নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুল কুল তুল তুল গা ভেজা শিশিরে,
বুল বুল মশগুল, কার গান গাহিরে?
তর বর উঠে পর রাত ভোর দেখ না?
হাত তুলে প্রাণ খুলে স্রষ্টারে ডাক না..
ঝিক মিক দশ দিক নাই পিক পাপিয়া..
সাদা বক চক চক উড়ে যায় ডাকিয়া..
বিল ঝিল খিল খিল লাল নীল বরণে,
গাছে গাছে ফিঙ্গে নাচে চঞ্জল চরনে।
ভেজা ভেজা তাজা তাজা শেফালির সুবাসে,
শিশুদল কোলাহল করে নানা হরষে।
টিদার জরিপার শ্যাম শাড়ী অঙ্গে
এ্যলো কেশে এলো হেসে শরত এ বঙ্গে..
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
সরকার আলী বলেছেন:
বাংলা আমার জন্মভুমি বাংলা আমার প্রাণ
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
আহসান২০২০ বলেছেন: খুব ভালো লিখেছেন ভাই। ছবির সাথে কবিতার ছন্দ তো সেইরাম মিলেছে। কবিতাটি কোথায় যেন পড়েছি।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
সরকার আলী বলেছেন: এতো সুবিখ্যাত একটি কবিতা, আর আপনি কি না বললেন: "খুব ভালো লিখেছেন ভাই, কোথায় যেন পড়েছি"।
কি বলবো, হাউমাউ করে কান্না পাচ্ছে
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
সবুজ সাথী বলেছেন: অনেকদিন পর ছড়াটা পড়লাম। আমাদের সময় প্রাইমারি কোন ক্লাসে জানি ছিল।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
সরকার আলী বলেছেন:
"চিক চিক করে বালি কোথা নেই কাঁদা,
চারিদিকে কাঁশফুল, ফুলে ফুলে সাদা..."
৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: আহসান ২০২০ বন্ধু আমি নিজেই আহসান হাবিবের মত
সাজাই ভাষা ২১ এর স্মরণে
দিয়ে গেল প্রান দান
বিনিময়ে মাতৃভাষা বাংলার সজীবতা এনে
তাদের মহান আত্তত্যগে
অনন্ত অফুরন্ত শ্রদ্ধাঞ্জলি
যাই লিখে বাংলার বিদ্যা প্রদীপ জ্বেলে হৃদয় কাননে ।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাম।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
সরকার আলী বলেছেন: ভেঙ্গে মোর ঘরের চাবি
নিয়ে যাবি কে আমারে. . .
৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
সবুজ সাথী বলেছেন: পুরাটা একসাথে করলাম।
শেষ থেকে ২য় লাইনে মনে হয় "টিপদার" হবে।
শরতে
-আহসান হাবীব
ফুল কুল তুল তুল গা ভেজা শিশিরে,
বুল বুল মশগুল, কার গান গাহিরে?
তর বর উঠে পড় রাত ভোর দেখ না,
হাত তুলে প্রাণ খুলে স্রষ্টারে ডাক না।
ঝিক মিক দশ দিক নাই পিক পাপিয়া,
সাদা বক চক চক উড়ে যায় ডাকিয়া।
বিল ঝিল খিল খিল লাল নীল বরণে,
গাছে গাছে ফিঙ্গে নাচে চঞ্চল চরনে।
ভেজা ভেজা তাজা তাজা শেফালির সুবাসে,
শিশুদল কোলাহল করে নানা হরষে।
টিপদার জরিপাড় শ্যাম শাড়ী অঙ্গে,
এলোকেশে এলো হেসে শরৎ এ বঙ্গে।
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
সরকার আলী বলেছেন: 'শেষ থেকে ২য় লাইনে মনে হয় "টিপদার" হবে'-
আমারও তাই মনে হয়েছিল। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আন্তরিকভাবে দূঃখিত।
৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
নীল বরফ বলেছেন: ছবিগুলো সুন্দর।সাথে এদের উপমাগুলোও।
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
সরকার আলী বলেছেন:
ফুল সুন্দর দুনিয়া সুন্দর, আসমান সুন্দর জমিন সুন্দর,
সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ !
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
এসএমফারুক৮৮ বলেছেন: দারুণ ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
সরকার আলী বলেছেন:
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
যীশূ বলেছেন: আপনার তোলা ছবি? ভালো হয়েছে।
২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
সরকার আলী বলেছেন: না রে ভাই ...
নিজের ছবিই তুলতে পারি না, আর প্রকৃতির !!!!!
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: তাই আমি গাই গান বাংলার বুকে
এমন মমতা মাখা এদেশ চিত্রটি আঁকে
বাংলা আমার জন্মভুমি বাংলা আমার প্রান
নিত্য ভোরে দেখি তারে জুড়ায় দুনয়ন ।
সুন্দর
শুভকামনা