নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

কাফকার পুতুল খোঁজা

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৩

বোহেমিয়ান লেখক কাফকা জার্মানির এক পার্কে হাঁটছেন। সেই পার্কে পুতুল হারিয়েছে এক খুকি। কাঁদছে।
কাফকা বললেন- খুকি চলো তোমার পুতুল খুঁজি।
শীতের সন্ধ্যা দ্রুত ফুরোয়। পুতুল খোঁজে রাত হয়। হারানো পুতুল পাওয়া যায়না ।
কাফকা মেয়েটিকে বলেন- কাল তুমি আবার এসো। আমরা আবার পুতুল খুঁজবো।
এভাবে বিকেল এলেই হারানো পুতুলের অনুসন্ধান চলে।

একদিন- কাফকা মেয়েটিকে বলেন- আজকে এক দারুন খবর আছে।
এই দেখো। চিঠি। পুতুলের চিঠি এসেছে। তোমাকে লিখা। আমি পড়ি । তুমি শোনো।
কাফকা পুতুলের লেখা চিঠি-পড়েন। মেয়েটি শুনে।
প্রিয় খুকি। তুমি আমার জন্য আর কেঁদোনা। কেঁদে কেঁদে তোমার পড়ালেখা নষ্ট করোনা। আমি পৃথিবী দেখতে বের হয়েছি। তুমি এখন মন দিয়ে পড়ো। বেশী করে বাবা-মায়ের কথা শুনো। তুমি যখন বড় হবে। তখন তুমিও আমার মতো পৃথিবী দেখতে বের হবে। আমি কিন্তু তোমাকে ভুলে যাইনি। তাই, পৃথিবীর যত কিছু সুন্দর আমি দেখবো। সব কিছু তোমাকে চিঠিতে জানাবো।
চিঠি পড়া শুনে মেয়েটি খুশী হয়।

প্রতিদিন বিকেলবেলা পার্কে আসার আগে কাফকা মেয়েটির জন্য চিঠি লিখে নিয়ে আসেন। চিঠি ভরা নানা রকমের গল্প- কাহিনী ।
মাঝখানে একদিন কাফকা মেয়েটির জন্য একটা পুতুল আনেন।
মেয়েটি বলে- এই পুতুলতো আমার সেই হারানো পুতুল না।
কাফকা তখন খুকীকে আরেকটি চিঠি পড়ে শুনান।
আমিই তোমার সেই হারানো পুতুল। তবে বিভিন্ন দেশ ঘুরে- বয়স বেড়ে আমার চেহারায় একটু পরিবর্তন এসেছে।
মেয়েটি হারানো পুতুলকে ফিরে পেয়ে আনন্দিত হয়।
কাফকার সাথে মেয়েটির এটাই শেষ দেখা।
কাফকা আর পার্কে আসেন নি।
এক বছর পরে কাফকা মারা যান।
মন খারাপের ভিতর খুকিটি বড় হয় । একদিন সে পুতুলের ভিতর কাফকার নাম স্বাক্ষরিত একটা চিঠি পায়।
সেখানে লেখাঃ
জগতে কোনো কিছুই চিরস্থায়ী না। গভীর ভালোবাসাও একটা সময় এসে হারিয়ে যায়। তবে একথাটিও জেনে রাখো-সব
হারানো ভালোবাসা মানুষ আবার অন্যরুপে ফিরে পায়।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.