![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) সারাজীবন তেল চুরি করলেন, চাল চুরি করলেন। গরীবের হক মেরে খেলেন।
শুধু মৃত্যুর আগে কলেমা পড়ে মারা যাওয়ার জন্য দোয়া করলেন।
২) তেল ধীরে ধীরে নীচের দিকে যাচ্ছে। ভালো লক্ষণ। মাটির ওপরে ছিলো। এখন খাটের নীচে। তারপর যাবে মাটির নীচে। এরপর আমরা মধ্যপ্রাচ্য হবো।
৩) এখন শোকে রাখছি, বুকে রাখছি। ফেসবুকে মাতম করছি।
কিন্তু মৃত্যুর আগেতো একটা পিপিই'র ব্যবস্থাও করে দিতে পারিনি।
৪) সমরাস্ত্র কমালে বিশ্বের প্রতি একশ জন নাগরিকের জন্য একজন ডাক্তার বানানো যেতো । প্রতিটি দেশ তার মিলিটারি খরচ কমালে গোাটা দুনিয়াকে পিপিই দিয়ে মোড়ে দেয়া যেতো। কিন্তু এই কথা বলবে কে, শুণবে কে?
৫) একটা গুলির খরচে দশটি পিপিই বানানো যায়। গুলিতো সমরখানায় পড়ে আছে। কিন্তু পিপিইর অভাবে আজ জীবন বাঁচানো ডাক্তাররা মারা যাচ্ছে।
৬) পৃথিবীর যাবতীয় যুদ্ধাস্ত্র একটা ক্ষুদ্র ভাইরাসের সাথে যুদ্ধে পরাজিত হয়েছে।
৭) অবৈধ মানুষের জন্য ডিটেনশান সেন্টার আছে। কিন্তু অবৈধ কোভিড ১৯ এর জন্য পৃথিবীর কোথাও কি কোনো ডিটেনশান সেন্টার আছে ?
৮) ধর্মের দোষ দিয়ে লাভ নাই। কোন ধর্মই মানুষকে আজ কর্মহীন করেনি। করেছে কোভিড ১৯। তার ধর্ম কি?
৯) সবরকমের চুরি , দুর্নীতি করেও একটাই শান্তনা- হালাল মাংস দিয়েতো ভাত খাচ্চি।
আর চায়নায় কেউ মুসলমান হয়েছে শুনে খুব জোরে আমিন বলছি।
১০) হুজুর বয়ান করেছেন- আরেক বছর চায়নায় করোনা ভাইরাস থাকলে সব চায়নীজরা মুসলমান হয়ে যাবে।
এদিকে মনে হচ্ছে আরেক বছর ত্রান কাজ চললে এ দেশের নামধারী সব মুসলমানরা তেল চোর, চাল চোর হয়ে যাবে।
২| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসাধারণ পোস্ট | এই দশটির সবগুলোই চরম এবং অপ্রিয় বাস্তবতা
৩| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: ৯ আর ১০ নম্বর
অতি সত্যি কথন, শুধু আমাদের এইসবে পোষায় না
৪| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: চোরায় না শোনে ধর্মের কাহিনী।
৫| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৫
সাইন বোর্ড বলেছেন: লেখায় দারুণভাবে উঠে এসেছে বাস্তবতা ।
৬| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১১
নেওয়াজ আলি বলেছেন: সময়ের সাথে মিলিয়ে দুর্দান্ত লিখা।
৭| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: যারা চুরী করেছে তারা নির্বোধ।
সামান্য তেল চাল চুরী করা আহাম্মকের পরিচয় দিয়েছে।, গাধার দল।
৮| ১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৬
মনিরা সুলতানা বলেছেন: আডার রুটি কলের পানি
রাইত পোয়াইলে টানাটানি ...।
দেড় মইন্না বস্তা চ্যেয়ারম্যানের নাস্তা ।
৯| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫০
নতুন বটের ফল বলেছেন: হাহাহাহা, ভালোই বলেছেন। সত্যি কথা, মনের কথা। ভালো থাকবেন অনেক বেশি।
১০| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ২:৫৪
বিভ্রান্ত পাঠক বলেছেন: ভাল
১১| ১৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৯
বিজন রয় বলেছেন: ৪, ৫, ৬, ১০ ... +++++