নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসক কর্তৃক প্রেসক্রিপশনের লিখন এতো জটিল কেন? এর কি বিশেষ কোন কারণ আছে? সবিনয়ে জানতে চাই।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০১
সরকার আলী বলেছেন:
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৬
টুম্পা মনি বলেছেন:
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০১
সরকার আলী বলেছেন:
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২
সাদা রং- বলেছেন: এটা তো মনে হয় আমার মেয়ে খাতায় লিখছে।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৩
সরকার আলী বলেছেন: ভাইঝি যে হবু ডাক্তার তা প্রায় নিশ্চিত।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২১
সুজন পাল বলেছেন: রোগীর লাইন দরজার সামনে থাকলে হাতের লেখা এর চেয়ে ভালো করা সম্ভব না, তাই।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৯
সরকার আলী বলেছেন: রোগীর লাইন দরজার সামনে না থাকলেও হাতের লেখা এর চেয়ে ভালো করা সম্ভব না, কিন্তু কেন?
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪
হেডস্যার বলেছেন:
জ্বী আছে।
যার লেখা যত দুর্বোধ্য তিনি তত বড় ডাক্তার।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪
সরকার আলী বলেছেন: দুর্বোধ্য রহস্য
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯
বাংলার হাসান বলেছেন: ডাঃ ব্লগারা জবাব চাই, দিতে হবে।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০
সরকার আলী বলেছেন: আমিও সবিনয়ে জানতে চাই। তাই জবাবি পোস্টকার্ড দিলাম-
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৩
লিঙ্কনহুসাইন বলেছেন: ডাক্তারদের প্রেসক্রিপশন নিয়ে একটা কৌতুক শুনেছিলাম অনেক আগে!!!
ডাক্তাররা প্রেসক্রিপশনে এমন কি লিখে, যা আমরা পড়তে পারিনা, কিন্তু ফার্মেসিওয়ালারা ঠিকই পড়তে পারে ??
-
-
সেখানে লেখা থাকে...
-
-
আমি যদ্দুর পারছি লুটে নিছি, এবার তুইও লুটে নে পাগলা
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭
সরকার আলী বলেছেন: সজাগ দৃষ্টিতে আমিও জানতে কৌতূহলী।
৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম চিন্তার কথা! আমার ধারণা এমবিবিএস সিলেবাসে হাতের লেখা বিষয়ক আলাদা কোর্স আছে!!
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫
সরকার আলী বলেছেন: আ হা রে !!! হাতের লেখা বিষয়ক আলাদা কোর্সটা যদি আমাদের সবার জন্য ইতিবাচক হতো তবে কতই না ভাল হয়।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬
ফয়সল নোই বলেছেন: ,আমার হাতের লখোর চেয়েও ...
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১
সরকার আলী বলেছেন: আদতেই যদি তাই হয় তবে (অবাস্তব) সূত্রমতে আপনি হলেন বিশেষ অজ্ঞ
১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৭
ফয়সল নোই বলেছেন: লখোর = লেখার
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪
সরকার আলী বলেছেন: আজ্ঞে, বুঝে নিয়েছি।
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯
লিংকন১১৫ বলেছেন: হা হা আগেকার জমির দলীল মনে হচ্ছে
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯
সরকার আলী বলেছেন: নির্ভেজাল খাঁটি কথা-
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২
মামুন রশিদ বলেছেন: আমি বুঝিনা আমাদের ডাক্তার সাহেবরা কেন প্রেসক্রিপশন প্রিন্ট করে দেন না । কেমিস্ট হাতের লেখা পড়তে সামান্য ভুল করলে রোগীর মারাত্মক ক্ষতি হতে পারে । আমাদের দেশে প্রয়োজনের চেয়ে অনেক বেশি ঔষধ কোম্পানী, একটা বর্ণ বদলালে ঔষধের জেনেরিক আলাদা হয়ে যায় । আর ডোজিংয়ে ভুলও ক্ষতিকর ।
অথচ প্রেসক্রিপশন প্রিন্ট করে দিলে ঔষধের নাম, ডোজ পরিষ্কারভাবে বুঝা যায় । আবার কম্পিউটারে একটা কপি রেখে দিলে ডাক্তার সাহেবের কাছে তার রোগীদের যাবতীয় রিপোর্ট আপডেট থাকাও সম্ভব হয় ।
০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
সরকার আলী বলেছেন: আমাদের ডাক্তার সাহেবরা প্রেসক্রিপশন প্রিন্ট নাই বা করে দিলেন, অন্তত হাতের লেখা স্পষ্টাক্ষরে লিখলে তেমন কষ্ট হবে বলে মনে করি না। উনাদের এই সামান্য খেয়ালে রোগীর মারাত্মক ক্ষতির আশঙ্কা দূর হওয়া খুবই জরুরী।
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪
নূর আদনান বলেছেন: কেউ দেখি পাড়েনা
০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
সরকার আলী বলেছেন: তাদের সঙ্গে পারা শক্ত।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯
পথহারা সৈকত বলেছেন: এদের লেখা ভাল হলে তো আর ডাক্তার হইত না..........
০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সরকার আলী বলেছেন: ব্যাপারটা ভালো দেখায় না, ভালো শুনায় না এবং নিশ্চিতভাবেই ভালো ফল বয়ে আনে না।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০
রাতুল রেজা বলেছেন: আমি চেষ্টা করলেউ এই রকম লেখা লেখতে পারবো না
০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
সরকার আলী বলেছেন: এ জন্যই তো আপনি ডাক্তার না, ডাক্তার না, ডাক্তার না।
১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
রিপেনডিল বলেছেন: এই ব্যাপারটা আসলেই লজ্জাজনক। আমি নিজে ডাক্তার হিসেবেই বলছি, আমার লেখাও কেনো জানি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে! ডাক্তারদের হাতের লেখা খারাপ হবার কয়েকটা সম্ভাব্য কারন হতে পারে বলে আমার মনে হয়ঃ
মেডিকেল কলেজে পড়ার সময় লেখার কাজটা করতে হয় অনেকদিন পর পর, পড়ার কাজটাই অনেক বেশি, আর মৌখিক পরীক্ষার সংখ্যাও অনেক বেশি। লিখিত পরীক্ষাতেও অনেক ক্ষেত্রে খুব অল্প সময়ে অনেক উত্তর লিখতে হয়, সময়ের সাথে পাল্লা দিয়ে হাতের লেখাও তাই খারাপ হতে থাকে। অনেকে আবার লেকচার ক্লাসে পুরো লেকচার খাতায় কপি করেন, সেক্ষেত্রে খুব দ্রুত লিখতে গিয়ে হাতের লেখা খারাপ হওয়াটাই স্বাভাবিক। পাশ করার পরে, ইন্টার্নি করার সময় প্রচুর কাগজে কলমের কাজ করতে হয় কিন্তু পেশেন্টের চাপ থাকে অনেক অনেক বেশি, তাই খুব দ্রুতই লিখতে হয়। এসবের প্রভাব হাতের লেখার উপরে পড়াটাই স্বাভাবিক। আর চেম্বারে রোগী বেশি থাকলে কিংবা খারাপ রোগী থাকলে তখন দ্রুত লেখার একটা চেষ্টা থাকে।
তারপরেও এগুলো কোন কাজের কথা না আসলে, সব কিছু মেনে নিয়েই অন্তত সুন্দর না হোক, বোঝার মত লেখা লেখা উচিত। আমার ইন্টার্নির সময় আমার সিনিয়র ট্রেইনার যিনি ছিলেন তার কড়া নিয়ম ছিল, লেখালেখির সময় এক লাইন মেইনটেইন করা, কাটাকাটি না করা, সব এক ফরম্যাটে লেখা। এগুলো কোনটাতে ভুল হইলে আবার লেখাতেন!
উপরে একজন বলেছেন কেন ডাক্তারেরা কম্পিউটারে টাইপ করে দেন না। এটা আসলে একটু বেশিই বলে ফেলেছেন। বড় ডাক্তার হলে তিনি যদি আলাদা এসিস্টেন্ট রাখেন যে ঐ ডাক্তারের প্রেসক্রিপশন পড়ে কম্পিউটারে তুলে লিখে দেবে তাহলে সেটা করা যায়, অনেক ডাক্তার করেন ও। কিন্তু ডাক্তার নিজে বসে বসে ইনপুট দেবে আবার রোগীও দেখবে এটা সম্ভব নয়। দেরি হলে রোগীর লোকেরাই তখন গালি দেয়া শুরু করবে।
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০
সরকার আলী বলেছেন: বহুৎ কষ্ট করে আপনাদের ডাক্তার হওয়ার কথা অকপটে স্বীকার করছি। মেহেরবানি করে আপনারা যদি আমাদের জন্য প্রেসক্রিপশনের লিখনটাও স্পষ্টাক্ষরে লেখায় পূর্ণ দায়িত্বশীল হতেন তবে আমরা যারপর নাই উপকৃত হতাম। প্রেসক্রিপশনের লিখন, না যায় পঠন নীতিতে অবিশ্বাসী আমার বড় ভাই (ডাক্তার) বলেন: আমার লেখা যদি একজন সাক্ষর ব্যক্তি নাই পড়তে পারে তাহলে আমি কিইবা লিখলাম?
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:২২
ভবঘুরে তানিম বলেছেন: রিপেনডিল এর সাথে একমত ।
স্কয়ার হসপিটালে প্রিন্ট করেই দেয়, ঝামেলা নাই।
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮
সরকার আলী বলেছেন: নিঃসন্দেহে এটি একটি শুভোদ্যোগ।
১৮| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৩
পাস্ট পারফেক্ট বলেছেন: তাও ভালই পড়া যাচ্ছে। আমি কিছু ডাক্তারের প্রেসক্রিপশনে দেখেছি হায়ারোগ্লিফিক্স লেখা। একবার ডাক্তারদের একটা ফেসবুক পেইজে ভিজিট করসসিলাম। তখন বুঝলাম যে একজন ডাক্তারের "ডাক্তার হইয়া আমি কি হনুরে" টাইপের মনভাব থেকে এইরকম হিজিবিজি লেখার সূত্রপাত। আমার লেখা তুমি বুঝলে বুঝো নাইলে নাই। আমি বহুত কষ্টে ডাক্তার হইছি। আমার থেকে বুঝে বেশী কে? এই জন্যেই অপারেশন কইরা ব্যান্ডেজ রোগীর পেটে ঐ ডাক্তারই রাখতে পারে।
আশার কথা যে এখন বড়সব হস্পিটালে সব কম্পিউটারাইজড। প্রিন্টেড প্রেস্ক্রিপশন বের হয়।
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯
সরকার আলী বলেছেন: দূঃখের কথা কি আর বলবো; একবার আমার বাবাকে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাই। বিশেষ প্রয়োজনে ঠিক চতুর্থদিনে আবারও তার দ্বারস্থ হই এবং তারই লিখিত প্রেসক্রিপশন দেখালেপর তিনি তা পাঠোদ্ধার করতে অপারগ হন।
হায়ারোগ্লিফিক্স লেখাটা বোধকরি এমন ছিল-
১৯| ০৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
পথহারা সৈকত বলেছেন: ডাক্তার সাবদের হাতের লেখা শেখানো হচ্ছে না কেন জাতি জানতে চায়
আমি ব্যাক্তিগত উদ্দগে একজন হবু ডাক্তার....নী কে হাতের লেখা শেখাচ্ছি....
আসুন আমরা নিজ নিজ উদ্দগে ডাক্তার সাবদের হাতের লেখা শেখাই এবং সেই সাথে অশেষ ফায়দা হাছেল করি..........
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬
সরকার আলী বলেছেন: তবে কি স্বপ্নাদিষ্ট পথহারা সৈকত হবু ডাক্তার....নীর ব্যক্তিগত সচিব হয়ে জাতির সর্বনাশের পথ ধরেছে?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: