নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার ছাগল না।

২৪ শে জুলাই, ২০২০ রাত ৯:৫২

ঘটনা আফ্রিকার। ঘটেছে বুরুন্ডিতে । এক বক্তা বলেছিলেন- দেশের এমন উন্নয়ন করবেন- শুধু মানুষ না গরু-ছাগল-গাঁধা -ভেড়া পর্যন্ত মানুষের মতো মানুষ হয়ে যাবে। সব কিছুই লাইনে চলে আসবে। এরপর থেকে চাচা রাস্তায় রাস্তায় খুঁজছেন। কিন্তু পাচ্ছেন না।


এক কর্মী এসে চাচাকে বললেন- চাচা ঠিক জায়গায় না খুঁজে নকল জায়গায় খুঁজলে কিছু হবে। কিছুই পাবেন না। আগামীকাল মিটিং এ আসেন। জীবনে যাই খুঁজছেন। তার সন্ধান পাবেন।
চাচা বলেন- সত্যি পাবোতো।
জ্বি চাচা অবশ্যই পাবেন।

চাচাকে শ্রোতার আসনে বসানো হয়।

বক্তা বক্তৃতা শুরু করেছেন।

আশে পাশের অনেকেই চলে গেছে। কেউ ঘুমিয়ে গেছে। শুধু চাচা জেগে আছেন।
বক্তৃতার মণ্চ থেকে বক্তা খুব নজর দিয়ে চাচাকে দেখেন। বক্তা খুশী। অন্ততঃ একজন মানুষ তার বক্তৃতা মনে দিয়ে শুনছে। হবে। হবে। এ জাতির উন্নতি হবে।

বক্তার কোনো কথায় - চাচা মাথা ডানে বায়ে নাড়েন। কোনো কথায় মাথা উপর নিচ করেন।
এভাবে, বক্তার বক্তৃতাও চলছে। চাচার মাথা উপর নিচ- ডানে বায়ে করাও চলছে।
একসময় বক্তার বক্তৃতা শেষ হয়। এখন নিয়ম হলো শ্রোতার সাথে হ্যান্ডশেক করতে হবে। হাস্যমুখে কায়দা করে একটা ছবি তোলতে হবে। সেই ছবি ফেসবুকে পোস্ট করতে হবে। বক্তা হেঁটে হেঁটে স্রোতার দিকে আসতে থাকেন।
চাচাও মাথা ওপর নিচ করতে থাকেন।

চাচা আপনি কে? মাঝে মাঝে মাথা উপর নিচ আবার মাঝে মাঝে মাথা ডানে বায়ে করেন। কারণ কি?

চাচা বলেন- আমি কেউ না। আমি সামান্য একজন কৃষক। কিছুদিন আগে এক বক্তা বলেছিলেন- শুধু মানুষ না। উন্নয়নের ঠেলায় গরু -ছাগল- গাঁধা-ভেড়া পর্যন্ত মানুষ হয়ে যাবে। তাই, মনে করলাম আমার হারানো ছাগলটার মনে হয় উন্নতি হয়েছে। আর, ব্যাটা উন্নত মানুষ হয়ে আমার কাছ থেকে দূরে চলে গেছে।

বিরক্ত বক্তা বলেন- বুঝলাম। তা মাথা উপর নীচ- ডানে বায়ে করার কারণটা কি।

দূর থেকে তোমাকে দেখি। আর বক্তৃতা শুনি। বক্তৃতায় তোমার উত্তেজনা যত বাড়ে -তখনই মনে হয় তুমি আমার সেই হারিয়ে যাওয়া ছাগল। কারণ- আমার ছাগলটারও উত্তেজনা বেশী ছিলো। তখন- মাথা উপর নিচ করি। আবার তোমার উত্তেজনায় যখন একটু ভাটা পড়ে- তখন মনে হয় তুমি আমার সেই হারানো ছাগল না। তখন মাথা ডানে বায়ে করি। এরপর, তুমি যখন- আবার হেঁটে হেঁটে আমার নিকটে আসছিলা। তখন ধরে নিলাম - আসলেই তুমি আমার সেই হারানো ছাগল। মালিকের নিকট ফিরে আসছো। এখন, একেবারে কাছ থেকে তোমাকে দেখে মনে হচ্ছে - আসলে তুমি আমার সেই হারানো ছাগল না। তুমি অন্য কারো ছাগল।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১২:১১

এস এম মামুন অর রশীদ বলেছেন: বুরুন্ডির পোস্ট তো, তাই মন্তব্য কম। তবে বুরুন্ডির ভাগ্য ভালো। :)

২| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১২:৪০

মা.হাসান বলেছেন: করোনা থামলে দেখি একবার ট্রাই করে, বুরুন্ডির ভিসা যদি পাই।

(বুরুন্ডি মনে হয় অনেক দেশেই জনশক্তি এক্সপোর্ট করে)

৩| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১:৩৯

নেওয়াজ আলি বলেছেন: আর আমাদের দেশের অনেক মানুষ গরু ছাগল হয়ে গিয়েছে উন্নয়নের ঠেলায়।

৪| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়াও যদি রাজনীতি করে, কেক খায়, ছাগলতো রাজনীতি করার কথা।

৫| ২৫ শে জুলাই, ২০২০ রাত ২:৫০

রাজীব নুর বলেছেন: বুরুন্ডি না ঘটনা তো আআমদের দেশের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.