![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
ইউরোপের এক দায়িত্বশীল ব্যবসায়ী তার ব্যবসার প্রসার ঘটাতে লাগলেন সন্ত্রাস-বিরোধী নিরাপত্তা অস্ত্র বিক্রি করে। উচ্চ, মধ্য আর নিম্ন আয়ের মানুষের দেশে দেশে পুলিশ আর্মি আর কর্পোরেট নিরাপত্তা কর্মী প্রতিষ্ঠানগুলো সেই আগ্নেয়াস্ত্র কিনে নিরাপত্তা বাড়াতে লাগলো।
এক সময় দেখা গেলো; সেই মহান ব্যবসায়ী (লোভে পড়ে) ছোটখাট চোর/ডাকাত এমনকি মাফিয়াদেরও কাছেও অস্ত্র বিক্রি শুরু করে দিয়েছে (লাভের লোভ সামলানো কঠিন!)।
একদিন হঠাৎ সে ব্যবসায়ীর নিজস্ব জগত মানে নাচ, গান, শিল্প, সাহিত্য ঘেরা পরিপাটি বাড়ীর উপর একটি মাফিয়া চক্র আক্রমণ করে বসলো। আর আক্রমণ দেখে, সেই ব্যবসায়ীর প্রতিবেশীরা দুই দলে ভাগ হয়ে গেলো; একদল মিছিল মিটিং করে (চিৎকার) বলল, “নাচ, গান, শিল্প, সাহিত্যের উপর আঘাত মানে মানবিকতার উপর অমানবিকতার আঘাত; এর থেকে আমরা কেউ মুক্ত নই।” অন্যদল মনে মনে বলল, “এইসব লোভী ব্যবসায়ীর ইটের (লোভের) বিপরীতে পাটকেল (আঘাত) পাওয়াটাই নিয়তি, আমদের শক্তি কম তাই চিৎকার করতে পারছি না!”
এদিকে সারা দুনিয়ায় মিডিয়ার সুমহান ভুমিকায়; সাধারণ মানুষ ব্যবসায়ীর লোভটা দেখছে না, শুধুই দেখছে শিল্প-সাহিত্য আঘাতপ্রাপ্ত হয়েছে, মানবতা ধ্বংস হয়ে যাচ্ছে...।
পুনশ্চঃ একবার আলফ্রেড নোবেলের কথা ভেবে দেখুন; তার নামে ৩৫০টা প্যাটেন্ট পাবেন যার মধ্যে বিখ্যাত একটা হচ্ছে ডিনামাইট (dynamite)। তিনি বেঁচে থাকতে নোবেল পুরষ্কার প্রবর্তন না করলে আজকের পৃথিবী তাকে খুনি ডিনামাইট আবিস্কারক হিসেবেই ঘৃণা করতো। যেমন আমরা কালাশনিকভ (Mikhail Kalashnikov) কে AK-47 (7.62×39mm assault rifle) আবিষ্কারের জন্য ঘৃণা করি।
.....
© খোরশেদ খোকন। ১৫/১২/২০১৫
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
আসলেই তাই।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
অন্ধবিন্দু বলেছেন:
সাধারণ মানুষ কেনও দেখছে না ? চোখ নাই! মিডিয়াতে মাতাল কেন এতো। মাহিরাহি মতো আমারও কথা, না বুঝতে চাইলে কিছুই করার নাই! হাহ হা।
লোভ-স্বার্থে আটকে পড়ছি ...
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
আমি যে একটা গল্প দিয়ে একটা মানবিক সমস্যাকে সহজে বুঝাতে চাইলাম,
সেটাও কি মানুষ বুঝতে পাড়ছে?
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭
শহুরে আগন্তুক বলেছেন: কালাশনিকভ কে ঘৃণা করবো কেন? অস্ত্রর চাহিদা থাকলে তা কোন না কোন ভাবে তৈরি হবেই । ঘৃণা করলে যাদের ওটা আরেকজন কে মারতে চাহিদা, তাদের করা উচিত ।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
খোরশেদ খোকন বলেছেন: ভাই, আমি আপনার সাথে একমত।
তবুও ভেবে দেখুন দ্বিতীয় বিশ্ব যুদ্ধে যে/যারা পারমাণবিক বোমা আবিষ্কার করেছিল তাদের কিন্তু আমরা ভালবাসি না।
মৃত্যু অবধারিত, মৃত্যুদণ্ড দেয়ার অনেক উপায় আছে...
তবুও জেনে রাখুন, এক-৪৭ আবিষ্কার নিয়ে কালাশনিকভ নিজেই বলেছেন, In January 2014 a letter that Kalashnikov wrote six months before his death to the leader of the Russian Orthodox Church, Patriarch Kirill, was published by the Russian daily newspaper Izvestia. In the letter he stated that he was suffering "spiritual pain" about whether he was responsible for the deaths caused by the weapons he created. Translated from the published letter he states, "My heartache unbearable same insoluble question: if my rifle deprive people of life, and therefore I, Mikhail Kalashnikov, ninety-three years old, the son of a peasant, and Orthodox Christian according to his faith, responsible for the death of people, let even an enemy?"
আসলে সবাই বিশ্বাস করে যে, তিনি মানব মৃত্যুর/ মানুষকে অত্যাচারের নতুন উপায় আবিষ্কার করেছিলেন রাশিয়ান আর্মিদের উৎসাহে – এটাই নীতির দিক দিয়ে ভয়াবহ। ধন্যবাদ
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
উল্টা দূরবীন বলেছেন: আবিষ্কারের জন্য কাউকেই ঘৃণা করার কথা না।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ, গল্পটা নিয়ে কথা বললে ভাল লাগতো,
তবুও বিঃ দ্রঃ নিয়ে যখন বলেছেন তাই বলছি,
আবিষ্কারটা নীতির দিক দিয়ে মানবিক হলে আরেকটু ভাল হতো না।
ডিনামাইট কিংবা একে-৪৭ আবিষ্কারকের আবিষ্কারকগণ জীবদ্দশায় অঢেল ধন-সম্পদের মালিক হয়েছিলেন, যখন তারা বুঝতে পারেন তাদের আবিষ্কারটা মানবতার হিতের বিপরীত তখনি তারা অনুশোচনার আগুনে পুড়েছেন। ধন্যবাদ
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৫
রুদ্র জাহেদ বলেছেন: এসব স্ববিরোধী- সেল্ফবিধ্বংসী সৃষ্টি তবুও থামবে না?কী বা করার আছে!
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
মানববিধ্বংসী অস্ত্র আমার কাছে থাকলে ঠিক আছে আর অন্যের হাতে থাকলে ঠিক নাই, এই স্বেচ্ছাচারী মুরুব্বিরা (ইউরোপ) পৃথিবী চালায়; তাইতো তাদের সুরে সুর মিলিয়ে মিডিয়া কথা বলে...আমরা তাদেরই (ইউরোপের) বানানো নীতিতে আধুনিক মানুষ হতে চাই। একবারও নিজের দিকে ফিরে তাকাই না...! আসলেই হয়তো কিছু করার নাই, তবুও ভাবাতো যায়
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
মাহিরাহি বলেছেন: তারপরেও না বুঝলে চাইলে কিছুই করার নাই!