|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১) পাকিস্তান ইসলামিক রিপাবলিক- কিন্তু আজ অবধি কোনো ইসলামিক দল পাকিস্তানের ক্ষমতায় আসেনি।
ভারত ধর্ম নিরপেক্ষ দেশ- কিন্তু  পরপর দুবার ধর্মীয় দল বিপুল ভোটে  জিতে ভারতের ক্ষমতায় এসেছে। 
২) বিশ্বাস করুন আর না করুন-সংখ্যাগরিষ্ট মানুষ সংখ্যালঘুদের খারাপ চোখে দেখে এবং খুব কম মানুষই এটা থেকে বের হয়ে আসতে পেরেছে।
৩) বাংলাদেশের অধিকাংশ মুসলমানরা চেয়েছিলো ভারতে একটা ধর্ম নিরপেক্ষদল ক্ষমতায় আসুক। কিন্তু এরাই আবার নিজেদের দেশে ধর্মনিরপেক্ষ দলকে ক্ষমতায় দেখতে চায়না।
৪) স্বাধীনতার পর এই প্রথম সিপিআই ( কম্যুনিস্ট পার্টি অব ইণ্ডিয়া) একটি আসনও পায়নি।
৫) শিক্ষা, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে উন্নত কেরালায় একটি আসনও বিজেপি পায়নি।
৬) সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার এক অনন্য রেকর্ড  উপহার দিয়েছে ভারত।  "ভোট কেন্দ্রে গিয়ে দেখে  ভোট আগেই দেয়া হয়ে গেছে"-এরকম কেউ বলেনি।
৭) নির্বাচনে হারার পর বিজয়ী দলকে অভিবাদন জানানোর পাশাপাশি দলীয় পদ ছেড়ে দেওয়ারও ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী।
৮) নেহেরুর  পর মোদীই একমাত্র নেতা যিনি পরপর দুবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন।  
৯) নায়িকা মিমি, নায়িকা  নুসরতরা যারা গ্লাভস ছাড়া মানুষের সাথে হ্যাণ্ডসেক করেনা তারা নাচা গানা করেই এমপি হয়ে গিয়েছে। কিন্তু সত্যিকারের গণমানুষের  নেতা কানহাইয়া কুমার, মুহম্মদ সলিমরা ফেল করেছেন।
১০) আমাদের দেশের কথাই বলিনা কেন। বদির বউ এমপি হয়, কিন্তু ডাক্তার প্রাণ গোপালের মতো মানুষরা নমিনেশনই পায়না। 
 
১১) শিক্ষা রত্ন পুরষ্কার প্রাপ্ত ডাঃ সিংরাজ যিনি জীবনভর মানুষের  সেবা করে, জীবন বাঁচানো ঔষধ বিনামূল্যে বিতরণ করে  অসংখ্য শিশুর জীবন বাঁচিয়েছেন-তিনি নির্বাচনে হেরেছেন। আর যিনি গোমূত্র সেবনে ক্যান্সার দূর হয় বলেছেন-সেই প্রগ্গা দেবী বিপুল ভোটে জিতেছেন।
১২) ভেড়ার পালে দুয়েকটা বাঘ থাকলেও গণতান্ত্রিক ভোটে ভেড়াদেরই জয় হয়- কারণ- গণতন্ত্রে ভেড়া আর বাঘ দুটোরই সমান ভোট।  সেজন্যই সক্রেটিস এই ভেড়া গণতন্ত্রের চরম বিরোধী ছিলেন। 
১৩) যে জাতির সংখ্যাগুরু মানুষ যে রকম-সে জাতির নেতাও হয় তেমন। নাগরিক যেমন তার নগরও তেমন।  নাগরিকরাই নগর তৈরি করে। নগর নাগরিক তৈরি করেনা।  
 ১০ টি
    	১০ টি    	 +৭/-০
    	+৭/-০২|  ২৫ শে মে, ২০১৯  রাত ১২:৩২
২৫ শে মে, ২০১৯  রাত ১২:৩২
ইব্রাহীম আই কে বলেছেন: লেখাট কোথাও মনে হয় পড়েছিলাম।
সংগৃহীত না কি?   
  
১০ নম্বর পয়েনটটাকে বাংলাদেশে এপ্লাই করার জন্য চেষ্টা চালানো হলে কি হতে পারে বলে মনে হয়?
  ২৫ শে মে, ২০১৯  ভোর ৪:০৪
২৫ শে মে, ২০১৯  ভোর ৪:০৪
খেয়া ঘাট বলেছেন: সংগৃহীত না। হয়তো ফেসবুকে পড়েছেন।
৩|  ২৫ শে মে, ২০১৯  সকাল ৮:০৫
২৫ শে মে, ২০১৯  সকাল ৮:০৫
রাজীব নুর বলেছেন: ১৩ টা পয়েন্ট'ই ভালো।
৪|  ২৫ শে মে, ২০১৯  বিকাল ৪:৪৩
২৫ শে মে, ২০১৯  বিকাল ৪:৪৩
টারজান০০০০৭ বলেছেন: ভালো লাগলো। ভারতের জনগণ কসাইরেই দ্বিতীয়বার নির্বাচিত করিয়াছে ভারতকে বৃহত্তর কসাইখানায় পরিণত করিতে !
৫|  ২৫ শে মে, ২০১৯  রাত ৯:২১
২৫ শে মে, ২০১৯  রাত ৯:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিক্ষা, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে উন্নত কেরালায় একটি আসনও বিজেপি পায়নি। 
পুরো ভারত যদি কেরালার মত উন্নত হত তাহলে বিজেপির ভবিষ্যৎ কি হত?
৬|  ২৫ শে মে, ২০১৯  রাত ১১:৩৯
২৫ শে মে, ২০১৯  রাত ১১:৩৯
ওসেল মাহমুদ বলেছেন: গাজী ভাই যথার্থ বলেছেন : "এক ভেঁড়া যেদিকে রওয়ানা হয়, সেব ভেঁড়াই সেইদিকে রওয়ানা হয়; ভেড়াদের দলপতি ভেঁড়াই হয় " তবে কেরালা ব্যতিক্রম ! কারণ সুশিক্ষা ! আশা করি পুরো ভারত সহ আমাদের দেশেও সুশিক্ষিত মানুষেরা সব কিছু পাল্টে দেবে !
৭|  ২৫ শে মে, ২০১৯  রাত ১১:৪৮
২৫ শে মে, ২০১৯  রাত ১১:৪৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। প্রতিটি ফ্যাক্টর নোটওয়ার্দী।
পোস্টে প্লাস। + +
৮|  ২৬ শে মে, ২০১৯  ভোর ৪:৪৭
২৬ শে মে, ২০১৯  ভোর ৪:৪৭
মেঘ প্রিয় বালক বলেছেন: কথাগুলো চরম সত্য। প্রত্যেকটি কথা সুন্দর করে বুঝিয়ে বলেছেন।
৯|  ২৬ শে মে, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৯
২৬ শে মে, ২০১৯  সন্ধ্যা  ৬:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: গুড পোস্ট  
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৯  রাত ১১:২২
২৪ শে মে, ২০১৯  রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
এক ভেঁড়া যেদিকে রওয়ানা হয়, সেব ভেঁড়াই সেইদিকে রওয়ানা হয়; ভেড়াদের দলপতি ভেঁড়াই হয়। ভারতের নিম্নবর্ণ ও অন্য ধর্মের লোকঝনের জীবন কঠিন হয়ে যাবে।