![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ বড় একটা ভোজন উৎসব। সুবিশাল মিলনায়তন। কিছুক্ষণ প্রতীক্ষার পর ঘোষণা এলো-সবাইকে নিজ নিজ আসনে বসে থাকতে। অল্পক্ষণের মাঝেই খাবার পরিবেশন শুরু হবে।
আমি একেবারে ঠিক সামনের সারিতে বসে আছি। অতীত পর্যবেক্ষণ বলে- সামনের সারি থেকেই সবকিছুর সূচনা হয়।
কিন্তু না, এখানে দেখলাম- একেবারে পেছন সারি থেকেই দেবতা রুপি এক মানুষ খাবারের প্যাকেট দেয়া শুরু করেছেন।
মন খারাপ হলো যখন দেখলাম- সামনের সারি আসতে না আসতেই সব খাবারের প্যাকেট শেষ।
আমার বুভুক্ষু উদর। তার চেয়েও বেশি বুভুক্ষু আমার মন। আমি প্রচণ্ড তৃষ্নার্ত।
তাড়াতাড়ি এবার পেছনের সারিতে গিয়ে একটা সীটে বসে পড়লাম। এবার আরো অবাক হওয়ার পালা। দেখি আরেক দেবতা এবার সামনের সারি থেকেই পানীয় পরিবেশন শুরু করেছেন এবং যথারীতি পেছনের সারিতে আসতে আসতেই সব শেষ।
নিজের উপরই রাগ হলো এবার। কিন্তু বোকা হয়েও তো আর বসে থাকা চলেনা। আর কোনো সুযোগ হাতছাড়া করা যায়না।
এবার আমি পেছনের সারিতেও গেলাম না। একেবারে সামনের সারিতেও না।
মাঝামাঝি জায়গায় আসন নিলাম।
দেখি, একজন একটা পাত্র নিয়ে এগিয়ে আসছেন। ঠিক আমি যেখানে বসে আছি ঠিক সেখানে।
আমার বুদ্ধি এবার খুব কাজে লেগেছে। মনে মনে নিজেকে একটা বড় ধন্যবাদ দিলাম।
আমি চনমন মনে খাবারের আশায় পাত্রের ভিতর হাত রাখলাম ।
ভাবছেন কি? এবার আমি খাবার পেয়েছি।
না। পাত্রের ভিতর শুধুই থুতপিক।
লোভের আশায় যখন কেউ তার অবস্থান ক্রমাগত পাল্টায়-তখন সে মনের খাবার, দেহের খাবার কোনোটাই পায়না। সে শুধু থুতপিকই পায়।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২১
বর্ণিল হিমু বলেছেন: শিক্ষণীয় গল্প.... ভালোই লিখেছেন।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০
রাজীব নুর বলেছেন: ভালো গল্প।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
আমি তুমি আমরা বলেছেন: ব্যাপক গল, প্রথম ভাললাগা জানিয়ে গেলাম।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।