নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

কোথায় গেলেন সত্য

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৩

মিডিয়া দেখি, পত্রিকা দেখি ,
যুক্তি দেখি, তর্ক দেখি
টকশো দেখি নিত্য।
কবি দেখি, কবিতা দেখি
গদ্য দেখি, প্রবন্ধ দেখি
শুধু দেখিনা কোনো সত্য।

টিভি দেখি, বিবি দেখি,
নেতা দেখি, নির্বাচন দেখি
দেখি নানান তথ্য।
ডানে দেখি, বায়ে দেখি,
ভিতর বাহির সব দেখি,
শুধু দেখিনা কোনো সত্য।

ব্যলট দেখি, বুলেট দেখি,
আইন দেখি, শৃঙখলা দেখি,
দেখি নানারোগের পথ্য।
ঘুষ দেখি, মুনাফা দেখি,
উন্নয়নের নমুনা দেখি,
শুধু দেখিনা কোনো সত্য।

মিটিং দেখি, সিটিং দেখি
নানা কথার চমক দেখি,
দেখেই ভরে চিত্ত।
হাঁটা দেখি, ঝাড়ু দেখি,
ম্যানহোলের গর্ত দেখি,
শুধু দেখিনা কোনো সত্য।











মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা কথামালায়



দারুণ লিখেছেন ভাই সুন্দর কথামালায় কাব্য,
সবই দেখছি আগের মত দেখিনা কেবল সত্য।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২৩

রাফা বলেছেন: সত্য এখন নির্বাসনে…
কাজেই সত্যের দেখা পেতে হলে-
ফিরিয়ে এনে সস্থানে প্রতিস্থাপন করতে হবেই।

বরাবরের মত চমৎকার ছন্দময় কবিতার জন্য-ধন্যবাদ,খে.ঘাট।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৪

নষ্টজীবন® বলেছেন: দারুণ কাব্য, মুগ্ধতা রইল কথাগুলোতে

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: এটা মিথ্যাত্র জগত। এখানে সত্য নেই।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

সনেট কবি বলেছেন: সুন্দর।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.