নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

কালামের দিন গিয়াছে, নাতির দিন আসিয়াছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০


দাদু তার নাতিকে বলছেন।
ভারতের প্রয়াত প্রেসিডেন্ট কালামের কথা মনে আছে। একটা পাখি পোষে ছিলেন। উড়তে শেখার পর পাখিটি চলে গেলো। এরপর পোষলেন একটা কাঠবিড়ালি। দৌড়াতে শেখার পর সেও চলে গেলো। তারপর, কালাম বুদ্ধি করে একটা গাছ লাগালেন। পাখি, কাঠবিড়ালি সবাই ফিরে এলো।
তাই, সুবুদ্ধি কর, সুকর্ম কর। সুফল পাবি। জনগণ ভালোবাসলে এমপিও হয়ে যেতে পারবি।

নাতি বলে- সেই কালামের দিন আর নাই দাদু। কবে গাছ বড় হবে। কবে পাখি আর কাঠবিড়ালি ফিরে আসবে। খুব লং প্রজেক্ট। এখন, আর ভালোবাসায় এমপি না চৌকিদারও হওয়া যায়না।

একটা ভালো বই কিনে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। কেউ সাড়া দেয়নি ।

কিন্তু টেবিলের ওপর চিপস আর চানাচুরের প্যাকেট ছিলো-বন্ধুরা সেসব নিয়ে গেছে। বিকেলে খাবো বলে-এক প্যাকেট বাদাম রেখেছিলাম। দেখি তাও নেই।

এরপর, রাতে একটা হুইস্কির বোতল হাতে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলাম।
অবাক ব্যাপার দাদু। চানাচুর, বাদাম, চিপসের প্যাকেট সহ বন্ধুরা সবাই ফিরে এসেছে।
এই ফরমুলায় এবার এমপি হবো দাদু। টাকার ব্যাগ খুলে বসে আছি। সবাই সুরসুর করে ইতোমধ্যে আশা শুরু করেছে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬

প্রশ্নবোধক (?) বলেছেন: ফাটাফাটি । এরকম লেখাই তো চাই। =p~

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

মা.হাসান বলেছেন: অামার এক শিক্ষক এক গল্প বলেছিলেন।
এক লোক বইয়ের দোকান দিয়ে লাল বাতি জ্বালনোর পর জুতার দোকান দিয়েছে। ব্যবসা রমরমা।
পতন ঊর্ধপানে হয় না, পতন নিম্নগামীই হয়।
পোস্টে পিলাস।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২২

রাজীব নুর বলেছেন: বড়ই চমৎকার।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: বাহা দরুন তো!

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

জাতিস্মরের জীবনপঞ্জী বলেছেন: অসাধারণ লেখা। আমার প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলী সাহেবের লেখার ধাঁচ খুঁজে পাচ্ছি। এরকম আরো কিছু পড়ার প্রত্যাশা করছি।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: চাবতেছি মদ বা গাজা তাহলে উন্নত ব্যবসার পণ্য

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বিড়ি বিক্রি করে আকিজ ভাই। সর্দার চাচা বিক্রি করলো সর্দার জর্দা। এখন তারা ধনী
।।আমরাও না হয়। কিছু করবো

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

সাইন বোর্ড বলেছেন: অসাধারন বুদ্ধিদীপ্ত লেখা, পড়ে মুগ্ধ হলাম ।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৯

রাফা বলেছেন: এই না হোলে কি আর আমাদের খেয়া ঘাট ! উপমায় চমৎকার অতীত ও বর্তমান।

পোষে নাকি পুষে প্রযোজ্য । :P

ধন্যবাদ,খে.ঘাট।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৪

খেয়া ঘাট বলেছেন: পোষা- অভিধানে দেখলাম। ধন্যবাদ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.