নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধ জানালা খুলে দিলাম...

মুক্ত কর ভয়,আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়..

খোলা বাতাস

অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........

খোলা বাতাস › বিস্তারিত পোস্টঃ

বিতৃষ্ণা...

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫২

আমি যখন নতুন উদ্যামে জীবন সংগ্রামে অগ্রসর হতে চাই, জীবনটাকে নতুন ভাবে সাজাতে চাই,ঠিক তখুনি আমার জীবনে বাধার তাড়নায় নেমে আসে পরাজয়ের গ্লানি । বিষাদে,দুঃখে,হতাশায় ছেয়ে যায় এ হৃদয় । ইচ্চে করে এই ঘুনে ধরা সমাজটাকে আস্তাকুরে ফেলে চলে যায় কোন এক অজানা অচেনা জায়গায় । সেখানে থাকবে ঝর্ণার কুলকুল নাচার শব্দে ঘুমিয়ে পড়া পাহাড়,জনমানবহীন শান্ত- শান্তির বসবাসের স্থান ,পাখির কন্ঠের সুমধুর গান, গাছ গাছালিতে পরিপূর্ণ এক বিস্তির্ন বন, আর নীল আঁচলে ঢাকা আকাশ । তখন আমার স্বাধীনমত আমি চলব । থাকবেনা কোন কুৎসিত সমাজের লাল চক্ষুর শাসন,কোন বাধা, কোন নিষেধাগ্ণার জারি । ঘুরে বেড়াব বনের সব পাখিদের নিয়ে । তাদের মনে থাকবেনা কোন হিংসা । তারা কেবল আমাকে ভালবাসবে অনন্তকাল ধরে । কারণ-আমি যে শুধুই ভালবাসা চাই ।

কিন্তু...............................................???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.