নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

লাল গোলাপ

২৪ শে জুন, ২০১৫ রাত ৯:৩৪

কার্নিশে হঠাৎ উড়ে এসে বসলো কটা পাতিকাক। আজ বৃষ্টিতে কাকেরা খুব ভিজে গেছে। দেখেছো, গাছের পাতাগুলো দিন দিন হয়ে যাচ্ছে সবুজ থেকে কেমন ঘন-সবুজ। এদিকে তোমার ছাদের টবে ফুটেছে একাকি লাল গোলাপ।

গতকাল আমাদের গলির ছোট রাস্তায় তোমাকে একটি ছেলে গোলাপ দিতে চাইলো, তুমি কেন ফিরিয়ে দিলে? তুমি কি ছেলেটির টব সহ গোলাপের গাছটাকেও চাও?

এই খয়েরি রঙের বিকেল বেলা; আমি যখন নিশ্চুপ ছাদে বসেছিলাম, তুমি আমার দিকে তাকিয়ে ওভাবে কেন হাসলে? আমিতো কাউকে কিছু বলিনি, তবু তুমি কি করে জানলে আমার মানিব্যাগ খোয়া গেছে।

আমি তোমার নীরবতা নিয়ে নির্বাক ছাদের উঠান জুড়ে রাতের তারা গুনি। কেন তুমি ভর দুপুরে বৃষ্টিতে ভিজতে থাকো একলা একা, এ প্রশ্ন তোমাকে কখনও করিনি।

তোমার টবের লাল গোলাপ কোথায়?
একি! আমার টেবিলের ফুলদানিতে লাল গোলাপ কোত্থেকে এলো? ভর দুপুরে তুমি কি আমায় চোর বানাতে চাও?

(০৯.১০.২০০৩)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ রাত ১০:১৬

আরণ্যক রাখাল বলেছেন: ফুলচোর হতে আপনার আপত্তি আছে নাকি? দারুন লিখেছেন! ফুলচোর নামের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা উপন্যাসের কথা মনে করিয়ে দিলেন| পারলে পড়ে দেখবেন| ভাল লাগবে আপনার

২৪ শে জুন, ২০১৫ রাত ১০:২৬

খোরশেদ খোকন বলেছেন: ফুলচোর নামের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের কথা আজি শুনলাম, না আপত্তি নেই। নেট এ পেলে পড়ব উপন্যাসটি। ভাল থাকবেন, ধন্যবাদ

২| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৪৩

তামান্না তাবাসসুম বলেছেন: দারুন!

২৬ শে জুন, ২০১৫ সকাল ৭:৩৮

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ। আপনার ভাল লাগায়, নিজেকে ধন্য মনে করছি, শুভেচ্ছা...

৩| ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

জাতির গ্রান্ডপা বলেছেন: ভালো

২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৪২

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ। ভাই ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.