নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

ঝরা পত্র

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৬



তুমি কি আর হাঁটবেনা কুয়াশা ভেজা ঐ শীত প্রাতে,
জীবনকে তবে বুঝাবো বলো কেমন করে কার সাথে?
কার সাথে দেখবো বলো শেষ বিকেলে পত্র পতন
ধূসর হওয়া স্মৃতিগুলো পারলে তুমি করো যতন।

এই হেমন্ত ,সবকি ভ্রান্ত আটকে আছে হৃদয় নীড়ে,
শেষ পাতাটিও ধীরে ধীরে বৃক্ষটিকে যায় ছেড়ে।
লুকানো আদর, পরশ পাথর দুঃখ হয়ে বুকে ঘুমায়
শেষ পাতাটি ছেড়েছে যেমন,তুমিও কি ছাড়বে আমায়।


( অনেকদিন পর,ছবি সহ লেখাটি একজন টেক্সট করে পাঠালো)


মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেষ পাতাটি ছেড়েছে যেমন,তুমিও কি ছাড়বে আমায়।
...............................................
আহা এভাবে কবি যদি , নিরাপদে বৃক্ষছায়া তলে ঘুমাতে পারত

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৯

রাফা বলেছেন: ছেড়ে আসা কেউ মনে করিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে কি?
লাইনগুলো চমৎকার।

ধন্যবাদ,খে.ঘাট।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ম্যাপল গাছের লাল পাতাগুলো ঝড়ে পড়ছে সবুজ ঘাসের উপর শুয়ে থাকা বিষন্ন মেয়েটার শরীরে, এটাই তো এক অনন্য কবিতা।

কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: কবিতা লিখে তো আর দেশ সমাজের কোনো উপকার হয় না। দ্রব্যমূল্যের দামও কমে না।
তাহলে কি লাভ কবিতা লিখে?

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.