নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি\'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

খোরশেদ খোকন

এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।

খোরশেদ খোকন › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ মুখস্ত বিদ্যা

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

আবুল আর বাবুল দুই সহপাঠী।

আবুল বলছে, পরীক্ষায় নির্দিষ্ট সময়ে সকল প্রশ্নের উত্তর দিলে তবেই ভাল ফলাফল হয়। তাই, মুখস্ত বিদ্যার কোন বিকল্প কোন দিনই হয়না।

বাবুল বলছে, যেই লেখাটা আমরা মুখস্ত করছি সেটা যদি বুঝতে পারি; তাহলে পরীক্ষার খাতায় লিখতে পারাটাতো কোন সমস্যা না। প্রশ্নের উত্তর নিজের মতো করে, নিজের মনের ভাষায় লিখতে না পারলে; শুধু মুখস্ত করে পরীক্ষার খাতায় যা উগড়ে দেয়া হয় সেটাকে বিদ্যা বলেনা, বলে অবিদ্যা।

আগামীকাল বাংলা পরীক্ষা; তাই দুই বন্ধু পড়ছে "মুখস্ত বিদ্যার কুফল"।

এদিকে আবুল সারাটা বিকেল পড়েও অপ্রিয় জিনিসটা (মুখস্ত বিদ্যার কুফল) মুখস্ত করতে পাড়ছে না।
অন্যদিকে বাবুল ভাবছে, স্যার যেহেতু নোট-বইয়ের সাথে উত্তরপত্র মিলিয়ে নাম্বার দেন, তাই যারা মুখস্ত করেনি তাদের মূল্যায়ন আগামীকালও হবে না!?
---
© খোরশেদ খোকন। ১৭/১২/২০১৫

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

আরণ্যক রাখাল বলেছেন: :)

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০

খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.