নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

হাবুলর পোষা বিড়াল

০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

ব্যস্ত গলির মুখ। সেখানে হাবলুর পান বিড়ির দোকান। দোকানের এক কোনে হাবুল বিড়ালকে দুধ খেতে দিয়েছে।
এক অতি চালাক মিয়াভাই - হাবুলর বিড়ালের দুধ পান করা দেখে- দোকানে এসে বলেন- একটা সিগারেট দাও। সিগারেট ফুঁকতে ফুঁকতে চালাক মিয়া ভাই বলেন- ব্যবসায় যা মুনাফা করছো- সবতো দেখি বিড়ালের পেটেই চালান করে দিচ্ছো।
হাবলু বলে - হ তাতো দিচ্ছি।
চালাক মিয়া ভাই অতি আশ্চর্য্য হয়ে দেখেন- বিড়াল যে পেয়ালায় দুধ পান করছে- পেয়ালাটি দেখতে অতি নোংরা হলেও মহা মূল্যবান। এর এন্টিক মূল্য হবে কমপক্ষে লাখ টাকা। পেয়ালাটি হাত করতে পারলেই লালে লাল। কিন্তু দোকানদারকে কোনো অবস্থাতেই সেটা বুঝতে দেয়া যাবেনা। বুঝতে পারলেই - ব্যাটা হয় জিনিসটি ছাড়বেনা। না হয় অতি উচ্চমূল্য হাঁকাবে।
কৌশলে পেয়ালাটি নেয়ার উপায় কি?

অতি চালাক মিয়া ভাই বললেন- বিড়ালতো আমিও পুষি। ঘরে দুধের গাভীও আছে। বেচবা নাকি তোমার বিড়াল।
না , পান বিড়ি বেচি। কিন্তু শখের পোষা বিড়াল বেচিনা।
না বেচলে কি হবে। আমিও মহাজন মানুষ। একবার যে জিনিস পছন্দ করি- সেটা না নিলেতো ভাই-আমার চলেনা।
বিড়ালের দাম যা চাইবা তাই দেবো। এই নাও পাঁচ হাজার টাকা।
হাবুল বলে- আপনিও মহাজন মানুষ। আমিও ছোট দোকানদার। কি আর করা। যান নিয়ে যান। তবে একটু আদরে রাখবেন।
চালাক মিয়া ভাই- বিড়াল কোলে নিয়ে আদরে করতে করতে বলেন- বিড়ালতো বিক্রি করে দিলা। এখন এই পুরানো-নোংরা-পেয়ালাটি রেখে আর কি করবা। এই নাও আরো পাঁচশ টাকা। পেয়ালাটিও দিয়ে দাও।

হাবলু একটা সিগারেট এগিয়ে দিতে দিতে বলে- এই নেন মন ভরে আরেকটা সিগারেট খান। এটার দাম দিতে হবেনা।
তবে, দুঃখিত । আপনি পোষা বিড়াল চেয়েছেন। বিড়াল পেয়েছেন। কিন্তু পেয়ালাটি মিয়া ভাই বিক্রি করা যাবেনা। এটা দিয়েইতো আসল ব্যবসা করছি। আর এই পেয়ালা দেখিয়েই এ পর্যন্ত শখানেক বিড়াল বিক্রি করে দিয়েছি।

মন্তব্য ১৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: বাহ, দারুণ তো, কি চমৎকার গল্প! বেশী চালাকি ভাল নয়, সহজেই ঠকতে হয়!
গল্পে ভাল লাগা + +।

২| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:০৯

বিজন রয় বলেছেন: চালাকের চালাক। আর লেখক বুদ্ধিমান।

৩| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:


বুদ্ধিমান বিড়াল ব্যবসায়ী

৪| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:১২

জুন বলেছেন: হা হা হা দারুন মজার =p~

৫| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:২০

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ রইলো।

৬| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:৪২

নেওয়াজ আলি বলেছেন:   দারুণ লেখা , বেশ । 

৭| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:৪৯

অচেনা সমুদ্রের নাবিক বলেছেন: “এটা দিয়েইতো আসল ব্যবসা করছি”

অসাধারন । সত্যিই পাঁকা ব্যবসায়ীরা আমাদের দিয়ে এভাবেই তাদের নিজেদের স্বার্থ উদ্ধার করে নিচ্ছে আর আমরা ও নিজেদের খুব চালাক ভেবে প্রতিনিয়ত ই তাদের পাতা ফাঁদে পা দিচ্ছি..

৮| ০২ রা জুলাই, ২০২০ রাত ৮:৫১

মোছাব্বিরুল হক বলেছেন: অসাধারণ

৯| ০২ রা জুলাই, ২০২০ রাত ১১:২৫

আনমোনা বলেছেন: =p~ =p~ =p~

১০| ০৩ রা জুলাই, ২০২০ সকাল ১১:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ!

১১| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর গল্প।

১২| ০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শঠে শঠাং!!
যেমন ওল তেমন বাঘা তেতুল !!!

১৩| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৮:২০

পদ্মপুকুর বলেছেন: =p~ অতি চালাকের গলায় দড়ি!

১৪| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:৩৬

ঘুটুরি বলেছেন: দারুন। অতি চালাকের গলায় দড়ি

১৫| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ২:২০

কল্পদ্রুম বলেছেন: বুদ্ধিমান ব্যবসায়ী।

১৬| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫১

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাঃহাঃ। চমৎকার।

১৭| ১০ ই জুলাই, ২০২০ রাত ১১:২২

আকিব ইজাজ বলেছেন: =p~ =p~ =p~ =p~
মজার গল্প, যদিও আমাদের চারিপাশ জুড়ে এমন লোকজনেই ভরপুর। প্রথমে লোভ লাগানো বাটিটি দেখিয়ে আকর্ষন টেনে শেষে দুধ বেঁচে বাটি নিজের কাছেই রেখে দেয় তারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.