নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

যে সহজ জিনিসটি আন্তর্জাতিক মহল বুঝেনা বা বুঝতে চায়না

১৮ ই মে, ২০২১ রাত ১১:০৯

১) ফিলিস্তিনিরা নিজ বসতভিটা ছেড়ে বিশ্বের নানা দেশে গিয়ে রিফুউজি হচ্ছে। আর জায়নিস্টরা নানা দেশের রিফিউজি থেকে প্যালেস্টাইনে এসে ভূমির মালিক হচ্ছে ।
২) ইহুদিরা হিটলারকে যে কারণে এতো বেশি ঘৃণা করে। সেই একই কাজ আজ ওরা করছে প্যালেস্টাইনের বিরুদ্ধে।
৩) যুদ্ধ বিরতির তিনঘন্টা পার না হতেই আল আকসায় জুমার নামাজের পরপরই রেইড দিয়েছে ইসরাইলি পুলিশ।
৪) ইসরাইলের কাছে নতুন করে $৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তিতে আমেরিকা স্বাক্ষর করলো।
৫) এই যুদ্ধটা কি তবে অস্ত্র বিক্রির কোনো বিজ্ঞাপন ছিলো।
৬) উদার মনা যারা ইসরাইলকে শান্তির পায়রা আর হামাকে যুদ্ধবাজ বলে মনে করেন। দয়াকরে উদারমনে এই উদাহরণটি কয়েকবার পড়ুন।
৫% রোহিংগারা বার্মিজ সেনাদের মার খেয়ে রিফিউজি হিসাবে ককসবাজারে আশ্রয় নিলো। মানবিক কারণে ককসবাজার বাসী এদের আশ্রয় দেয়। কিছুদিন পর এই রোহিংগারা ককসবাজারে আরাকান দেশ হিসাবে নিজেদের স্বাধীন রাষ্ট্র চেয়ে বসে। তাদের দাবী এই অন্চলে এক সময় তাদের নিবাস ছিলো। পরে এখান থেকে বিতাড়িত হয়েছে। তারা এখন তাদের হারানো ভূমি চায়, স্বাধীন রাষ্ট্র চায়। গোটা দুনিয়া নানা যুক্তি দিয়ে এটা মেনে নিলেও ককসবাজারবাসীরা কি এটা মেনে নিবে?
৭) একটা দল এটা মেনে নিলোনা। অত্যাধুনিক অস্ত্রের বিরুদ্ধে নিজেদের যা কিছু আছে তা নিয়ে নিজেদের ভূমি রক্ষায় সশস্ত্র আন্দোলন শুরু করলো। এদেরকে আপনি কি বলবেন? জঙ্গি সংগঠন নাকি মুক্তিবাহিনী।
৮) মুক্তমনে ব্লাক লাইভ ম্যাটার বলে আপনি শ্লোগান দিতে পারলে -শুধু মানুষ হিসাবে প্যালেস্টিনিয়ান লাইভস ম্যাটার কেন বলতে পারেন না।
৯) সব ইহুদিরা ইসরাইলি নয়। সব ইহুদিরা জায়নিস্টও নয়।
১০) অনেক ইহুদিরা মসজিদ পাহারা দেয়। অনেক মুসলমানরা সিনাগগ পাহারা দেয়।
১১) আপনি মুক্তমনা হয়ে ইসরাইল রাষ্ট্রের বিরোধী না হলেও অনেক ইহুদী ইহুদি হয়েও ইসরাইল রাষ্ট্র, ভুমি দখল, ফিলিস্তিনিদের উচ্ছেদ বিরোধী।
১২) ফিলিস্তিন থেকে শুধু মুসলমানরা বিতাড়িত হয়নি। জায়নিস্টদের কারণে অনেক ইহুদি, খৃষ্টানরাও ঘরবাড়ি হারিয়েছে।

একজন জ্ঞান বিজ্ঞানে উন্নত বলে মুক্তি পাবে। আরেকজন অশিক্ষিত, মুর্খ বলে খাঁচায় বন্দি হয়ে থাকতে পারেনা। আপনি শিক্ষিত হয়ে গেছেন বলে যে অশিক্ষিত তার ঘর কেড়ে নিতে পারেন না। আরেকজনের মুক্ত ভূমিকে কারাগার বানিয়ে রাখতে পারেন না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খৃষ্টান হোক, আস্তিক হোক , নাস্তিক হোক, মুসলমান হোক, ধার্মিক হোক, অধার্মিক হোক সব মানুষের সব জায়গায় মুক্তি দরকার। করোনার মূল শিক্ষাটা ছিলো একজায়গায় পেনডেমিক মানে দুনিয়ার সব জায়গায় পেনডেমিক। সুস্থ হতে হলে দুনিয়ার সবাইকে সুস্থ হতে হবে। ঠিক তেমনি মুক্ত হতে হলে দুনিয়ার সব মানুষকে মুক্ত হতে হবে।
"No people is free unless we all are free"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.