নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

উচ্ছে\'র গল্প

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৫

শিষ্য গুরুজিকে বললেন- সেলাম। আপনার আশীর্বাদ নিতে এলাম। আবারো তীর্থযাত্রায় বের হচ্ছি। এবার উত্তরের দেবালয়গুলো পরিব্রজ্যা করার মনোবাসনা রয়েছে। মনটা বড়ই অশুদ্ধ। এই কলুষিত মনের ক্ষালন করা বড়ই প্রয়োজন ।

গুরুজি বললেন- আহা! মনের শুদ্ধ চর্চা। এতো বড়ই দূরুহ এক কাজ। যাবে যখন যাও। সাথে করে এই উচ্ছেটা নিয়ে যাও। তুমি যত দেবালয়ে যাবে সাথে করে এই উচ্ছেটাও নিয়ে যাবে। ফেরার সময় নিয়ে এসো।

বেশ কিছু দেবালয়ে আরাধনার পর শিষ্য ফিরলেন।

গুরুজি বললেন-আরাধনা কেমন হলো সে কথা পরে হবে। আগে বলো- আমার উচ্ছেটা কি নিয়ে এসেছো? যদি নিয়ে আসো, তবে একটু রান্না করো।
শিষ্য গুরুর জন্য উচ্ছে রান্না করলেন।

গুরু বললেন - উচ্ছেটা এতো দেবালয় ঘুরে এলো । কিন্তু আগে যেরকম তেতো ছিলো-এখনোও তাই রয়ে গেলো।
শিষ্য বললো- গুরু উচ্ছের স্বভাবই যে এরকম।

গুরু বললেন- ঠিকই বলেছো বাছা। যতই দেবালয় পরিব্রাজা করো, আরাধনা করো- কিছুই আসে যায়না। যার যে রকম স্বভাব সে সেরকমই রয়ে যায়।









মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫৬

লোকনাথ ধর বলেছেন: ওই তো কয়লার ময়লা যায় না ধুলে টাইপ আরকি। গল্পটা সুন্দর।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: একই স্বভাব দীর্ঘ দিন থাকে না।
সব বদলে যায়। স্বভাবও বদলায়।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

রাফা বলেছেন: ঢেকি স্বর্গে গেলেও সেই ধানই ভানবে । :)
কিন্তু মনুষ্য জাতি'তো নিজেকে পরিশুদ্ধ করতে পারে বলেই আমার বিশ্বাস।

ধন্যবাদ খে.ঘাট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.