নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ দরজার ওপাশে

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

আমার দরজা খুলে সামনে তাকালেই সিঁড়ি, তারপর আরেকটি দরজা। সেই দরজার ওপাশেই থাকে মেয়েটি...!

সেই মেয়েটি দরজায় হাত রেখে দাড়িয়ে তার ৭ম জন্মদিনে মায়ের দেয়া উপহার আমাকে দেখিয়ে বলেছিল, তার মা'ই পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি মাথা নাড়িয়ে বলেছিলাম, হ্যা আমি বুঝেছি।

একবছর পর সেই মেয়েটি তার ৮ম জন্মদিনে বাবার দেয়া উপহারটি দেখিয়ে বলেছিল, তার বাবা'ই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমি সেদিনও মাথা নাড়িয়ে বলেছিলাম, হ্যা আমি বুঝেছি।

মেয়েটির আজ ৯ম জন্মদিন...!

তার শ্রেষ্ঠ মা আর শ্রেষ্ঠ বাবার মধ্যে ডিভোর্স হয়েছে তিনমাস আগে?

আমি দরজার এপাশে বসে ভাবছি, এই দুঃখী মেয়েটির জন্য তার বাবা আর মা দুইজনই “শ্রেষ্ঠ মানুষ” হতে চেয়েছিল, “সাধারণ মানুষ” হতে পারেনি।
---------------------------------------
© খোরশেদ খোকন। ০৫.০৯.২০১৫

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার অনুগল্প

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
আশা রাখছি আরও কিছু অনুগল্প পোস্ট দিবো। শুভেচ্ছা...

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৯

প্রামানিক বলেছেন: চমৎকার অনু গল্প। ধন্যবাদ

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০০

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, বড় গল্প লেখার সময় পাচ্ছি না, তাই অনুগল্প।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় লম্বা দৌড়ের এ্যাথলেট নেই। সব মুখ থুবরিয়ে পড়া। কেউ যদি তাদেরকে বলে দিতো, পিতা-মাতা সাধারণ হলেও সর্বোৎকৃষ্ট!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, এখানেই সাধারণ মানুষ অসাধারন।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

নেক্সাস বলেছেন: চমৎকার

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

রক্তিম দিগন্ত বলেছেন: শ্রেষ্ঠ বাবা ও শ্রেষ্ঠ মা কিন্তু সন্তান তৈরি করে। অন্য কেউ নয়। আর এটার জন্য বাবা-মাকে একত্রেই থাকা লাগবে এমন কোন কথা নেই। সন্তানের সাথে আচরণের জন্যই বাবা-মায়ের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়।
দুঃখী মেয়েটির জন্য তার বাবা আর মা দুইজনই শ্রেষ্ঠ মানুষ হয়েছে কিন্তু। সন্তান নিজেই যখন শ্রেষ্ঠ বলে - তখন কিন্তু ঐ বাবা-মায়ের জন্য সেইটা সবচাইতে বড় পাওয়াটাই।

আর আপনি যেইটার সাথে তুলনা করছেন - সেটা হল স্বামী-স্ত্রীর সম্পর্ক। এটার সাথে বাবা-মায়ের শ্রেষ্ঠত্বের প্রশ্ন তোলাটা মানালো না।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
ভাই, প্রথমেই লক্ষ্য রাখবেন এটা একটা গল্প।
দ্বিতীয়ত “উপহার” নামক প্রতিযোগিতার মাধ্যমে অন্য বাবা/মায়ের চেয়ে তারা শ্রেষ্ঠ, মানবিক গুনাবলীর জন্য নয়।

এবার আসা যাক মেয়েটার বিষয়ে, মেয়েটার জন্য তারা সাধারণ বাবা/মা হলে মেয়েটার ভবিষ্যৎ নিরাপদ হতো, এখন বাবা/মা এর ব্যাক্তিগত সুখের কাছে মেয়েটা পরাজিত।

আবারও ধন্যবাদ কষ্ট করে পড়েছেন আর মন্তব্য করেছেন।
আমি হয়তো কথাগুলো পরিষ্কার/সহজ-ভাবে "গল্পে" বোঝাতে পারি নাই। দুঃখিত
আপনার মন্তব্যে আমি অনুপ্রাণিত। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.