নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

গন্ধ

২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

ফুলের সতেজ সুবাস আমার অদ্ভূত ভালো লাগে।
ভালো লাগে শুষ্ক মাটির ওপর পড়া প্রথম বৃষ্টি ভেজা মাটির গন্ধ।
ক্ষুধার্থ জঠরে ভাতের ঘ্রাণের চেয়ে ভালো গন্ধ আর কি হতে পারে।
মনে পড়ে শৈশবে নাকের ওপর সেঁটে থাকা নতুন বইয়ের গন্ধ।
গ্রামের মেঠো আইল ধরে হাঁটা পথে শিশির ভেজা ঘাসের গন্ধ,
চোখ মুজলেই এখনো নাক দিয়ে বুকে প্রবেশ করে।
সবুজ প্রকৃতিরও গন্ধ আছে, শুধু নাকে না, বুকে মেখে নিতে হয়।
কাঠ কাটা গাছের গুড়ির গন্ধ, শ্রাবণমাসের বৃষ্টির গন্ধ,
অগ্রহায়ন মাসে নতুন ধানের গন্ধ, কাদা মাটির গন্ধ, নদীর গন্ধ,
বয়ে যাওয়া স্রোতে পানির গন্ধ, এইমাত্র স্নান করা শিশুর কোমল শরীরের গন্ধ,
প্রিয়তমার চুল, গ্রীবা, সমস্ত শরীরের অপূর্ব, অপরুপ গন্ধ,
মায়ের শাড়ীর আঁচলের গন্ধ , ক্লান্ত পিতার পরিশ্রমী জীবনের গন্ধ-
অদ্ভূত ভালো লাগে। একেকটি গন্ধ যেন একেক রকমের বিস্ময়।
এইসব ঘ্রাণ-জীবনে পূর্ণতা দিয়ে একটা জীবনকে বাঁচিয়ে রাখে।
কিন্তু, সবচেয়ে বড় আশ্রয়-আমার আত্মজ ঘ্রাণ।
একেবারে মুফত পাওয়া নিজের শরীরের ঘ্রাণের জন্য আমি স্রষ্টার কাছে ঋণী।
নিঃস্ব মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি তার নিজের শরীরের ঘ্রাণ।
এক নির্জন, একাকী গৃহে যখন এই দেহখানা একদিন-লাশ হবে।
একদিন, দুদিন, তিনদিন পর-লাশের গন্ধ চারপাশে ছড়াবে।
যে কথা আমি মুখ দিয়ে বলতে পারবোনা-এসো আমার সৎকার করো।
সে কথাই আমার মৃত লাশের গন্ধ তোমাদের কাছে পৌঁছে দেবে।
জীবন থেকে মুক্তির সব দাম, আমার লাশের গন্ধের কাছেই সঁপে দিলাম।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩

কানিজ রিনা বলেছেন: অগ্রাহায়নের ধান কাটার গন্ধ, প্রিয়তমার
গায়ের গন্ধ, মায়ের আচলের গন্ধ,
স্মৃতি গুল ওলট পালট হয়ে জেগে উঠল
প্রানে। আর কিছু বলতে পারলাম না।

২| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর আপনার অনুভাবী কবিতা গন্ধ। ভালো লাগলো পড়ে।
শুভকামনা জানবেন ভাই।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.