নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

হাঁটা খুবই খারাপ

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪০



হাঁটা দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। হেঁটে হেঁটে অফিসে যাওয়া অর্থনীতির জন্য ভয়াল বিপদ।
হাঁটতে হলে গাড়ি লাগেনা। ফলে গাড়ী কেনার জন্য কোনো লোন নিতে হয়না। লোনের লেনদেন হয়না বলে ব্যাংক তার ইন্টারেস্ট পায়না।
সেলসম্যানের গাড়ি বিক্রি হয়না। ফলে-অটো কোম্পানীর আয়ের ঘাটতি হয়। মানুষ জবহীন পড়ে। কোম্পানি বন্ধ হয়ে যায়। এ পেশায় জড়িত প্রতিটি এ্যম্প্লয়ী চাকুরি হারায়। তাদের পরিবারের উপর বিরুপ প্রভাব পড়ে। গাড়ি ছাড়াই হেঁটে অফিসে গেলে- নিজেকে পার্কিং করে রাখতে হয়না। ফলে পার্কিং কোম্পানিগুলো আয় থেকে বন্চিত হয়। গাড়ি থাকলে গাড়ীর জন্য - ফুয়েল কিনতে হয়। কিন্তু নিজের শরীরে জন্য মোবিল,তেল কিনতে হয়না। গাড়ি মেরামত করতে হয়। নাটবল্টু এদিক ওদিক হলে ঠিক রাখতে হয়। কিন্তু হাঁটলে সেটা করতে হয়না। গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার রাখতে হয়। কিন্তু হাঁটার জন্য ড্রাইভার, হেলপার কিছুই রাখতে হয়না। হাঁটা শুরু করলে- ফুয়েল, মেরামত, ড্রাইভার ইত্যাদির কিছুই লাগেনা। যারফলে- ফুয়েল সাপ্লাইয়ার ডিপো, গাড়ীর ম্যাকানিক শপ ইত্যাদির লাল বাতি জ্বলে। গাড়ীর ড্রাইভার চাকরি হারা হয়। দেশের বেকারত্বের সাথে নতুন বেকারের সংখ্যা যোগ হয়। গাড়ি না থাকায় গাড়ীর ইন্সুরেন্স বিক্রি করতে না পারায় ইণ্সুরেন্স কোম্পানিগুলোও হায় হায় করে। গাড়ী চালালে রাস্তার ক্ষতি হয়। রাস্তা মেরামত বা নতুন রাস্তা তৈরি করতে হয়। এসবের সাথে শত শত পেশার মানুষ জড়িত। শুধুই হাঁটলে -এসবের সাথে জড়িত অগণিত মানুষের কি হবে- একবার কি ভাবছেন। গাড়ি না থাকলে ট্রাফিক নাই, ট্রাফিক না থাকলে ট্রাফিক পুলিশ নাই। ওনাদের কি হবে?? একটিবার ও কি ভাবছেন। জ্বিনা ভাবেন নি। শুধুই হাঁটছেন। এছাড়া হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে। ফলে- ডাক্তার রোগী হারায়। ফার্মাসিউটিকাল কোম্পানিগুলো ঔষধ সাপ্লাই বন্ধ হয়ে যায়। একমাত্র হাঁটা- ক্লিনিক, হাসপাতাল, ডায়াগোনিস্ট সেন্টার, ফার্মাসিউটিকাল কোম্পানিকে একেবারে পথে বসাতে পারে।

এসবের কোনো কিছু আমলে না নিয়েই শুধুই হাঁটছেন আর হাঁটছেন। এভাবে হাঁটতে থাকলে দেশের অর্থনীতির যে সামনে ভয়াবহ বিপদ- একবারও কি ভেবে দেখেছেন?????

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যে কারণে ভদ্রলোককে হেটে অফিসে যেতে হচ্ছে সেই কারণটি দূর করার কথা কি তিনি বা তার কমরেডরা মোটেই ভাবেন না ?

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: আমরা তো হাটি, কিন্তু ব্লগে পোষ্ট আসেনা। এই হাটা লোকটি কে?

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: হাটার ক্ষতিকর প্রভাব তো দেখছি খুবই মারাত্বক =p~

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যে রাস্তাটি দিয়ে উনি হাটছেন সেই পথটি অনেক অপরিস্কার। ময়লা আবর্জনা কে পরিস্কার করে

৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩২

রাফা বলেছেন: সর্বোপরি নিজের জিবন বাচানোর জন্য হাটা খুবই জরুরী।সময় মত অফিসে পৌছানোর জন্য আরও বেশি জরুরী।সো- হাটা চলতে থাকুক ।তোরা যে যা বলিস ভাই ,তবু আমারা হাটাহাটি চাই।

ধন্যবাদ,খে.ঘাট।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫০

উম্মু আবদুল্লাহ বলেছেন: বাংলাদেশে কি সেরকম ফুটপাত রয়েছে নাকি যে হাটার কথা বলছেন?

৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অমন করে বলোনাগো তুমি
বুকে আগুন জ্বারীওনা তুমি - - -

হা হা হা

লোক দেখানো নয়
ষ্টন্ট নয়
বিম্বাসের গহন থেকে
যদি হাটো, তবে পুরো দেশ হাটবে
তোমার সাথে!

সকল ক্ষয়ক্ষতির আশংকাকে উড়িয়ে দিয়েই হাটবে!
এই পথ যদিনা শেষ হয় -অনুববে হাটবে!

হামাগুড়ি থেকে উঠে দাড়াও বাংলাদেশ! হাটো।
চমকানো রাজনীতি ছেড়ে- প্রকৃত গণতন্ত্র, বাক স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের সত্যি চেতনায় হাটো!
ভোটাধিকার কেড়ে - সস্তা ষ্টান্টে নয়! হাটা হোক বিশ্বাসের দৃঢ়তায়!

৮| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৪

ঢাবিয়ান বলেছেন: এখন বাকি আছে কেবল হামাগুড়ি দিয়ে অফিস যাওয়া !!

৯| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমন করে বলোনাগো তুমি
বুকে আগুন জ্বলিওনা তুমি - - -
হা হা হা

লোক দেখানো নয়
ষ্টান্টবাজি নয়
বিশ্বাসের গহন থেকে
যদি হাটো, তবে পুরো দেশ হাটবে
তোমার সাথে!

সকল ক্ষয়ক্ষতির আশংকাকে উড়িয়ে দিয়েই হাটবে!
এই পথ যদিনা শেষ হয় -অনুভবে হাটবে!

হামাগুড়ি থেকে উঠে দাড়াও বাংলাদেশ! হাটো।
চমকানো রাজনীতি ছেড়ে- প্রকৃত গণতন্ত্র, বাক স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের সত্যি চেতনা ফিরিয়ে দিয়ে হাটো!
ভোটাধিকার কেড়ে - সস্তা ষ্টান্ট নয়! হাটা হোক বিশ্বাসের দৃঢ়তায়!

@ আগের কমেন্টের টাইপো দেখে নিজেই লজ্জ্বা পেলুম!
তাই সংশোধিত পুন: মন্তব্য :)

১০| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই হাটায় হইবে না আরো জোরছে হাটতে হবে বলে দিলুম। =p~
সকালের জগিং সস্থ্যের জন্য যেমন বেশ উপকারী তেমন পকেটও ফাকা হয়না :P ;)

১১| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫

ম্যাড ফর সামু বলেছেন: সকাল বেলায় এত মজাদার একটা পজেটিভ-নেগেটিভ ফান পোষ্ট। উফ্ ভাবতে ভালই লাগছে, দেশ এগিয়ে যাচ্ছে। ভাইরে ভাই এত্ত আইডিয়া কই পান আপনারা... সত্যি মেধা বটে! ব্যাপক বিনোদিত হইলাম! :`> =p~

১২| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: হাঁটা হাটিহাটি করা ভালো।
আমি খুব হাঁটাহাঁটি করি।
এজন্য আমার কোনো অসুখ বিসুখ হয় না।
টাকাও বাঁচে, ডাক্তারের কাছেও যেতে হয় না।
সবচেয়ে বড় কথা রাতে ভালো ঘুম হয়।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহহাহা। হাসতে হাসতে শ্যাষষষষ

খোঁচাটা খুব সুক্ষ্ম এবং চরম হইছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.