নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

আজ বিশ্ব পরিণয় দিবস

০৩ রা জুন, ২০১৯ রাত ৮:৪২


আজ "বিপদি"- মানে "বিশ্ব পরিণয় দিবস"। আর ইংরেজিতে World Marriage Day- বা WMD মানে Weapon of Mass Destruction :) বাংলায় হয় বিপদি আর ইংরেজিতে বিধ্বংসী। কী অদ্ভূত মিল দেখেছেন:)

বিয়ে কারো জন্য ফুল, কারো জন্য ভুল। কারো জন্য মহব্বত, কারো জন্য বিষের শরবত। শাদি কারো জন্য আবাদি আর কারো জন্য বরবাদি।
এক লোক রাস্তা দিয়ে হাঁটছে- হঠাৎ এক গায়েবী আওয়াজ আসলো। জনাব , আপনি এক্ষুণি থামেন। সামনে আপনার কঠিন বিপদ। লোকটি থামতে না থামতেই-বিরাট এক একসিডেন্ট হলো। লোকটি বেঁচে গেলো।
কিছুদিন পর আবার- লোকটি হেঁটে ব্রীজে ওঠছে। আবার গায়েবী আওয়াজ। জনাব, আপনি ব্রীজে ওঠবেন না। থামেন। লোকটি থামলো। ব্রীজটি ধ্বসে পড়লো।
এবার লোকটি বললো- এই যে দয়াবান- আপনি আসলে কে? বারবার আমাকে বিপদ থেকে হেফাজত করছেন।
আমি এক এন্জেল। আমার কাজই হলো- আপনাকে যাবতীয় বিপদ-আপদ থেকে রক্ষা করা।
তা ভাই, এন্জেল। গত বছরের ২০ তারিখ আপনি কোন জেলে ছিলেন।
কেন ঐ দিন কি হয়েছিলো?
ঐ দিনইতো আমার জীবনের চূড়ান্ত বিপদ ঘটেছিলো। আসল বিপদ থেকে বাঁচাতে পারেন নাই। এখন ছোটখাটো বিপদ থেকে উদ্ধার করছেন। ঐ দিন আমার বিয়ে হয়েছিলো ।

জাজ সাহেব আসামীকে বলছেন- হয় তুমি বিয়ে করবা। না হয় দশ বছরের জেল খাটবা।
দশ বছর পর লোকটি কাঁদছে। যদি বিয়ে না করতাম -তবে, আজ আমি জেল থেকে মুক্তি পেতাম।

সংসার কীভাবে সুখের করা যায়- তা নিয়ে জটিল একখান পরামর্শ দিয়েছেন- আম্রিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ। ক্যান্ডল লাইটের আলো জ্বলবে, রোমান্টিক মিউজিক বাজবে। সংসারের সুখের জন্য এমন পরিবেশে সপ্তাহে দুই দিন রেস্তোরায় ডীনার করতেই হবে। আমরাও তাই করি। আমি যাই মঙ্গলবার আর আমার বউ যায় শুক্রবার :) :)

বুশ যেমন বলেছেন। তেমনি মিঃ আল গোরও বিয়ে নিয়ে একখান গুরুতর কথা বলেছেন। বিয়ের পর স্ত্রী আর পতি। জীবনে দুজনেরই দূর্গতি। দুজনেই যেন-এক মুদ্রার দুটো সাইড। কেউ কারো মুখ দেখেনা। কিন্তু তারপরও একসাথে থাকে।

বিয়ের শুধু নেগেটিভ না- পজেটিভ দিক ও আছে । মহান সক্রেটিস তাই সবাইকে বিয়ে করার পরামর্শ দিয়ে বলেছিলেন- যত তাড়াতাড়ি পারো বিয়ে করে ফেলো। বিয়ে হয়- তোমাকে সুখী বানাবে না হয় দার্শনিক বানাবে।

বিয়ে সত্যিই এক লোককে এই আমেরিকায় দার্শনিক বানিয়েছে । চল্লিশ বছরের দাম্পত্য জীবনের পর বউ জানলো যে- তার স্বামী আসলে বোবা না। বউয়ের সাথে কথা না বলার ফন্দি হিসাবে বোবা হওয়ার ভান ধরে চল্লিশ বছর কাটিয়ে দিয়েছে। বোবা দার্শনিক হওয়ার কেসে লোকটি এখন ফেসে গেছে এবং বেচারা স্বামী এখন আসামী হয়ে জেলে আছে।

নিউ ইয়র্কের সাবেক মেয়র মিঃ রুডি জুলিয়ানি- একবার বলেছিলেন- আমাকে টেরোরিজমের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জীবনে আমি দুবার বিয়ে করেছি।

আমার প্রিয় লেখক তলস্তয় সাহেব বিয়ে নিয়ে সবচেয়ে সরস কথাটি বলেছেন- আমরা স্বামী-স্ত্রী জীবনের কুড়িটি বছর খুব সুখেই ছিলাম। আফসোস! তারপরই আমাদের দেখা হলো এবং বিয়ে হলো।

বারাক ওবামার কথাটি ইংরেজি না বললে আসল রস পাওয়া যাবেনা- তাই এটা সরাসরি ইংরেজিতেই কোট করছি-
"When you are in love,
Wonders happen.
But once you get married,
You wonder, what happened ".
জটিল কথা না। ঐ যে সক্রেটিস বলেছিলেন বিয়ে দার্শনিক বানাবেই।

বাংলায় প্রচলিত কথা। বিয়ের পর সব সিংহ পুরুষরাই মুষিকে পরিণত হয়। কথাটি পুরোপুরি সত্য না। আসলে বিয়ে হলো শুভলক্ষণ। বিয়ে এক মধুর মিলন। সেজন্যই ইংলিশ রোমান্টিক কবি জন কীটস বলেছেন- “Marriage is a beautiful forest where Brave Tigers are killed by beautiful Deer” :) :) :)
বিয়ে এমনি একখান সুন্দরবন-
যেখানে সুন্দরী মৃগের কাছে সাহসী বাঘ হয় খুন।

তাই বিয়ে কারো জন্য ভালোবাসার স্বর্গ আর কারো জন্য যুদ্ধের দুর্গ। কারো জন্য ফুলের বাগান, কারো জন্য যুদ্ধের ময়দান। কারো বিয়ে কুসুম কুসুম আর কারো বিয়ে সারাক্ষণ ডিসুম ডুসুম।
আপনারটা কেমন- কুসুম কুসুম না ডিসুম ডুসুম ?

সব বিবাহিত ভাই-বেরাদর, বোন সিস্টারদের বিয়ে দিবসে লাল গোলাপের শুভেচ্ছা।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৯ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের ব্লগার নুরু সাহেব নাকি চির-কুমার, সত্য নাকি?

০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০২

খেয়া ঘাট বলেছেন: আপনি কি কুমার???

২| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: বিয়ে না করলে দেশ ও সমাজের উপকার। সর্বোপরি নিজের উপকার।

০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০৯

খেয়া ঘাট বলেছেন: মোদি গদিতে, মমতাও ক্ষমতায় :) :)

৩| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আপনি কি কুমার??? "

-আমি নিজকে চির-কুমার বলে চালানোর কথা ভেবেছিলাম, কিন্তু আমার শত্রুর সংখ্যা হিসেবে করে, চুপ হয়ে গেছি।

০৩ রা জুন, ২০১৯ রাত ৯:১০

খেয়া ঘাট বলেছেন: চির কুমার না বলে কি পুরোপুরি শত্রুমুক্ত হতে পেরেছেন????

৪| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০৯

সাকলায়েন শামিম বলেছেন: বিয়েটা প্রয়োজন মানে একটা সরকারী ভাবে কোন দলিলের দ্বারা দু’জন মানুষের চুক্তিনামা। এইটুকুই তবে ধর্মিও যেসব নিয়ম জড়িয়ে আছে বিয়ে নিয়ে সে সব কোন দরকার নেই ।

০৩ রা জুন, ২০১৯ রাত ৯:২৩

খেয়া ঘাট বলেছেন: ঠিক বলেছেন।

৫| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রচনা সুন্দর হয়েছে।

০৩ রা জুন, ২০১৯ রাত ৯:৪০

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ

৬| ০৪ ঠা জুন, ২০১৯ ভোর ৫:০৪

কথার ফুলঝুরি! বলেছেন: হা হা হা =p~ মজা লাগলো। বিয়েকে একটা রহস্য বলিতে পারেন, ইহা সমাধান করিয়া কার ভাগ্যে কি জুটিবে বলা মুশকিল ;)

৭| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

জটিল বিয়ে কোটেশন উপাখ্যান!
ওবামা বেচারার রসবোধ প্রখরই বলতে হয় ;)

অগ্রিম ঈদ শুভেচ্ছা

৮| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১:৫৫

নাসির ইয়ামান বলেছেন: এগুলা দিবস টিবস আমার ভাল্লাগেনা.
এগলা মূর্খদের আড়ম্বড়রতা!

৯| ০৪ ঠা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: চেই হইচে :D

খিকজ B-))

১০| ১৯ শে জুন, ২০১৯ ভোর ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


বিয়েই মানুষকে পুর্ণতা প্রদান করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.