নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

মিস্টিক,মেটাফিজিক্যাল রুমি

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১২



প্রয়োজনের অতিরিক্ত যা কিছু , তার সবই হলো বিষ।
আর প্রয়োজনের মাঝেই তৃপ্তি থাকাটাই হলো আশীষ।

অনিশ্চয়তাকে গ্রহণ করতে না পারাটাই হলো ভয়।
আর গ্রহণ করে এগিয়ে যাওয়াটাই হলো বিজয়।

কারো কোনো কল্যাণ গ্রহণ করতে না পারাই দ্বেষ
আর হাসিমুখে গ্রহণ করতে পারাটাই প্রেরণা বিশেষ।

নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারাটাই হলো ক্রোধ, হীনতা
আর নিয়ন্ত্রণ করতে পারাটাই হলো ধৈর্য্য আর সহনশীলতা।

যে যেমন ঠিক তেমনিভাবে গ্রহণ না করাই ঘৃণা যা সর্বনাশা
আর শর্তহীন ভাবে গ্রহণ করাটাই সর্বোত্তম ভালোবাসা।

ভাবানুবাদ- আরিফ মাহমুদ
কালার হোটেল ,ইস্তাম্বুল, টার্কি।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: চমৎকার!

২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩১

শাহারিয়ার ইমন বলেছেন: রুমী আধ্যাত্মিক জগতের লোক ছিল

৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

জগতারন বলেছেন:
অসাধারন !
আধ্যাত্মিক জগতের কবি রুমী।
তাহার চিন্তা ধারাকে বাংলা পদ্ম আকারে
প্রকাশ করাও বিশেষ গুন ও কবিত্ব ।
তাই কবি খেয়া ঘাট -এর প্রতি ও অভিন্দন ও সুভেচ্ছা জ্ঞাপন করিতেছি।

৪| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫

আরণ্যক রাখাল বলেছেন: জানি না, মূলটা কেমন। কিন্তু অনুবাদ ভাল লাগেনি। অন্ত্যমিল দেয়ার প্রাণান্ত চেষ্টা কবিতাটাকে ডুবিয়েছে।

৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ওভারঅল ভালোই লাগলো

৬| ১২ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:০৭

চঞ্চল হরিণী বলেছেন: বেশ ভালো লাগলো। দুলাইন দুলাইন করে বাণীপ্রধান কবিতা। এমন কবিতার উদ্দেশ্য পাঠককে বিনোদন দেয়া নয়। বরং মানুষের আচরণিক দর্শনের সাথেই এর সম্পর্ক ওতপ্রোত। কাজেই এরকম বাণীপ্রধান কবিতার ডুবে যাওয়ার কোন ব্যাপারই নেই। অন্ত্যমিল দেয়াতে আরও মনে রাখা সহজ হবে বাণী চিরন্তনীর মত। এবং বিষয়টা অবশ্যই প্রশংসার। লেখককে সেজন্য ধন্যবাদ জানাই। শুভকামনা করি।

৭| ১২ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২২

কাওসার চৌধুরী বলেছেন:



রুমির কয়েকটি জনপ্রিয় উক্তি,
(১) গতকাল আমি চতুর ছিলাম। তাই, আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী। তাই, নিজেকে বদলে ফেলতে চাই।
(২) কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।
(৩) যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে তখন আপনার পরিচয় ফুটিয়ে তোলাটাই বিজ্ঞানের নির্যাস।

৮| ১২ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৯

উদাসী স্বপ্ন বলেছেন: তার এমন কোনো লেখা আছে যেকানে তিনি মেটাফিজিক্যাল কিছু বলছে? ইসলামে মেটাফিজিক্যাল ব্যাপার গুলা সাপোর্ট করে না। তাই হিসাবে সেই সময় সে যদি মেটাফিজিক্যাল ব্যাপার স্যাপার চর্চা করতো মুসলমানরা তো তার গর্দান নিয়া ফুটবল খেলতো।

যাই হোউক, কোনো সেরকম বই থাকলে খালি নামটা দিয়েন ইংলিশ অনুবাদ কিনে পড়ে নেবো

৯| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২

বিজন রয় বলেছেন: এতদিন পর পোস্ট দিলেন????

১০| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

১১| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০

মিথী_মারজান বলেছেন: বাহ্!
সুন্দর অনুবাদ।
আসকে রুমি মানেই খুব গভীর কিছু অনুভূতি।

অনেকদিন পর আপনাকে দেখলাম।
যদিও আমি নিজেই অনিয়মিত।
আশাকরি ভালো আছেন।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.