![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করোনা ভাইরাসজনিত কারণে অর্থনৈতিক সংকট থেকে উত্তোরনের জন্য আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের প্রপোজালঃ
১) এপ্রিল মাসের ছয় তারিখ প্রথম চ্যাক মেইল করা হবে এক হাজার ডলার- প্রতি জনের জন্য।
২) মে মাসের আঠারো তারিখে ২য় চ্যাক মেইল করা হবে এক হাজার ডলার করে- প্রতি জনের জন্য।
৩) মোট এক ট্রিলিয়ন ডলার ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে আমেরিকার সব নাগরিকের সেবায় ব্যয় করা হবে।
৪) ৫০ বিলিয়ন ডলার এয়ার লাইনস ইন্ড্রাস্টির জন্য বরাদ্দ করার পরিকল্পনা নেয়া হয়েছে।
৫) ৩০০ বিলিয়ন ডলার ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বরাদ্ধ করার পরিকল্পনা নেয়া হয়েছে।
৬) যে সব পরিবার আর্থিক সংকটে আছে সে সব পরিবারকে পে রোল ট্যাক্স কাটের সুবিধা দেয়ার পরিকল্পনা আছে।
৭) অনেক সিনেট সদস্যরা প্রস্তাব এনেছেন পে রোল ট্যাক্স কাট না করে সরাসরি ব্যাংক একাউন্টে ডাইরেক্ট অর্থ ডিপোজিট করে দেয়ার জন্য।
৮) কলরাডো, নিউজার্সি আর ওহাইয়োর সিনেট সদস্যরা প্রস্থাব করেছেন প্রতি নাগরিককে চারহাজার পাঁচশত ডলার করে দেয়ার জন্য।
৯) সাউথ ক্যারোলিনার সিনেট সদস্য বলেছেন- চেক দেয়ার চেয়ে নিজ নিজ কাজ থেকে যেন নিয়মিত চ্যাক আসে -সেটা দেখাই জরুরি।
১০) আরেকজন সিনেট সদস্য বলেছেন- শুধু চেক পাঠালে কি হবে যদি সেই চেকের টাকা খরচ করার জায়গা না থাকে।
সংকটে, বিপদে একটি দেশ এভাবেই তার নাগরিকের পাশে এসে দাঁড়ায়। Internal Revenue Service এ কর্মরত আমার এক বন্ধুকে বললাম- একটি দেশ বিপদের সময়ে তার নাগরিকদের সেবা দিতে এতো টাকা কোথায় পায়?
সে বললো- নিজ দেশ থেকে বছরে বছরে হাজার হাজার কোটি টাকা পাচার না করলে প্রতিটি দেশই এরকম সংকটময় মুহুর্তে তার নাগরিককে এভাবেই সেবা করার সুযোগ পায়। আর লুটপাট করলে হাজার ডলার করে দেয়াতো দূরের কথা একটা করে মাস্কও তার নাগরিককে দিতে পারতোনা।
২| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৮:৫২
নেওয়াজ আলি বলেছেন: বেশ ।
৩| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে করোনায় মুনাফাখোরদের পোয়াবারো।
৪| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:২১
নীল আকাশ বলেছেন: এইজন্যই তো ভাই সবাই ইউএস'এর ভিসার জন্য লাইন ধরে দাঁড়ায়।
বাংলাদেশে যা অবস্থা, সব টাকা তো রাজনীতিবিদরাই মেরে কেটে শেষ করে দেয়। আমজনতা'কে দেয়া মতো কিছু থাকে নাকি?
৫| ২০ শে মার্চ, ২০২০ রাত ১২:৪১
সাহাদাত উদরাজী বলেছেন: একদম সত্য বলে দিলেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২০ রাত ৩:৫৬
চাঁদগাজী বলেছেন:
সঠিক