নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরকার আলী

অজানাকে জানা

সরকার আলী › বিস্তারিত পোস্টঃ

সহকর্মীদের হক

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪

আরবী 'সাহেবে-বিল-জাম্ব' এর শাব্দিক অর্থ হলো সহকর্মী। এতে সেসব সফর সঙ্গীরাও অন্তর্ভুক্ত যারা বাস, রেল, জাহাজ, উড়োজাহাজ প্রভৃতিতে পাশাপাশি বসে ভ্রমণ করে এবং সে সমস্ত লোকও অন্তর্ভুক্ত যারা কোন সাধারণ বা বিশেষ বৈঠক বা অধিবেশনে আপনার সাথে উপবেশন করে থাকে। ইসলামী শরীয়ত নিকটবর্তী ও দূরবর্তী স্থায়ী প্রতিবেশীদের অধিকার সংরক্ষণকে যেমন ওয়াজিব করে দিয়েছে, তেমনিভাবে সে ব্যক্তির সাহচর্যের অধিকার বা হককেও অপরিহার্য করে দিয়েছে, যে সামান্য সময়ের জন্য হলেও কোন মজলিশ, বৈঠক অথবা সফরে আপনার সমপর্যায়ে উপবেশন করে। তাদের মধ্যে মুসলমান, অমুসলমান, আত্মীয়, অনাত্মীয় সবাই সমান- সবার সাথেই সদ্ব্যবহার করার হেদায়েত করা হয়েছে। এর সর্বনিম্ন পর্যায় হচ্ছে এই যে, আপনার কোন কথায় বা কাজে যেন সে কোন রকম কষ্ট না পায়। এমন কোন কথা বলবেন না যাতে সে মর্মাহত হতে পারে। এমন কোন আচরণ করবেন না যাতে তার কষ্ট হতে পারে। যেমন, সিগারেট পান করে তার দিকে ধোঁয়া ছাড়া, পান খেয়ে তার দিকে পিক ফেলা, এমনভাবে বসা যাতে তার বসার জায়গা সংকুচিত হয়ে যায় ইত্যাদি। কোরআন-করীমের এ হেদায়েত অনুযায়ী যদি আমরা সবাই আমল করতে শুরু করি তাহলে বাস, রেল, জাহাজ, উড়োজাহাজ প্রভৃতিতে সফরক্ষেত্রে সংঘটিত সমস্ত বিবাদ-বিসংবাদের পরিসমাপ্তি ঘটতে পারে। প্রত্যেকেরই খেয়াল করা প্রয়োজন যে, আমার মাত্র একজনের জায়গারই অধিকা রয়েছে; তার বেশী জায়গা দখল করে রাখার কোন অধিকার নেই। যানবাহনে অন্য কোন যাত্রী পাশে বসতে গেলে একথা ভাবা উচিৎ যে, এখানে তারও ততটুকু অধিকার রয়েছে যতটা রয়েছে আমার। কোন কোন তফসীরকার বলেছেন, এমন প্রতিটি লোকই 'সাহেবে-বিল-জাম্ব' এর অন্তর্ভুক্ত যে কোন কাজে, কোন পেশায় বা কোন বিষয়ে আপনার সাথে জড়িত বা আপনার অংশীদার; তা শিল্পশ্রমেই হোক অথবা অফিস-আদালতের চাকরিতেই হোক কিংবা কোন সফরে বা স্থায়ী বসবাসেই হোক । (রুহুল মা'আনী)।





আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন (আমিন)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.