নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

আনএথিকাল প্রাকটিস

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩১

আনএথিকালি সর্ট কাট টু রাইজ খুবই বিপদজনক। যদিও বা এতে খুব সহজেই কোটিপতি হওয়ার সম্ভাবনা প্রচুর। কিন্তু একদিন আপনি বিগ লুজার হবেন। এর থেকে পরিত্রান নেই। সময় আপনাকে ধরবেই। আনএথিকাল কোনো কিছুই পৃথিবীতে গোপন করার সুযোগ নেই। কারণ পৃথিবী গোল । কর্নার না। কোণ থাকলে কোনায় জিনিস লুকানো যায়। গোল জিনিসের ওপর কোনো কিছুই দীর্ঘ সময় লুকিয়ে রাখা যায়না। একসময় তা প্রকাশ পাবেই। আর যখন প্রকাশ পাবে। হিরোর জিরো হতে এক সেকেণ্ডও সময় লাগবেনা। আপনি যতবড় হিরোই হন না কেন-উপরতলা মুহুর্তেই জুতোর তলা হয়ে যাবে। আপনার ফোনে কত জন এমপি, কতজন সচিব, কতজন মন্ত্রীর ফোন লিপিবদ্ধ করা আছে তা আর কোনো কাজে লাগবেনা। হয় দেশ ছাড়তে হবে, না হয় ধরা খেতে হবে, না হয় সারেণ্ডার করতে হবে। এই ধরা দেশেও খেতে পারেন। অথবা দেশের বাইরে। আনএথিকাল প্রাকটিস জীবনে তৈরি করছেন মানেই নিজেই নিজের জন্য একটি কুপ তৈরি করছেন। সেই কুপে পতিত হবেনই। আনএথিকাল জিনিস যত বেশি এডাপ্ট করবেন জীবন তত বেশি মেসডআপ হবে।

আপনার বুদ্ধিমত্তা, আপনার একাডেমিক যোগ্যতা, আপনার মেধার প্রখরতা , আপনার অভিজ্ঞতা এসব কিছুই আপনার জন্য অনেক দরজা মুক্ত করবে সত্য। কিন্তু জীবনের একমাত্র এথিকাল প্রিন্সিপালই সেই দরজা আপনার জন্য মুক্ত করে রাখবে। আর যদি এথিকাল প্রিন্সিপাল না থাকে- এইসব মুক্ত দরজা মুহুর্তেই বন্ধ হয়ে যাবে। আট কোটির মালিক হোন কিংবা আট হাজার কোটি টাকার মালিক তাতে কিছুই আসে যায়না। চোরের মতো লুকিয়ে থাকতে হবে। অথবা চোরের মতো পালিয়ে যেতে হবে। যতই ক্ষমতাবান হোন না কেন। যত নেটওয়ার্কই থাকুক না কেন। এরশাদ হোন, এরশাদ শিকদার হোন, শিকদার ভ্রাতা হোন। তখন আর ত্রাতা পাবেন না। হয় জেলে যেতে হবে, নাহয় মরতে হবে না হয় পালিয়ে যেতে হবে। প্লেনে করে পলায়ন আর বোরখা পরে পলায়ন- যাই হোক।

আনএথিকাল কাজে জড়িত থেকে কোনোদিন আনটাচেবল থাকবেন না- এটা ভুলেও চিন্তা করবেন না। সিচুয়েশন বদলে যেতে এক সেকেন্ডও সময় লাগবেনা। যেভাবেই হোক, যে কোনো পরিস্থিতেই হোক - সমস্যা মিটিয়ে ফেলবো। এটা হলো সেল্ফ মোটিভেশন। এটা চারিত্রিক সত্যায়ন নয়। বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান কিংবা বিদ্যুৎ বোর্ডের মন্ত্রি হয়েও যদি আপনি ইলেক্ট্রিক প্লাগের ভিতর হাত দেন। ধরা খাবেন। কারণ প্লাগ আপনি মন্ত্রি না চেয়ারম্যান সেটা চিনেনা। সে চিনেনা আপনার পদবি, আপনার ক্ষমতা, আপনি কত সম্পদের মালিক। সে শুধু চিনে আপনার শরীর আর ব্লাড। একজেকটলি আনএথিকাল প্রাকটিসও জানেনা- আপনার কত ক্ষমতা, কত পদবি, কত অর্থ আর কত বিত্তের মালিক। ইলেক্ট্রিক প্লাগ আপনাকে সাথে সাথে ধাক্কা দিবে। আনএথিকাল প্রাকটিসের ধাক্কা হয়তো সাথে সাথে আসবেনা। কিন্তু মনে রাখবেন। মিউন ফোর্সের মতো এই ধাক্কা আসবেই। একটু আগে অথবা পরে। আজ না হয় কাল। আর যখন আসবে এই আনএথিকাল প্রাকটিসের ধাক্কা, লুজ কারেকটারের ধাক্কা মুহুর্তেই আপনাকে , আপনার ক্যারিয়ারকে ধ্বংস করে দিবে। তছনছ করে দিবে। অর্জিত সব সম্মান , চেহারার জৌলুস ভসকিয়ে দিবে। শুধু নিজেকে না- নিজের পরিবারের সম্মানও ধুলোয় মিশিয়ে দিবে। অর্থের কাছে অতিরিক্ত ক্ষমতা তোলে দেয়া যেমন ভয়ঙ্কর। আন এথিকাল প্রাকটিসের মাধ্যমে অর্থ বানানো তাই আরো বেশি ভয়ঙকর।

অন্যদিকে, এথিকাল প্রিন্সিপালের উপর ঠিকে থাকলে প্রমোশন হবেনা, বিত্ত হবেনা, দামী বাড়ি গাড়ি হবেনা, জীবনের গ্রু হয়তো শ্লো হবে। কিন্তু এই শ্লো গ্রুএর ভিতরেই জীবনের এমন এক মহামূল্যবান ইস্পাত ফাউন্ডেশন তৈরি হবে। চারিত্রিক ভিত এতো বেশি মজবুত হবে। যা কেউ সহজে ঠলাতে পারবেনা, নড়াতে পারবেনা, ভাঙগতে পারবেনা। হয়তো সাময়িক সমস্যা হবে। কিন্তু হাজারো সমস্যা শেষে এই এথিকাল মানুষগুলোই চুড়ান্ত বিজয়ীর বেশে বের হয়ে আসবে।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর লিখেছেন।

২| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

লরুজন বলেছেন: আফনে পুরান ব্লগার কি লেখেন?
এসবরেই হাউকাউ কয় মানুষ
মন্ত্রী মিনিষ্টাররে কারেন্টে ধরবো আর মোল্লা মুন্সি আর আফনের মত লোকরে কারেন্টে ধরত না?
হাছা?

ন্যয় পথে টেহা ইনকামের চে অন্যায় পথে টেহা ইনকাম অনেক কঠিন
যদু সহজ অইত তাইলে আফনে আগে লাফ দিয়া ফরতেন এই লাইনে
আফনে ফারছুইন না, এখন আঙুর ফল টক!

৩| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ইউনিভার্সিতে পড়ার সময় ছাত্রদের এথিক্যাল দিকটা নীচের দিকে চলে যায়।

৪| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

মুহাম্মদ আরিফ হোসেন বলেছেন: প্রধানমন্ত্রির পেনের নিভ থেকে কলমের জিপ পর্যন্ত সিঙ্গেল হ্যান্ডে মনিটরের পর ও যদি দেশের জনগণ এত আন এথিক্যাল প্রাকটিস চালু রাখে , তাইলে আর কি করা । বোরকা পরা বা প্লেনের পাছায় ধরা পরা ছাড়া ।
তবে কি সাপের মাঠে যেদিকে যায় লেজও সেইদিকেই যায় । রাতের ভোটের প্রধান মন্ত্রী তো সাপের মাথা ...জাতি এই সাপ লইয়া আর যাইব কই ...
চালো একবার ফিরসে আজনাবি বান ...........

৫| ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

খায়রুল আহসান বলেছেন: মূলতঃ প্রথম অনুচ্ছেদটির জন্যেই পোস্টে প্লাস দিয়ে গেলাম। + +
বাকি কথাগুলো ওটারই চর্বিত চর্বণ।
যে কোন কাজ করার আগে তা এথিকাল এবং লিগাল কিনা, এ দুটো প্রশ্ন মাথায় রাখতে পারলে জীবনে অনেক সমস্যা থেকে বেঁচে থাকা যায়, তাই শান্তিতে থাকা যায়।
শেষের অনুচ্ছেদে উল্লেখিত গ্রু কথাটির বোধহয় সম্পাদনা প্রয়োজন।

৬| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:১৮

মা.হাসান বলেছেন: কলি যুগে এই সব নিয়ম খাটে না।

ইঞ্জিনিয়ার দেলোয়ার সাহেব এথিকাল পথে থেকে নিজে চলে গেছেন, ওনার পরিবার বিপদে আছে।
উগান্ডা বা এরকম এক দেশের এক নেতা চুরি করে এত সম্পদ বানিয়েছে যে ঐ নেতার ছেলে নাকি এখন আম্রিকাতে এম্পায়ার স্টেটের মতো বিল্ডিঙের মালিক। ঐ ন্যাতা মারা যাবার পর উগান্ডা না কি নাম সেই দেশে রাষ্ট্রিয় শোক পালন হইসে।

মানুষ যে পরিবেশে বড় হয় সেই পরিবেশ থেকে শিক্ষা নেয়। বাপের বেতন পঞ্চাশ হাজার আর বাপ গাড়ি চড়ে পঞ্চাশ লাখের- এইটা দেখার পর ব্যাটা কি শিখবে? আফসোস মানুষ ভালোটা শিখে না , খালি খারাপটা শিখে। ভালোটা শিখলে গোটা জাতি তাহাজ্জুদ পড়া শুরু করে দিতো।

৭| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা কোন ব্যক্তির দোষ না,এটা পুঁজিবাদী অর্থনীতির দোষ।বিশ্বায়নের কুফল।অর্থই নীতি-নৌতিকতা ও মূল্যবোধের মাপকাঠি।

৮| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৪

নেওয়াজ আলি বলেছেন: যারা ক্ষমতায় থাকে তাদের ছায়ায় একরকম অনেক এরশাদ শিকদার , শামীম ,শাহেদ সম্রাট থাকে। যখন তারা নিজেরে রাজাভাবে তাকে থামাতে সাইজ করে । তাদের আমরা চিনি যারা সমঝোতা করে চলে তাদের বিদ্যুৎ এ ধরে না ।

৯| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে বেশি দরকার ক্ষমতাবান মামা চাচা। মামা চাচা থাকলে আর কোনো চিন্তা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.