নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

চুলের গল্প

১৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৮

জনৈক বয়স্ক ভদ্রলোক। সম্পর্ক ছিলো দুই রমণীর সাথে। একজনের সাথে সম্পর্ক ছিলো ধনের জন্য- ধনী পৌঢ়া । আরেকজনের সাথে সম্পর্ক ছিলো প্রেমের জন্য- দরিদ্র যুবতি অপ্সরা।
ভদ্রলোকের মাথার কেশরাজি ক্রমশঃ ধূসর হচ্ছিল । ঠিক যেমন ধূসর ছিলো ধনী পৌঢ়া রমনীর চুল। পৌঢ়া রমণীর মনোবাসনা ছিলো দুজনের চুলই ধূসর হোক। ফলে কাউকে আর কুন্ঠিত হতে হবেনা। যুবতি মেয়ের তৃপ্তি ছিলো দুজনার কালো চুলে।

ভদ্রলোক যখন পৌঢ়ার কাছে যেতেন- তখন আহলাদি পৌঢ়া ভদ্রলোকের মাথা থেকে কালো চুলগুলো একটা একটা করে তোলে নিতেন। আর যখন যুবতী মেয়ের কাছে যেতেন-তখন যুবতি মেয়েটি ভদ্রলোকের সাদা চুলগুলো একটা একটা করে তোলে নিতো।
এভাবেই যাচ্ছিলো বেশ।
কিছুদিন পর ভদ্রলোক দেখলেন- তার মাথায় সাদা আর কালো কোনো চুলই অবশিষ্ট নেই । মাথা পুরোটাই খালি। এখন একেবারে সব নিঃশেষ।
চুল নাই ফলে আহ্লাদি বুড়িও নাই। চুল নাই -যুবতি রমণীও নাই।
সব পেতে গিয়ে ভদ্রলোকের সব শেষ।






মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: জটিল গল্প, এখন ওনি পরচুলা লাগিয়ে নিতে পারেন :-B

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৯

হাবিব বলেছেন: ভালো লাগলো গল্প.......

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: মোটামুটি

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

পবিত্র হোসাইন বলেছেন: B-)) B-)) B-))

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: ভালো।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫০

বর্ণিল হিমু বলেছেন: চুলের গল্প.......

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

আমি তুমি আমরা বলেছেন: এই গল্প আগেও শুনেছি, তারপরও পড়তে খারাপ লাগেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.