নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

নুহাশ হুমায়ূন একটা বিজ্ঞাপন-চিত্র

২৪ শে মে, ২০১৯ রাত ৮:৪৫

নুহাশ হুমায়ূন একটা বিজ্ঞাপন-চিত্র বানিয়ে বেচারা এক কঠিন সমালোচনার মুখে পড়েছে। এটা নাকি বাস্তব না।
আরে, পৃথিবীর কোনো বিজ্ঞাপন-চিত্রই বাস্তবতাকে উদ্দ্যেশ্য করা বানানো হয়না। এখন, বাস্তবতার সাথে শতভাগ মিলে গেলে ভালো। আর না মিললেও ক্ষতি নেই। বিজ্ঞাপন-চিত্র বানানোর মূল উদ্দ্যেশ্যই হলো- বানানো বিজ্ঞাপনটি মানুষের কাছে পৌঁছাতে পেরেছে কিনা।
বাংলাদেশের বেশীর ভাগ মানুষ মুসলমান। চলছে এখন রমজান মাস। নুহাশ এ দুটো জিনিসকে টার্গেট করে তার চিত্রটি নির্মাণ করেছে এবং সে সফল হয়েছে। এখন, এটা নৈতিক বা অনৈতিক, বাস্তব , অবাস্তব এটা বিবেচ্য বিষয় নয়।
কিছুদিন আগে মেয়েদের পার্সের একটা বিজ্ঞাপন দুনিয়া ব্যাপী ভাইরাল হয়েছিলো। এক মেয়ে লেকের পাশে দাঁড়িয়ে সেলফি তোলতে গেলে-হঠাৎ করে একটা কুমির এসে মেয়েটার আপাদমস্তক গিলে ফেলে। কয়েক সেকেণ্ড পর দেখা যায় মেয়েটির ব্যাগটি পানির ওপর ভেসে ওঠেছে এবং ব্যাগটির কিছুই হয়নি। এতোটুকুই বিজ্ঞাপন এবং এটি পুরোপুরি সফল।
এখানে কেউ বাস্তবতা খুঁজতে যায়নি। ঐখানে কুমির আসলো কেমনে? ফাজিল মেয়ে একা একা গেলো কেমনে। কুভ বালো হয়েছে-মেয়েটারে কুমিরে খেয়েছে- ইত্যাদি আজগুবি কথা কেউ বলেনি।

এইযে গ্যাম অব থ্রনস নিয়ে পুরো দুনিয়া গত সপ্তাহে এক উন্মাদনায় হারিয়ে গেলো- হ্যারি পটার সিরিজ শুধু শিশু , কিশোর না বুড়োদেরও ফ্যান্টাসির জগতে ভাসিয়ে দিলো- মার্বেলের ছবিগুলো পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিলো -কই কেউতো বাস্তব না বলে-এড়িয়ে যায়নি। বরং ছবিগুলো বিশাল অংকের মানুষের কাছে পৌঁছাতে যা করা দরকার পরিচালক তাই করেছেন এবং শতভাগ সফল হয়েছেন।

নুহাশের ব্যাপারে আরেকটি অভিযোগ হচ্ছে- সে নাকি বাপের খ্যাতিকে কাজে লাগিয়ে ওপরে ওঠার ধান্দায় আছে।
কেন- রাজনীতিবিদদের ছেলে-মেয়েরা যদি একচেটিয়াভাবে বাপ-চাচার খ্যাতিকে কাজে লাগাতে পারে, তবে সে এতোটুকু পারবে না কেন?

তবে হ্যাঁ,ভবিষ্যতে ফোনের বিজ্ঞাপন বানাতে যদি একেবারে শতভাগ বাস্তবসম্মত গল্পের প্রয়োজন হয় - নুহাশ সহ অন্যান্য নির্মাতারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এক মিনিটের নির্ভেজাল ২৪ ক্যারটের খাঁটি গল্প আমার কাছে আছে। প্রথম আলো'র গল্প লেখা প্রতিযোগিতায় প্রথম হয়ে আমার এই আত্মবিশ্বাসটুকু আছে-কীভাবে বিষমুক্ত একেবারে আমজনতার জন্য স্বাস্থ্যসম্মত অতি পুষ্টিকর শতভাগ হালাল গল্প তৈরি করতে হয়।
বড়ই অদ্ভূত!! হিংসা আর বিদ্বেষে সবাই জ্বলে , পুড়ে মরছে।
আর হাজারটা অনৈতিকতার মাকড়শার জালে আটকানো জাতি একটা তিন মিনিটের বিজ্ঞাপনে নৈতিকতা আর বাস্তবতার তালাশ করছে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: নুহাশের কোনো দোষ নেই।
এটা সহজ ভাবে দেখা উচিত।

২| ২৫ শে মে, ২০১৯ সকাল ১১:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের উন্নতি হয় না এই অতি চেতনা'র কারণে। যে কোন তুচ্ছ বিষয়ে চেতনা নিয়ে আসা...

৩| ২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিজ্ঞাপনটির লিঙ্ক তো দিলেন না। দেখতাম।

২৬ শে মে, ২০১৯ সকাল ৭:৩৭

খেয়া ঘাট বলেছেন: https://www.youtube.com/watch?v=HzealIAU2bI

৪| ২৬ শে মে, ২০১৯ ভোর ৪:৫৫

মেঘ প্রিয় বালক বলেছেন: বিজ্ঞাপনটা অনেক খুজেছি,,,পাইনি।

২৬ শে মে, ২০১৯ সকাল ৭:৩৮

খেয়া ঘাট বলেছেন: https://www.youtube.com/watch?v=HzealIAU2bI

৫| ২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:৪৮

মেঘ প্রিয় বালক বলেছেন: বিজ্ঞাপনে খারাপ কোন ইংগিত পাইনি। প্রথম অংশে যেটা ছিল, সেটা শুধু একটু হাস্যরসেই জম্ম দেয় মাত্র। এটা বোঝার জন্য শুধু একটু সুস্থ মানসিকতার প্রয়োজন। এখানে খারাপ কোন কিছু নজরে পড়লোনা,এটা নিয়ে যারা সমলোচনা করেছে তারা আসলেই বর্বর মূর্খ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.