![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ এক অদ্ভুত সুন্দর দেশ!!
লেট নাইট জেগে সকালে অফিসে কামলা খাটতে আসলাম। আসার পথে দেখলাম- মোড়ে মোড়ে মানুষ। দলে দলে ঘুরছে। বিভিন্ন জায়গায় জটলা। সিনেট, কংগ্রেস ইত্যাদি নানা আসনের প্রার্থীরা দলবল নিয়ে মহড়া দিচ্ছেন। পুলিশ, মিলিটারির গাড়ীর ঠহল দিচ্ছে। অনিশ্চিত নির্বাচন কোন দিকে যাবে এই নিয়ে সবার মাঝে উৎকন্ঠা।
যাই হোক, অফিসে এসে দেখি- এখানেও সেই অবস্থা। দুই গ্রুপে দুই ভাগে বিভক্ত হয়ে গোল হয়ে বসেছে। দু একজনের অফিসে উঁকি দিয়ে দেখলাম- নির্বাচন নিয়ে তুমুল আলোচনা চলছে। সবাই ২৭০ এই ম্যাজিক নাম্বার নিয়ে হিসেব কষেই যাচ্ছে। কাজের মন্তর গতি। কয়েক জন ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ব্যানার লিখে ফেলেছে। ওয়াশিংটনে কে কে যাবে সেটা নিয়ে একটা লিস্ট হচ্ছে দেখলাম।
আর কয়েকজন তাদেরকে নিয়ে টিটকারি মারছে। উত্তপ্ত পরিবেশ। যে কোনো সময় গণ্ডগোল বেঁধে যেতে পারে। ডেমোক্রেট দলের সাপোর্টাররা চীৎকার করে বলছে- তোরা বাটপার। তোদের নেতা আরো বড় বাটপার। চাইলেই কি জোর করে প্রেসিডেন্ট হতে পারবি। রাশিয়ার দালালি এভাবে আর কতদিন করবি।
বেশিরভাগই দেখলাম কাজেই আসেন নি। ছুটি নিয়ে নিয়েছেন। এর মাঝে- আমি আমার অফিসে ঢুকতেই বুঝলাম বাইরে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে।
জ্বিনা ভাই। এসবের কিছুই হয়নি। বিশ্বাস করেন- কালকে যে এই দেশের একটা নির্বাচন হয়ে গেছে। পুরো পৃথিবীবাসী চেয়ে আছে- কে জিতবে কে হারবে। রাস্তাঘাট দেখে তা বুঝাই যাবেনা। এমনকি অফিসে নির্বাচন নিয়ে একটা শব্দও কেউ করলোনা। ঠিক একেবারে ঘড়ির কাটায় ১২.৩০ এ মিটিং শুরু হয়ে ১.০০ টা বাজে শেষ হলো। সেখানেও নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বললো না। শুধু লুইস যিনি আমাদের অফিসটা পরিষ্কার রাখার দায়িত্বে আছেন- উনি একবার এসে হেসে বললেন- আপাতত ন্যান্সি পলোসিই আমাদের প্রেসিডেন্ট।
নোটঃ বাইডেনেরই প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। কারণ- একটা গণ্ডগোল বাঁধিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনাটিও ট্রাম্প হাতছাড়া করে ফেলেছেন।
২৩৮+ মিশিগান ১৬+ নেভাদা ৬+ উইসকনসিন ১০=২৭০ বিজয়ী বাইডেন।
০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১:১৩
খেয়া ঘাট বলেছেন: তাইতো মনে হচ্ছে। কিন্তু নেভাদা যদি লাল হয়ে যায়।
২| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৫
চাঁদগাজী বলেছেন:
তখন সমস্যা হবে; তখন পেনসিলভানিয়ের ্উপর আশা করতে হবে।
০৫ ই নভেম্বর, ২০২০ রাত ২:০৪
খেয়া ঘাট বলেছেন: উইসকনসিন নীল। রইলো বাকি মিশিগান আর নেভাদা।
৩| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১:৫১
রাজীব নুর বলেছেন: হায় আল্লাহ। কিভাবে শুরু করলেন, কিভাবে শেষ করলেন!!
বাইডেনের জয় হওয়া উচিত।
০৫ ই নভেম্বর, ২০২০ রাত ২:০৪
খেয়া ঘাট বলেছেন: উইসকনসিন নীল। রইলো বাকি মিশিগান আর নেভাদা
৪| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ২:১৩
চাঁদগাজী বলেছেন:
আমার ষ্টেটাস এখন 'জেনারেল'; ৩১ শে অক্টোবরে লেখা আমার পোষ্টে আছে:
"ভোটের ফাইন্যাল দিনে, নভেম্বরের ৩ তারিখে, নিউইয়র্ক সময় রাত ১টা'র (মানে ৪ তারিখ সকাল ১টার) মাঝেই সশরীরে দেয়া ভোটারদের দেয়া ভোটের ফলাফল জানা যাবে। মনে হচ্ছে, সেই ফলাফলে যদি ট্রাম্প এগিয়ে থাকে, ট্রাম্প নিজের থেকে নিজকে "জয়ী" ঘোষণা করবে; তবে, ডাকযোগে আসা ভোট গণনার সাথে সাথে বাইডেনের ভোট বাড়বে, এবং জয়ী হওয়ার সম্ভাবনা বেশী; তখন ট্রাম্প ডাকযোগে আসা ভোট ও গণনা নিয়ে গন্ডগোল শুরু করবে ও ডাকযোগে আসা ভোট গণনা ও নিয়ম নিয়ে কোর্টে যাবে; ইহাতে দেশে সীমিত দাংগার সম্ভাবনা আছে।
০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৩:৩৫
খেয়া ঘাট বলেছেন: আপনার কাছে খুব সুন্দর বিশ্লেষনাত্মক লেখা পেতাম। জেনারেল করে কেন? কারা করে?? আশ্চর্য্য।
৫| ০৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৪:২৫
অনল চৌধুরী বলেছেন: সারা পৃথিবীতে বিমান হামলা বোমাবাজী দখল লুটপাট গণহত্যা চালানো সন্ত্রাসী দেশ যুদ্ধ বাধানোর জন্য অস্ত্র ব্যাবসায়ীদের হাজার কোটি টাকা দিয়ে গণতন্ত্রের নামে ধাপ্পাবাজির নির্বাচন করানোর জন্য সুন্দর !!
ভালো।
৬| ০৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:০০
রাফা বলেছেন: সব ঠিক আছে ,বাইডেন জয়ি হওয়ার কথা ছিলো।সে পথেই এগুচ্ছে নির্বাচনের ফলাফল।পোষ্টাল ব্যালট যত বেশি হবে ঐ সকল রাজ্যে বাইডেনের জয় ততটাই নিশ্চিত হবে।
ধন্যবাদ।
৭| ০৫ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৩৩
রাফা বলেছেন: Election pandemic 2020
৮| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:১১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নেভাডাতে সামান্য ব্যবধানে বাইডেন এগিয়ে। ধরে রাখতে পারলে তীরে এসে তরী ডুববে না।
৯| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:১৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মার্কিন জাতির এই দুর্যোগের সন্ধিক্ষণে চাঁদগাজীর জেনারেল হওয়ার পেছনে রাশিয়া বা পুতিনের হাত নেই তো ?
১০| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষর প্রত্যাশা ছিল বাইডেন খুব সহজে জিতবে,কিন্তু সেটা হয় নাই।
১১| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:০৪
নতুন নকিব বলেছেন:
জয়ের পথে বাইডেন।
১২| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো তো্।
এমনই তো হওয়া উচিত।
১৩| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল।
১৪| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৮
শাহ আজিজ বলেছেন: আমি কখনই আমেরিকান নির্বাচন নিয়ে এত আগ্রহ দেখায়নি যা এবার দেখাচ্ছি । বেশ চলছে বাইডেন - ট্র্যাম্প হাডডা হাডডি লড়াই । ট্র্যাম্প জিতলে ভাইরাস গতি পাবে । ট্র্যাম্প - শি যৌথ প্রযোজনায় কোভিড ১৯ এর উদ্ভাবন শুধুমাত্র চাঙ্গা ওষুধ শিল্পকে খাড়া করা আর কি ।
১৫| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩০
নেওয়াজ আলি বলেছেন: বাইডেন জয় । অভিনন্দন ।
১৬| ০৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন হলেই তো ভাল!
আমরা যে কবে নিজেদের সুস্থ স্বাভাবিক অধিকার আর বোধ ফিরে পাবো? কে জানে?
কল্যান রাষ্ট্রের আদলে নিরাপদ জীবনের নিশ্চয়তা মানুষকে বদলে দিতে পারতো!
লুটপাট, চুরি দূর্ণীতি বন্ধ হলে যা পূরণ করা কঠিন কিছু্ও নয়!
কে বোঝাবে কাকে??!!!!
১৭| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: শেষ পর্যন্ত বাইডেন তো ভোট গণনায় জয়ী হলেনই, কিন্তু ১৪ই ডিসেম্বরে ইলেক্টোরাল কলেজের ভোটে কোন হর্স-ট্রেডিং (ইলেক্টরদের কারচুপি/মুনাফেকি) হয় নাকি, তা নিয়ে শঙ্কায় আছি। ট্রাম্পের কূটকৌশল প্রয়োগের প্রবণতায় এখনো কোন ভাটা পড়েনি। শেষ পর্যন্ত কী হয়, তা এখনো মনে হয় নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে আশার কথা, আজ দেখলাম, আমেরিকান সামরিক বাহিনীর জয়েন্ট চীফস অভ স্টাফ এর চেয়ারম্যান, জেনারেল মার্ক মিলী বলেছেন, "আমাদের শপথ ও আনুগত্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি নয়, কোন রাজা, রাণী বা স্বৈরশাসকের প্রতি নয়, আমেরিকান রাষ্ট্র এবং সংবিধানের প্রতি"। মনে হলো, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি একটা পরিষ্কার বার্তা।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৫৭
চাঁদগাজী বলেছেন:
এখনো বাইডেন হওয়ার সম্ভাবনা।