নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বন্ধ জানালা খুলে দিলাম...

মুক্ত কর ভয়,আপনা মাঝে শক্তি ধর নিজেরে কর জয়..

খোলা বাতাস

অতি সাধারণ..নির্ভেজাল..নিজের কাছে নিজেকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর......কারণ বিবেক বলে যে বস্তুটা আমার মধ্যে আছে তার কাছে মাথা নিচু করতে চাইনা......ক্ষতি হোক আমার হোক অন্যের ক্ষতি যেন না করি ,প্রতিদিন এই কথাটিই মনে মনে বলি........

খোলা বাতাস › বিস্তারিত পোস্টঃ

ঘুম ভাঙলো যখন

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

সকাল বেলা ঘুম ভাঙলো যখন মনে পড়লো আজ রাতে কি স্বপ্ন দেখেছি । আমার কাছের একজন গত দেড় মাস যাবত আমার সাথে কথা বলে না । আমার অপরাধ,একজনকে এত ভালোবাসি যে সেই ভালোবাসাটা নাকি দৃষ্টি কটু!! ঐ ভালোবাসার অপরাধে আমার একসময়ের ব্যার্থতাগুলো (যা আগে তাদের চোখে পড়েিন) প্রকট হয়ে দেখা দিলো । সহ্যের সীমা পরিসীমা ভেঙে দিল । তাদের চোক্ষুশুলে বিদ্ধ হলাম । যেগুলো অতীতে ক্ষমা পেয়েছিলো এখন সেগুলো ক্ষমা?? প্রশ্নই উঠেনা । তাই বলে কিন্তু এতো কিছুর পড়েও আমার ভালোবাসার কোেনা কমতি নেই তাদের প্রতি । ভালোবাসাটা যদি অপরাধই হয়ে থাকে তো হোক, এই অপরাধে আজীবন অপরাধী হতে আমার আপত্তি নেই । যাই হোক বলছিলাম স্বপ্নের কথা -আমার কাছের মানুষকে (যে আমার সাথে কথা বলে না) দেখলাম সেই বিগত দিনের মতো প্রাণ খুলে আমার সাথে তার সুখ-দুখ ভাগ করছে । তার প্রাণখোলা হাসি দেখে আমি যেভাবে তৃপ্ত হতাম ঠিক তেমনটাই আজ আমি ওকে আসার স্বপ্নের মধ্যে দিয়ে দেখলাম । জানিনা আমার স্বপ্নটা সত্যি হবে কিনা ।আমার মনের আকুতি যদি ও বুঝতে পারতো! জানিনা ওর মতো আমার প্রিয় মানুষটাও একদিন তার জীবন থেকে মুছে ফেলবে কিনা এই আমাকে । আহা! আজকের স্বপ্নটা যদি সত্যি হতো!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.