![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে কিছু কিছু শব্দ কলম নয় হ্রদয় থেকে নেমে আসে, একা। এই শহরে বিনয় ঝুলে থাকে মরা গাছের ডালের মতো, একা।
সেদিন নিরালা বাসে টাঙ্গাইল যাচ্ছিলাম। মোবাইলে হেডফোন লাগিয়ে গান শুনছি আর ফেইসবুকে কবিতা পড়ছি; এমন সময় পাশের উনিশ/কুড়ি বয়সের ছেলেটি বলল, ভাই কি টাঙ্গাইল যাচ্ছেন?
আমি বললামঃ হ্যা, টাঙ্গাইল যাচ্ছি।
ছেলেটি বললঃ ভাই, আমি করটিয়া কলেজে ম্যানেজম্যান্ট পড়ি।
আমি বললামঃ ভাল কথা।
ছেলেটি বললঃ ভাই, আপনি কি করেন?
আমি বললামঃ জি, আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরী করি।
ছেলেটি বললঃ ভাই, আমি আপনার মতোই একজন মানুষ খুঁজছিলাম।
আমি বললামঃ কেন ভাই? আমার মতো কেন?
ছেলেটি বললঃ ভাই, আমি পড়াশুনা শেষ করে আপনার মতোই ব্যাংকার হতে চাই।
আমি বললামঃ খুব ভাল কথা; পড়াশুনা করেন। দোয়া করি একদিন নিশ্চয়ই ব্যাংকার হবেন।
...তারপর আধা ঘণ্টার মতো কোন কথা নেই...
ছেলেটি বললঃ ভাই, আমি একটা সমস্যায় পরেছি। একটু উপকার করবেন?
আমি বললামঃ বলেন। আমি টাকা পয়সা ছাড়া কোন উপকার থাকলে নিশ্চয়ই করবো।
ছেলেটি বললঃ ভাই, আমি আমার এক সহপাঠী বন্ধুকে নিয়ে আমাদের বাড়ীতে বেড়াতে গিয়েছিলাম; সেই হারামজাদা এখন আমার ছোটবোনের সাথে প্রেম করে; রাত-বিরাতে ফোন দেয়। আমি এখন ঠিক মতো ঘুমাতে পারি না। কি করে যে কি করি?
আমি বললামঃ এটাতো ভাই বিশাল সমস্যা...এই বয়সের এই সকল সমস্যার কোন ভাল সমাধান তো আমার জানা নাই, আমি দুঃখিত।
ছেলেটি বললঃ ভাই, আমি হারামজাদাটাকে কিভাবে সায়েস্তা করবো, একটা বুদ্ধি দেন।
আমি বললামঃ ভাই, ভাল বুদ্ধিতো দিতে পারবো না; তবে একটা খারাপ বুদ্ধি দিতে পারি...
ছেলেটি বললঃ খারাপ ভাল আমি বুঝবো। আপনি একটা বুদ্ধি দেন...
আমি বললামঃ সেই ছেলেটি কি আপনার ভাল বন্ধু ছিল?
ছেলেটি বললঃ হ্যা
আমি বললামঃ তার কি আপনার মতো একটা ভবিষ্যতের স্বপ্ন আছে?
ছেলেটি বললঃ হ্যা
আমি বললামঃ তার কি চরিত্রের কোন সমস্যা আছে? কিংবা খারাপ কোন স্বভাব?
ছেলেটি বললঃ না। সে দেখতে ভাল, ফ্যামিলি ভাল ,এমন কি আমার চাইতে রেজাল্ডও ভাল।
আমি বললামঃ এবার আপনি ভেবে দেখুন। যদি আপনার একবোন অন্যবোনের এফেয়ার জেনে ফেলত তারা কিন্তু সেই এফেয়ারটাকে শেয়ার করতো; ছেলেটার ভাল দিকটার দিকে তাকাতো তারপর ছেলে ভাল হলে একবোন অন্যবোনকে যথাসাধ্য সাহায্য করতো?
ছেলেটি বললঃ হ্যা, আমি দেখেছি; মেয়েরা এমনই একবোন অন্যবোনকে এইসব বিষয়ে শেয়ার করে আর পারলে সাহায্য করে।
আমি বললামঃ এবার আপনার সমস্যার সমাধান কিন্তু আপনার হাতেই...আপনি আপনার বন্ধু আর ছোটবোনের সাথে এই বিষয়টা নিয়ে মন খুলে কথা বলেন...। যদি মনেহয় ছেলে-মেয়ে দুজনেই বিষয়টা নিয়ে সিরিয়াস; তাহলে আপনি বন্ধু আর ছোটবোনের প্রতি যত্নবান হোন...।
...
তারপর...ছেলেটি কোন কথা না বলে ভাবতে লাগলো...।
...
এদিকে আমি হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম আর ফেইসবুকে কবিতা খুজতে লাগলাম...
...
১৬-০১-২০১৬
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ আন্দালিব ভাই
ভাল থাকবেন।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
হাসান মাহবুব বলেছেন: বিনয়ের সাথে জানাচ্ছি, এটি আমার কাছে কোন গল্পই মনে হলো না। আপনার চলার পথের একটা ঘটনা তুলে দিলেই সেটা গল্প হবে না। এর সাথে আরো কিছু দরকার, যা এই লেখায় নেই।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
হাসান মাহবুব ভাই। আপনার কথায় আমি ১০০% একমত। আমি লেখালেখির চর্চা করছি। একদিন ইচ্ছা আছে এই ঘটনাটাকে নিয়ে একটা গল্প লেখার। আপাতত রেখে দিচ্ছি তাই অনুগল্প বলার দুঃসাহস করেছি। ভাল থাকবেন।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: গল্প না বলে এটাকে একটা সুন্দর স্ট্যাটাস বলা যেতে পারে
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
খোরশেদ খোকন বলেছেন: ধন্যবাদ
স্ট্যাটাস হিসেবেই ধরে নিলাম। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
আজমান আন্দালিব বলেছেন: সু পরামর্শ।