![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
১৯৯৮ সালে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আর আমাদের বাসা ছিল মিরপুরে। সেখানে পাশের বাসায় মাহবুব নামের ৫/৬ বছরের একটি ছেলে ছিল। সে ছিল শান্ত আর ভদ্র টাইপের ছেলে। সে মাদ্রাসায় পড়তো। একদিন বিকেলে ছাদে হাটতে গিয়ে শুনলাম মাহবুব নাকি গত ৩দিন যাবত মাদ্রাসায় যাচ্ছে না!
মাহবুবের বাবা, মা, আত্মীয়-স্বজন সবাই চেষ্টা করেছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ছেলেটি নাকি ঠিক মতো ৩ বেলা খাবারও খাচ্ছে না...।
আমি মাহবুবের বাসায় গিয়ে দেখি, ছেলেটা গাঁয়ে জ্বর নিয়ে শুয়ে আছে। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি বললাম, কি লিটল প্রিন্স কি খবর?
মাহবুব কিছু বলল না, শুধু মাথা তুলে একবার আমার দিকে তাকাল, তারপর অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়লো।
আমি বললাম, এই তুমি কি রাগ করেছ? রাগ করলে করতে পারো কিন্তু আমি কি করেছি সেটা না বললে তো তোমাকে ছাড়ছিনা।
এবার সে আমার দিকে ফিরে ইশারায় বলল, কানে কানে কথা বলবে।
আমি ফিস ফিস করে বললাম, ঠিক আছে। আমি তোমাকে কোলে তুলে ছাদে নিয়ে যাই তারপর জম্পেশ আড্ডা হবে।
সে রাজি হল, আমি ওকে ঘাড়ে নিয়ে দুতলা থেকে সোজা ছাদে চলে গেলাম। তারপর বললাম, কি আইসক্রীম, চকোলেট কিংবা খেলনা লাগবে? আমি দিতে পারি।
সে কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকলো, তারপর কানে কানে বলল, আমি কেন মাদ্রাসায় পড়বো না জানো?
আমি বললাম, নাতো কেন?
সে বলল, জানো মাদ্রাসায় পড়লে ছেলেদের মুখে বড় বড় দাড়ি গজায়; দাড়িওয়ালা ছেলেদের দেখলে আমার ভয় লাগে। আমি রাতে দাড়িওয়ালা ভুতের স্বপ্ন দেখি...!
এবার আমি কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকলাম...। তারপর ভাবতে লাগলাম, আমি কি করে তাকে বোঝাবো যে, দাড়ি আসলে সব ছেলেদেরই গজায়; মাদ্রাসার ছেলেরা সেটা বড় হতে দেয় আর কলেজের ছেলেরা সেটা বড় হতে দেয় না...!
......
আজ অনেক দিন পড় মনে হচ্ছে, আমরা যারা বাচ্চাদের বাবা/মা হয়েছি, তারা কি বাচ্চাদের মনের কাছে গিয়ে জানতে পারছি আমাদের ছেলে কিংবা মেয়েটি কি ভাবছে!? কি স্বপ্ন দেখছে, আর কি বুঝে বড় হচ্ছে!?
---------------------------------------
© খোরশেদ খোকন। ০৫/১২/২০১৫
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
খোরশেদ খোকন বলেছেন: যাক, এই লেখা পড়ার পরে আপনি বাচ্চাদের বিষয়ে এমনকি বাবা/মায়ের বিষয়ে ভেবেছেন।ধন্যবাদ
২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
কেউ নেই বলে নয় বলেছেন: বাচ্চাদের সাথে সরল মন নিয়ে মেশা উচিত। খোলাখুলি বন্ধুর মত কথা বলে জানতে চাওয়া উচিত ওরা আসলে কি ভাবছে। বেড়ে ওঠায় কোন গলদ আছে নাকি সেটা শিশুকালেই জানলে ভালো, তখন শুধরে নেয়ার সুযোগ বেশি থাকে। ওদের যেমন খুশী গড়ে নেয়া সম্ভব একটু নজর দিলেই। ওদের উপলব্ধিগুলো যেন ভুল পথে না যায়।
পোস্টে ভালোলাগা রইলো।
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
খোরশেদ খোকন বলেছেন: আপনার কথার সাথে আমি ১০০ ভাগ একমত। যারা (বাবা/মা) সময় পায়না তাদের জন্য দুঃখ হচ্ছে। ভাল থাকবেন। ধন্যবাদ
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬
সুলতানা রহমান বলেছেন: বাচ্চাদের সাথে বাবা মায়ের অনেক বেশি ভাল সম্পর্ক রাখা দরকার। বয়ঃসন্ধি কাল তো আরো গুরুত্বপূর্ণ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
খোরশেদ খোকন বলেছেন: এখনকার বাবা/মায়েরা বাচ্চাদের বিষয়ে অনেক আন্তরিক... এটা ভেবে ভাল লাগে। ধন্যবাদ
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
ফেরদৌসা রুহী বলেছেন: সব বাবা মায়ের আগে সন্তানের বন্ধু হওয়া দরকার।
আমার ছেলের বয়স ১০। প্রতিদিনই আমরা তার সাথে টিনেজ বয়সে তার কি কি পরিবর্তন হবে তা নিয়ে আলাপ করি।
এখন তার কাছে সব কিছুই স্বাভাবিক মনে হয়।
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ। আমার লেখার উদ্দেশ্য কিন্তু তাই, ছোটদের ভাবনা নিয়ে বড়দের আগ্রহ তৈরি করা।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯
মোঃসুমন মজুমদার বলেছেন: যান্ত্রিকতার ফ্রেমে সব বাবা মা আটকিয়ে গিয়েছে,আমাদের পিতা মাতার সময় হচ্ছে না যে কি স্বপ্ন দেখছে, আর কি বুঝে বড় হচ্ছে।তবে মজার একটা বিষয় হচ্ছে গতকাল রাতে আমার মা আমাকে কথা বলতে শুনেছে তাও আবার ঘুমের ঘরে কিন্তু কখনো এমনটি জিজ্ঞাস করে নি কি স্বপ্ন দেখেছি অথবা কি বুঝে বড় হচ্ছি।