নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মানে সংগ্রাম

আনোয়ার খোকন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে এখন সরকারের প্রথম শ্রেনীর কর্মকর্তা। স্বপ্ন দেখি একটা সাধারন জীবনের।মানুষের মাঝে বেচেঁ থাকতে চাই অনন্তকাল।

আনোয়ার খোকন › বিস্তারিত পোস্টঃ

কলকাতা ভ্রমণের ট্যুর প্লান দিয়ে সহযোগিতা করুন প্লিজ....

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০

ব্যাঙ্গালোরে আব্বার চিকিৎসা শেষে রবিবার/সোমবার কলকাতা আসতেছি। ২ দিন ১ রাত থাকবো। ইচ্ছা আব্বাকে কলকাতা শহরটা ঘুরায় দেখা। তাই কিছু তথ্য দিয়ে হেল্প করেন প্লিজ।
*সাস্রয়ী ভাড়ায় ভালো হোটেল কোন গুলো?
*কোন স্পট গুলো দেখবো?
*কোনটার পর কোনটা দেখবো?
*সাস্রয়ী খরচে কিভাবে স্পটগুলো দেখবো?
আপনাদের ডিটেইলস ট্যুর প্লানের অপেক্ষায় আছি ভাইয়া ও আপু।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪৪

ভোরের সূর্য বলেছেন: আপনার বাবার যদি অপারেশন হয়ে থাকে এবং যদি ব্যাংগালোর থেকে ট্রেনে আসেন তাহলে খুব বেশী মুভ না করাটাই বুদ্ধিমানের কাজ। প্লেনে আসলেও না। বরং দেশে এসে স্বাভাবিক জীবনের সাথে অভ্যস্ত করুন। আপনি যেভাবে স্পটে ঘোরাঘুরির কথা বলছেন সেটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ। সদ্য চিকিতসা শেষ হওয়া ব্যাক্তির কাজ না। বাবাকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখাবেন? ওনার কি অত হাটার ক্ষমতা আছে? ইকো পার্কেও হাটতে হবে,সাইন্স সিটি,নিক্কো পার্ক যেখানেই যান না কেন।ওদের সব স্পটগুলো অনেক বড় জায়গা নিয়ে।
দুটো কাজ করতে পারেন। এয়ারপোর্টের কাছে মাদারস ওয়াক্স মিউজিয়াম (মাদাম তুষোর মত) আছে। ওটা দেখাতে পারেন।
আর মুভি দেখার নেশা থাকে তাহলে কলকাতার সব হল গুলোই আমাদের যমুনা ফিউচার পার্ক এর মত। যে কোন হলে বাংলা,ইংরেজী,হিন্দি নিজের পছন্দমত মুভি দেখতে পারেন।
ব্যাংগালোর থেকে মহীশুর খুব কাছে। ওটা দেখাই বুদ্ধিমানের কাজ হবে। ওটা অনেক ঐতিহাসিক।টিপু সুলতানের বাড়ি এবং উদয় রাজার প্যালেস। কলকাতা কাছে,কিন্তু মহীশুর সব সময় যাওয়া হয় না।

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: চিকিৎসা আর ঘুরে বেড়ানো দু'টা একসাথে না করাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.