নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধ জানালা খুলে দিলাম...

মুক্ত কর ভয়,আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়..

খোলা বাতাস

অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........

খোলা বাতাস › বিস্তারিত পোস্টঃ

মেয়েটার হাসির রহস্য জানা গেল না...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

শাহবাগ গন্তব্যকে সামনে রেখে শিববাড়ি থেকে ঢাকা পরিবহনে উঠলাম । সামনের সিট দুইটা ফাকা ছিল তাই ওখানেই বসলাম । পরমূহুর্তে আমার পাশের সিটটাতে একটা মেয়ে বসল । আমি আনমনে মোবাইল টিপাটিপির কারণে মেয়েটাকে ভাল করে দেখলাম না । কিছুক্ষন পর অন্ধ এক ভিখারি উঠে বাবাগো, মাগো আমি এক অন্ধ ভিখারি বলে তার নিয়ম মতাবেক টাকা চাইতে আমার সিটের কাছে আসল । আমি টাকা দিয়ে আবার মোবাইলে মনোযোগ দিলাম । আমার পাশের মেয়েটার কাছে সে অনেকক্ষন দাড়িয়ে টাকা চাইছে অথচ মেয়েটা কোন শব্দ করছেনা এইটা বুঝে আমি মেয়েটার দিকে বেশ ভাল করে তাকিয়ে দেখি সেও অন্ধ । মনটা বিষাদে ভরে গেল । ও তখন ওর হাটুর উপরে উঠে যাওয়া জামা ঠিক করতে ব্যস্ত, খুব সুন্দর করে আধময়লা ওড়না দিয়ে মাথা ঢাকা ।মুখটা মায়ায় ভরা । ইচ্ছে করছিল যে সব মেয়েরা অশালিন (অর্ধনগ্ন) ভাবে চলাচল করে তাদেরকে নিয়ে এসে দেখায় । যায হোক এরপর আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখি ও নিঃশব্দে হেসেই খুন । আমিও হাসলাম এই ভেবে যে,এক অন্ধ আরেক অন্ধের কাছে টাকা চাইছে (হাসাটা উচিত হয়নি ) । তবে ওই মেয়েটা কেন হাসল ওটা আমার জানা হোল না । মেয়েটার হাসির রহস্য তাই অজানায় থেকে গেল...........।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.