![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) কোনো সিক্রেটই দীর্ঘসময় সিক্রেট থাকেনা।
২) রয়েল ফ্রেন্ডের চেয়ে লয়েল ফ্রেন্ডের গুরুত্ব বেশী।
৩) ওয়েল্থি লাইফের চেয়ে হেল্থি লাইফের প্রয়োজন বেশী।
৪) বিউটিফুল ওয়াইফের চেয়ে লাভিং ওয়াইফ সংসারের জন্য ভালো।
৫) ম্যানশন ভাড়া করে থাকার চেয়ে নিজের মালিকানাধীন কুঁড়েঘরে থাকা জরুরী।
৬) একশত টাকার ডিজএগ্রিমেন্টের জন্য মিলিয়ন ডলারের সম্পর্ক নষ্ট করে ফেলা বোকামি।
৭) অধিক ব্যয় করে বিয়ে করলেই সংসার সুখেরও হয়না, টিকেও না। যদি হতো তবে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে চার্লস আর ডায়ানার জীবন সুখের হতো।
পুতিনের ডিভোর্স হতোনা।
৮) লোভ রাজাকে দাশ বানায় আর ধৈর্য্য দাশকে রাজা বানায়।( ইমাম গাজ্জালী)
৯) আপনার মেয়েকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে শিখান। যাতে সে বড় হয়ে একজন সঙ্গী পায়। মনিব না।
আর আপনার ছেলেকে গৃহস্থালী কাজগুলো ভালো করে শিখান। যাতে সে বড় হয়ে একজন সঙ্গী পায়। দাসী না । (সংগৃহিত)
১০) হুজুরকে প্রার্থণা করুন না বলে বলুন প্রার্থণাটা শিখিয়ে দিন।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ভালো বলেছেন ভাই
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবগুলো উপদেশ মতো চলতে পারলে
সে আর মানুষ থাকবেনা, মহা মানব হবে।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: ১০ টাই সুন্দর।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুবচন নির্বাসনে।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২১
নীল আকাশ বলেছেন: ৮, ৯, ১০ খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর লেগেছে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৯) চিন্তা ভাবনা মেয়েলী ধরনের।নারী-পুরুষের উর্ধ্বে উঠে মানুষের মতো চিন্তা ভাবনা করা আর শিখতে পারলেন না।