নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

৪টা সিনেমা, ৩টা শহর, আর ২টা মানুষের গল্প...

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

সিনেমা দেখতে দেখতে; হঠাৎ কখনও কারো অভিনয়ে ডুবে যাই;
তারপর Youtube বা KMPlayer একবার Pause করে সেই অভিনেতা/অভিনেত্রীকে Google এ সার্চ দিয়ে খুঁজতে থাকি।
আজও এমনটা হল...সেই গল্পটাই লিখে রাখছি।
----
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় তার "প্রতিদ্বন্দ্বী" ছবিটি তৈরি করেন, সেটা মুক্তি পেয়েছিল ১৯৭০ সালে।
ছবিতে সিদ্ধার্থ (ধৃতিমান চট্রোপ্যাধায়) সদ্য গ্র্যাজুয়েট; সে চাকরীর খোঁজে কলকাতার পথে পথে ঘুরে বেড়ায়। চাকরিজীবী ছোটবোন, বিপ্লবী ছোটভাই আর বিধবা মাকে নিয়ে তার জীবন-যাপন।
এক রাতে বাড়ী ফেরার পথে কেয়া (জয়শ্রী রায়) সিদ্ধার্থ কে একা একা হাটতে দেখে বলে, “এই যে, শুনুন, এই দিকে, একটু শুনবেন”।
সিদ্ধার্থ এগিয়ে যায় কেয়ার বাড়ীর দিকে তারপর সে বলে, “কি ব্যাপার?”
কেয়াঃ আপনি ফিউজ সারাতে জানেন?
...হ্যা, এভাবেই সিদ্ধার্থ আর কেয়ার পরিচয় হয়।
জানা যায়, সিদ্ধার্থ ডাক্তারি বিদ্যা দুই বছর পড়েছিল কিন্তু বাবা মারা যাবার কারণে আর পড়তে পারেনি। এক রাতে সিদ্ধার্থ আর কেয়া বাসে চেপে রাতের কলকাতা শহর দেখতে বের হয়; টাটা ষ্টীলের ভবনের ছাদে উঠে শহর দেখার প্রস্তাব দেয় সিদ্ধার্থ। সেদিন তারা রেস্টুরেন্টে যায়... আর তাদের গল্পও সামনে এগিয়ে যায়...।
জানা যায়, কেয়ার বাবা ইনকাম ট্যাক্স বিভাগে বদলীর চাকরী করে, দিল্লি থেকে সে কলকাতায় এসেছে মাত্র তিন মাস আগে। কেয়ার ৭বছর বয়সেই তার মা মারা গেছে, সে বড় হয়েছে ছোটমাসির কাছে।
সিদ্ধার্থ আর কেয়া একদিন টাটা ষ্টীলের ভবনের ছাদে উঠে ভিক্টোরিয়া মেমোরিয়াল, গঙ্গার পাড়, আর ময়দানে হাজারো মানুষের কোলাহল দেখে; কথা বলতে বলতে কেয়া সিদ্ধার্থকে আপনি থেকে তুমি বলে। সিদ্ধার্থ কলকাতার বাইরে চাকরী নিয়ে চলে যাবার বিষয় সামনে এলে, কেয়া বলে, “তুমি যদি চলে যাও, আমিও থাকবো না।“
জানা যায়, কেয়ার ছোটমাসিকে তার বাবা বিয়ে করছে; মাসিকে মা বলে ডাকতে সে পাড়বে না; এজন্য সে দিল্লি চলে যাবে।
এদিকে সিদ্ধার্থ সারাজীবন কলকাতা শহরে থাকলেও সে একটা চাকরীর জন্য কলকাতার বাইরে চলে যায়। সে একটি হোটেলে উঠে; তারপর কেয়াকে চিঠি লিখতে শুরু করে...।
হ্যা, গল্প/ছবি এখানেই শেষ। এবার ছবি Pause করে কেয়া (জয়শ্রী রায়) কে Google এ সার্চ দিয়ে কি পেলাম সেটা জানা যাক।
----
জয়শ্রী রায় ১৯৬৮ সালে মিস ক্যালকাটা উপাধি লাভ করেন। তিনি সত্যজিত রায়ের "প্রতিদ্বন্দ্বী" সিনেমার মধ্যমে চলচ্চিত্রে আসেন।
বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক আলমগীর কবির ১৯৭৫ সালে তার “সূর্য কন্যা” ছবির জন্য জয়শ্রী রায়কে বাংলাদেশে নিয়ে আসেন।
এবার একটু আলমগীর কবির সম্পর্কে জানা যাক।
আলমগীর কবির (১৯৩৮–১৯৮৯) স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার ৩টি চলচ্চিত্র ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের "বাংলাদেশের সেরা ১০টি চলচ্চিত্র" তালিকায় স্থান পেয়েছে।
তিনি ১৯৫২ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক; ১৯৫৪ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেন।
তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে ইংল্যান্ড যান। সেই সময়ে তিনি ইংগনমার বার্গম্যানের "সেভেনথ সিল" সম্পর্কে জানতে পারেন। চলচ্চিত্রটি তিনি বেশ কয়েকবার দেখেন এবং চলচ্চিত্র নির্মাণের প্রতি আকৃষ্ট হন।
১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময়ে, তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজি বিভাগে প্রধান হিসেবে যোগ দেন।
তিনি ১৯৭৩ সালে তার প্রথম চলচ্চিত্র "ধীরে বহে মেঘনা" নির্মাণ করেন। এরপর ১৯৭৫ সালে নির্মাণ করেন তাঁর দ্বিতীয় চলচ্চিত্র "সূর্য কন্যা"। চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
১৯৭৭ সালে নির্মাণ করেন তাঁর তৃতীয় চলচ্চিত্র "সীমানা পেরিয়ে"। ১৯৭৯ সালে নির্মাণ করেন চতুর্থ চলচ্চিত্র "রূপালী সৈকতে"। ১৯৮২ সালে নির্মাণ করেন পঞ্চম চলচ্চিত্র "মোহনা"। ১৯৮২ সালের মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে "মোহনা" চলচ্চিত্রের জন্য তিনি ডিপ্লোমা অফ মেরিট লাভ করেন।
এবার মূল বিষয়ঃ
জয়শ্রী রায় ১৯৭৫ সালে "সূর্য কন্যা" ছবির জন্য কলকাতা থেকে ঢাকায় আসেন। ছবির কাজ শেষে তিনি আলমগীর কবিরকে বিয়ে করে "জয়শ্রী রায়" থেকে "জয়শ্রী কবির" হয়ে যান।
জয়শ্রী রায় বাংলাদেশ থেকে যান আর "সূর্য কন্যা" - (১৯৭৫), "সীমানা পেরিয়ে" - (১৯৭৭), "রূপালী সৈকতে" - (১৯৭৯) আর "মোহনা" - (১৯৮২) এই ৪টি ছবি আলমগীর কবিরের পরিচালনায় আর জয়শ্রী রায়ের অভিনয়ে নির্মিত হয়।
আশির দশকের মধ্যভাগে আলমগীর কবিরের সঙ্গে তার বিবাহ-বিচ্ছেদ হয়, জয়শ্রী রায় প্রায় একযুগ এদেশের চলচ্চিত্রে অভিনয় করে কলকাতায় চলে যান।
এদিকে আলমগীর কবির একটি চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়ে বগুড়া থেকে ঢাকা ফিরে আসার পথে ২০ জানুয়ারি, ১৯৮৯ সালে নগরবাড়ি ফেরিঘাটে এক দুর্ঘটনায় মারা যান।
অন্যদিকে জয়শ্রী রায় নব্বইয়ের দশকে একমাত্র সন্তান লেনিন সৌরভ কবিরকে নিয়ে চলে যান লন্ডনে। তিনি এখন লন্ডনের সিটি কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষাদান করছেন।
শেষ কথাঃ
মানুষের জীবনটা কত অদ্ভুত!
কলকাতার ছবি দেখতে গিয়ে খুঁজে পেলাম জয়শ্রী রায়কে; যে কিনা এক যুগ এই ঢাকা শহরেই বসবাস করেছেন!
আজ ভাবছি; কলকাতা, ঢাকা আর লন্ডন... ৩টা শহর আর ২টা মানুষ কিভাবে অদৃশ্য সুই-সুতায় বাঁধা ছিল সময়ের সাথে...!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

বদিউজ্জামান মিলন বলেছেন: কি অদ্ভূত! কাকতালীয়ও বলতে পারেন। আমার জন্মের বছরখানেক আগে মুক্তি পাওয়া ছবি সীমানা পেরিয়ে একটু আগেই দেখা শেষ করলাম (কেন আরও আগে দেখিনি! অসাধারণ ভাবনা এবং মেকিং)। যাই হোক প্রজেক্টরে একা একা সিনেমাটা দেখলাম। মনে হলো সিনেমা হলে বসেই দেখলাম সিনেমাটা । বেশ কিছুদিন ধরেই মাথায় ঘুরছিল এই ছবিটা দেখব। ল্যাপটপে ডাউনলোড করেছি। বাট সময় পাচ্ছিলাম না। আজ দেখলাম। এরপর থেকেই জয়শ্রী কবির সম্পর্কে জানতে ইচ্ছা হচ্ছিল। ঠিক তখনই আপনার এই লেখা পড়ে মুগ্ধ হলাম। অসাধারণ লেখা। অনেক তথ্য জানলাম। ধন্যবাদ।

০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

খোরশেদ খোকন বলেছেন: হ্যা, অদ্ভুত না বলে কাকতালীয় বললে আরও সুন্দর হতো।

যাই হোক, ১৯৯৩ সালে (আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি) একদিন নগরবাড়ী ফেরিঘাটে (পাবনা) গিয়েছিলাম।
সেদিন পাবনার একবন্ধু বলেছিল, বাংলা সিনেমার এক বিখ্যাত পরিচালকের গাড়ী ভাঙা-চোরা রাস্তা দিয়ে এসে... ফেরীতে উঠার পণ্টুনের উপর পার্ক করে...তারপর ফেরীতে উঠাতে গিয়ে ব্রেক ফেইল করে পানিতে পড়ে যায়। পানিতে ডুবে যাত্রীরা সবাই মারা যায়।
ড্রাইভার ব্রেক ফেইল করেছে... কিন্তু যাত্রীরা যদি গাড়ী থেকে নেমে হেঁটে হেঁটে ফেরীতে উঠতো; তাহলে এমনটা নাও হতে পারতো ...!?
সংবাদটা জেনে, সেদিন খুব দুঃখ পেয়েছিলাম।

চিন্তা করে দেখুন, সেই গল্পটা ছিল আমাদের “আলমগীর কবির” কে নিয়ে; সেদিন গল্পটা জানতাম কিন্তু আজ "নাম" আর "গল্প" দুইটাই জানলাম আবারও দুঃখ লাগছে...!

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

আরণ্যক রাখাল বলেছেন: প্রতিদ্বন্দী সুনীল গঙ্গোপাধ্যায়ের অসাধারণ এক উপন্যাস| ছবিটি দেখিনি কিন্তু আপনার বর্ণনা পড়ে মনে হল উপন্যাসটির অনেক কিছুই তুলতে পারেননি কিংবা তুলে আনেননি সত্যজিৎ| নাগরিক যন্ত্রণা, সময়কে নিজের প্রতিদ্বন্দী মনে করে যুদ্ধ করা এটা শুধু উপন্যাসেই তুলে আনা সম্ভব| পারলে ওটা পড়ে ফেলুন

০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

খোরশেদ খোকন বলেছেন: আরণ্যক রাখাল ভাই, ধন্যবাদ।

দেখুন আমার বিষয়টা কিন্তু ছিল জয়শ্রী রায়।

সুনীলের উপন্যাস আর সত্যজিতের “প্রতিদ্বন্দ্বী” ছবি অসাধারণ – এ বিষয়ে কারো কোন সন্দেহ নেই।

উপন্যাসটা পড়ার ইচ্ছা আছে।

আমি সিনেমার ডিটেইল এ না গিয়ে “জয়শ্রী রায়” কে নিয়ে “ঢাকা শহর” হয়ে “আলমগীর কবির” আর তাদের ৪টা ভালো বাংলা ছবির কথা বলেছি।

আর জয়শ্রী রায় ও আলমগীর কবির নামের দুইটা উজ্জল নক্ষত্র জলে উঠে আবার হারিয়ে যাবার কথা বলেছি।

কলকাতা, ঢাকা আর লন্ডন এই ৩টা শহর জুড়ে ২টা মানুষ জীবনের ১২ বছর কাটিয়ে ৪টা ভাল বাংলা ছবি উপহার দিয়েছে।

আমি/আমরা চিরদিন তাদের দুজনের প্রতি কৃতজ্ঞ।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: প্রতিদ্বন্দী মুভিটি দেখেছি। চমৎকার মুভি।

আপনার লেখার ধরনটা ভিন্ন, ভালো লাগল।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০১

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ।
দেখুন আমি একটা “অদ্ভুত গল্প” খোঁজার চেষ্টা করেছি...।
যেখানে সিনেমার জীবনের চাইতেও অদ্ভুত/কাকতালীয় ছিল “জয়শ্রী রায়” ও “আলমগীর কবির” এই দুইজন মানুষের জীবন।

“আলমগীর কবির” একদিন "লন্ডন" থেকে সিনেমার যাত্রা শুরু করেছিলেন;
আর সিনেমার যাত্রা শেষ করে "জয়শ্রী রায়" সেই লন্ডনে চলে গেছেন।

মাঝখানে ১২ বছর আর ৪টা ছবি নিয়ে ঢাকা শহরটা বেঁচে আছে। অদ্ভুত!

৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

হাসান মাহবুব বলেছেন: আলমগীর কবিরের কোন ছবি দেখা হয় নাই। আফসোস! কোনটা দিয়ে শুরু করা যায় বলেন তো?

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

খোরশেদ খোকন বলেছেন: পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
ধীরে বহে মেঘনা - (১৯৭৩)
সূর্য কন্যা - (১৯৭৫)
সীমানা পেরিয়ে - (১৯৭৭)
রূপালী সৈকতে - (১৯৭৯)
মোহনা - (১৯৮২)
পরিনীতা - (১৯৮৪)
মহানায়ক - (১৯৮৫)

যদি বলেন "বিমূর্ত এই রাত্রি আমার" গানটাও শুনেন নাই। তাহলে ভয়ানক আফসোস করবো।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

বদিউজ্জামান মিলন বলেছেন: সীমানা পেরিয়ে দিয়ে শুরু করুন। অসাধারণ মুভি।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

খোরশেদ খোকন বলেছেন: "সীমানা পেরিয়ে" দিয়ে শুরু করাটাই ভালো হবে।
"বিমূর্ত এই রাত্রি আমার" গানটা আর ভুপেন হাজারিকা;
ছবিটা একটা মাস্টার পিস।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

রক্তিম দিগন্ত বলেছেন: প্রতিদ্বন্দী উপন্যাসটি পড়েছি। মুভিটি দেখিনি। আপনার লেখা পড়ে দেখার আগ্রহ বাড়লো। অনলাইনে পাওয়া যাবে?

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

খোরশেদ খোকন বলেছেন: অনলাইনে পাবেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.