরিফ

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৩

অতঃপর হৃদয় বলেছেন: সমকালীন কবিতা। অনেক ভালো লাগলো।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৮

খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৮

ধ্রুবক আলো বলেছেন: ভালো থেকো, খুব আক্ষেপের কবিতা। +

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬

খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ রইলো।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: ভাষাহীন বাবুই এর মুখে হয়তো ভাষা নাও থাকতে পারে, কিন্তু কলমের ভাষা সাবলীল!
কবিতায় ভাল লাগা + +

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৮

খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ রইলো।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫০

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: নতুন বছরের শুভ আগমনে তাঁদের আত্মার শান্তি কামনা করছি।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১৩

খেয়া ঘাট বলেছেন: বিনম্র ধন্যবাদ রইলো।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: প্রতিবাদ, তীব্রতর।।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫৫

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাই।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: কবিতাটা ভালো হয়েছে। তবে বৈশাখের পেছনে লাগার মানে নাই। অন্যায় সবসময়ই হবে, কিন্তু আমাদের সর্বজনীন উৎসব কখনই বন্ধ হবে না। হওয়া উচিৎ না।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪

খেয়া ঘাট বলেছেন: বাহ! দারুন বলেছেন।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: খেয়া ঘাট ,





" ভালো থাকুক খেয়া ঘাট ,
নদী পারাপার ,
ভালো থাকুক স্বপ্নেরা সব
হার মানা হার । "

ভালো থাকুক সবাই ।

১০| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এ সুর প্রতিবাদি এ সুর অসুরের বিরোদ্ধচারণ। ওরা ভালো থাকুক সব সময়। নিপাত যাউক আমাদের চারদিক থেকে যত সব অপশক্তি।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯

সালমান মাহফুজ বলেছেন: কবিতায় ভালো লাগা রেখে গেলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.